SSC নিয়োগ দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষে জামিন পার্থর, তবে এখনই জেলমুক্তি নয়

Published on:

Published on:

Supreme Court Grants Bail to Partha Chatterjee in SSC Scam Case

বাংলা হান্ট ডেস্কঃ নিয়োগ দুর্নীতি মামলায় এবার বড় রেহাই মিলল প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। সোমবার সুপ্রিম কোর্ট (Supreme Court) তাঁর জামিনের নির্দেশ দিয়েছে। একই মামলায় জামিন পেয়েছেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তথা প্রাক্তন এসএসসি চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য এবং এসএসসি-র প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহাও। তবে এই মুহূর্তেই জেল থেকে মুক্তি মিলছে না পার্থর।

একজন অভিযুক্তকে অনির্দিষ্টকালের জন্য জেলে রাখা যায় না, জানাল শীর্ষ আদালত (Supreme Court)

বিচারপতি এমএম সুন্দরেশ এবং বিচারপতি এনকে সিংয়ের ডিভিশন বেঞ্চে শীর্ষ আদালত (Supreme Court) স্পষ্ট জানায়, একজন অভিযুক্তকে অনির্দিষ্টকালের জন্য জেলে রাখা যায় না। এর আগে ইডি মামলায় একই কারণে জামিন পেয়েছিলেন পার্থ। আদালতের যুক্তি, নিচুতলার কর্মী-আধিকারিকেরা একে একে জামিন পাচ্ছেন, অথচ প্রাক্তন শিক্ষামন্ত্রীকে জেলবন্দি রাখা কতটা যুক্তিযুক্ত, সেটাই প্রশ্ন।

তবে জামিনে মুক্তি পেলেও বেশ কিছু শর্ত বেঁধে দিয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। পার্থকে পাসপোর্ট জমা রাখতে হবে, নিয়মিত হাজিরা দিতে হবে, এবং তিনি কোথাও বাইরে যেতে পারবেন না।

কেন জেল থেকে মুক্তি নয় পার্থর?

শীর্ষ আদালতের (Supreme Court) নির্দেশে স্বস্তি মিললেও পার্থ এখনও জেলেই থাকছেন। কারণ তাঁর বিরুদ্ধে প্রাথমিকে নিয়োগ দুর্নীতির একাধিক মামলা চলছে। আইন বিশেষজ্ঞদের মতে, এই মামলাগুলোতেও পার্থর জামিন পাওয়া এখনও বাকি। তাই নিয়োগ দুর্নীতিতে জামিন পেলেও প্রাথমিক দুর্নীতি মামলার কারণে এখনও জেলেই থাকতে হবে পার্থকে।

পার্থর জামিন প্রসঙ্গে দিন বিজেপি মুখপাত্র জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন, “জামিন তো আদালত দেবে। ট্রায়াল এখনও শুরু হয়নি। এর মানে এই নয় যে বিচার হবে না।” অন্যদিকে তৃণমূলের জয়প্রকাশ মজুমদার মন্তব্য করেন, “একজনকে অনির্দিষ্টকালের জন্য জেলে রাখা যায় না। ইডি-সিবিআই এতদিনেও কোনও সঠিক প্রমাণ হাজির করতে পারেনি।”

Supreme Court Grants Bail to Partha Chatterjee in SSC Scam Case

আরও পড়ুনঃ বদলে যাচ্ছে প্রধানমন্ত্রীর দপ্তরের ঠিকানা! কোথায় হবে নতুন দপ্তর?

প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের নির্দেশে শর্তসাপেক্ষে জামিন পেলেও প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জেলযাত্রার ইতি ঘটছে না এখনই। তবে বিশেষজ্ঞদের ধারণা, আগামী দিনের ধাপে ধাপে পার্থর মুক্তির পথ সহজ হবে। এখন সুপ্রিম কোর্ট (Supreme Court) কি সিদ্ধান্ত নেয় সেই দিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।