আর মাত্র ৩ দিন! পরীক্ষা শুরু কলকাতা মেট্রোর ৩টি লাইনে, প্রকাশ্যে এল চাকা গড়ানোর দিনক্ষণ

বাংলাহান্ট ডেস্ক : কলকাতা মেট্রো তিনটি লাইনের পরীক্ষা শুরু হবে তিন দিনের মধ্যে। তিনটি লাইনে করা হবে চূড়ান্ত পরিদর্শন। সুখের খবর, ফেব্রুয়ারি মাসের শুরু থেকেই এই পরীক্ষা শুরু হবে। কলকাতা মেট্রো তিনটি লাইনের চূড়ান্ত পরিদর্শন হবে ৪ থেকে ৬ ফেব্রুয়ারি। চিফ রেলওয়ে সেফটি কমিশনার জনককুমার গর্গ কলকাতা আসতে পারেন আগামী ৩ ফেব্রুয়ারি।

৭ ফেব্রুয়ারি পর্যন্ত তিনি কলকাতায় থাকবেন বলে সূত্রের খবর। নতুন মাসের শুরুতেই পরীক্ষার মুখোমুখি হবে ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডরের হাওড়া ময়দান-এসপ্ল্যানেড পর্যন্ত অংশ, জোকা-এসপ্ল্যানেড মেট্রো করিডরের মাঝেরহাট স্টেশন এবং নিউ গড়িয়া-বিমানবন্দর মেট্রো করিডরের নিউ গড়িয়া-রুবি পর্যন্ত অংশ।

 আরোও পড়ুন : ভয়াবহ দুর্ঘটনা! শ্যুটিং সেটে রক্তারক্তি কাণ্ড, অভিনেত্রী সৌমিতৃষাকে ভর্তি করা হল হাসপাতাল

ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডরের হাওড়া ময়দান-এসপ্ল্যানেড পর্যন্ত অংশ, জোকা-এসপ্ল্যানেড মেট্রো করিডরের মাঝেরহাট স্টেশন এবং নিউ গড়িয়া-বিমানবন্দর মেট্রো করিডরের নিউ গড়িয়া-রুবি পর্যন্ত অংশ এই সময়ের মধ্যে তিনি পরিদর্শন করতে পারেন বলে খবর। সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী, কলকাতা মেট্রোর তিনটি লাইনের পরিদর্শন হবে ৪ থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত।

আরোও পড়ুন : এবার হাইস্পিড ইন্টারনেট বসবে রাজ্যের সব স্কুলেই! পড়াশোনার অগ্রগতি ঘটাতেই বড়সড় উদ্যোগ রাজ্যের

পরিদর্শনের পর যদি ছাড়পত্র মেলে তাহলে এই লাইনগুলিতে বাণিজ্যিকভাবে মেট্রো চলাচল শুরু হতে পারে ফেব্রুয়ারি মাসেই। বিষয়টি নিয়ে অবশ্য সরকারি তরফে এখনো কিছু জানানো হয়নি। নিউ গড়িয়া-বিমানবন্দর মেট্রো করিডরের নিউ গড়িয়া-রুবি পর্যন্ত অংশ গত বছরের ফেব্রুয়ারি মাসে পেয়ে যায় সেফটি কমিশনারের ছাড়পত্র।

তারপর ওই লাইনে কার্যকর করা হয় ইলেকট্রনিক-বেসড সিগন্যালিং সিস্টেম। অন্যদিকে, এখনো পর্যন্ত সেফটি কমিশনারের পরিদর্শন হয়নি মাঝেরহাট স্টেশনে। রেলওয়ে সেফটি কমিশনের আধিকারিকরা এসপ্ল্যানেড-হাওড়া ময়দান পর্যন্ত অংশ পরিদর্শন করে উষ্মা প্রকাশ করেন।

kolkata metro 600

রেলওয়ে সেফটি কমিশনের আধিকারিকরা ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডরের হাওড়া ময়দান-এসপ্ল্যানেড পর্যন্ত অংশ পরিদর্শন করেন ডিসেম্বর মাসে। পরিদর্শনের পর একাধিক খামতি নজরে আসে তাদের। তাই পরিদর্শনের মাঝ পথেই তারা চলে যান। সূত্রের খবর, সেইসব খামতি পূরণ করার জন্য মেট্রো কর্তৃপক্ষ যাবতীয় ব্যবস্থা গ্রহণ করেছে।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর