‘গোপাল পাঁঠা’র চরিত্র বিকৃতির অভিযোগ, ‘দ্য বেঙ্গল ফাইলস’-এর পরিচালক অগ্নিহোত্রীর বিরুদ্ধে FIR দায়ের

Published on:

Published on:

FIR Against Vivek Agnihotri Over 'The Bengal Files' for Distorting Gopal Patha’s Identity

বাংলা হান্ট ডেস্কঃ “দ্য বেঙ্গল ফাইলস” (The Bengal Files) ছবিটি মুক্তির আগেই বড়সড় বিতর্কে জড়িয়ে পড়লেন ছবির পরিচালক। ছবির ট্রেলার প্রকাশের পর থেকেই গোপাল মুখোপাধ্যায়, যিনি ‘গোপাল পাঁঠা’ নামে পরিচিত ছিলেন, তাঁর পরিচয় বিকৃত করার অভিযোগ উঠেছে। এই অভিযোগে ছবির পরিচালক বিবেক রঞ্জন অগ্নিহোত্রীর বিরুদ্ধে FIR দায়ের করেছেন গোপালবাবুর নাতি শান্তনু মুখোপাধ্যায়।

কী দেখানো হয়েছে ‘দ্য বেঙ্গল ফাইলস’ (The Bengal Files) ছবির ট্রেলারে?

‘দ্য বেঙ্গল ফাইলস’ (The Bengal Files) ছবির ট্রেলারে গোপাল মুখোপাধ্যায়কে “এক ছিল কসাই গোপাল পাঁঠা” হিসেবে উপস্থাপন করা হয়েছে। শান্তনুর অভিযোগ, “আমাদের কোনও অনুমতি নেওয়া হয়নি। আমার ঠাকুরদা পেশায় কসাই ছিলেন না। তিনি ছিলেন কুস্তিগীর এবং অনুশীলন সমিতির একজন বিশিষ্ট ব্যক্তিত্ব।”

প্রসঙ্গত ইতিহাসের পাতা ঘাটলে দেখা যায়, ১৯৪৬ সালের ১৬ অগস্ট গ্রেট ক্যালকাটা কিলিং চলাকালীন মুসলিম লিগের দাঙ্গার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিলেন গোপাল মুখোপাধ্যায়। বউবাজারের মলঙ্গা লেন থেকে তাঁর নেতৃত্বেই অনুগামীরা অস্ত্র হাতে রুখে দাঁড়ান। তিনি বলেছিলেন, “লিগ দাঙ্গাকারীরা একজনকে মারলে, ১০ জনকে মারবে। কিন্তু নিরীহ কোনও মুসলিম বৃদ্ধ-বৃদ্ধা বা মহিলাদের কেশ ছোঁয়া যাবে না।”

শান্তনু মুখোপাধ্যায় ইতিমধ্যেই পরিচালককে আইনি নোটিশ পাঠিয়েছেন। তিনি চান, ছবিতে ভুলভাবে চরিত্রায়নের জন্য প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে পরিচালক অগ্নিহোত্রীকে। পাশাপাশি, তিনি মনে করিয়ে দিয়েছেন, স্বাধীনতার আগে বাংলার দাঙ্গা ঠেকাতে তাঁর ঠাকুরদা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।

FIR Against Vivek Agnihotri Over 'The Bengal Files' for Distorting Gopal Patha’s Identity

আরও পড়ুনঃ বদলে যাচ্ছে প্রধানমন্ত্রীর দপ্তরের ঠিকানা! কোথায় হবে নতুন দপ্তর?

প্রসঙ্গত, স্বাধীনতার ৭৯ বছরে দাঁড়িয়ে স্বাধীনতার এক গুরুত্বপূর্ণ অধ্যায়কে সিনেমায় (The Bengal Files) বিকৃত করার অভিযোগে সরব হয়েছে গোপাল মুখোপাধ্যায় ওরফে ‘গোপাল পাঁঠা’র পরিবার। তাঁদের সাফ বার্তা, “ঠাকুরদার ইতিহাস বিকৃত করে দেখানো হলে সেটা শুধু পরিবারের প্রতি অন্যায় নয়, সেটা বাংলার সংগ্রামী ইতিহাসকেও অসম্মান করা হবে।”