এবার কি গ্রেফতার? দ্বিতীয়বার CBI তলব অদিতি মুন্সীর স্বামীকে! নিজাম প্যালেসে দেবরাজ

বাংলা হান্ট ডেস্ক : ফের একবার নিজাম প্যালেসে (Nizam Palace) পৌঁছালেন স্বনামধন্য গায়িকা তথা বিধাননগর পুরসভার কাউন্সিলর তথা বিধায়ক অদিতি মুন্সীর (Aditi Munshi) স্বামী দেবরাজ চক্রবর্তী (Debraj Chakraborty)। প্রথমবার জেরার পর তাকে দ্বিতীয়বার জিজ্ঞাসাবাদের জন্য তলব করে সিবিআই (Central Bureau of Investigation)। আর সেই সমনের কারণেই বুধবার সকাল ১১টা নাগাদ নিজাম প্যালেসে হাজির হন দেবরাজ।

প্রসঙ্গত উল্লেখ্য, যেদিন থেকে ইডি-সিবিআই নিয়োগ দুর্নীতির তদন্ত শুরু করেছে সেদিন থেকেই একটার পর একটা চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। রাজ্যের একাধিক হেভিওয়েট নেতার নাম জড়িয়েছে এই দুর্নীতিতে। নিয়োগ দুর্নীতির মামলায় পার্থ চট্টোপাধ্যায় থেকে মানিক ভট্টাচার্যের মত শীর্ষস্থানীয় নেতারা এখন জেলের ওপারে।

প্রসঙ্গত উল্লেখ্য, গত বৃহস্পতিবার দেবরাজ এবং কলকাতা পুরসভার ১০১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তকে তলব করেছিল সিবিআই। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলা সংক্রান্ত জিজ্ঞাসাবাদের জন্যই তলব করা হয়েছিল তাদের। প্রায় সাড়ে ৭ঘন্টার ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর দেবরাজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত নথি দেখতে চেয়েছিল সিবিআই।

আরও পড়ুন : পিকনিক স্পট নয়, অহিন্দুদের মন্দিরে প্রবেশ নিষিদ্ধ করল হাইকোর্ট! নোটিশ টাঙানোর নির্দেশ দিল আদালতের

সেবার সিবিআই দফতর থেকে বেরিয়ে দেবরাজ বলেন, ‘আমার বাড়িতে ওরা কিছু নথি পেয়েছিলেন। সে গুলির ভিত্তিতে কয়েকটি তথ্য পরিষ্কার করে জানতে চেয়েছিলেন ওরা। সেই নিয়ে কথা হয়েছে। এ ছাড়া, আরও কিছু নথি আমার থেকে চেয়েছেন। ৩১ তারিখ আবার ডেকেছেন। সে দিন এসে বাকি নথি জমা দিয়ে যাব।’ আর এবার সেই নথি জমা দিতেই সিবিআই দফতরে পৌঁছালেন দেবরাজ।

আরও পড়ুন : দক্ষিণবঙ্গে হাওয়া বদলের পূর্বাভাস, টানা ৭২ ঘন্টা তাণ্ডব চলবে এই ৯ জেলায়, ভয়ঙ্কর রিপোর্ট IMD-র

1701330283 debraj

বলে রাখা ভালো, গত নভেম্বরেই দেবরাজের বাড়ি থেকে শুরু করে অদিতির স্কুল সব জায়গায় খানা তল্লাশি চালায় সিবিআই। সিবিআই সূত্রে খবর, সেই তল্লাশিতেই টেটের নিয়োগ সংক্রান্ত একাধিক তথ্য পাওয়া গেছে। সেই তথ্যের মধ্যে ছিল টেটের কয়েকটি মার্কশিট এবং বদলির আবেদনপত্র। সেই সমস্ত তথ্য জমা দেওয়ার পর ফের দেবরাজকে তলব করে সিবিআই।


Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর