বাংলা হান্ট ডেস্কঃ বিধানসভা নির্বাচনের আগে ফের বড় ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ভিনরাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচারের অভিযোগের প্রেক্ষিতেই এদিন নবান্নে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, “বাংলায় ফিরলেই মিলবে ভাতা।” এছাড়াও এককালীন টাকা দেওয়ার কথাও ঘোষণা করা হয়েছে এদিন। নতুন এই প্রকল্পের নাম রাখা হয়েছে ‘শ্রমশ্রী’।
নতুন প্রকল্প ‘শ্রমশ্রী’ প্রকল্প ঘোষণা মমতার (Mamata Banerjee)
এদিন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) স্পষ্ট ঘোষণা করে বলেন যে, বাংলায় ফিরে কাজ না পাওয়া পর্যন্ত সাহায্য করবে রাজ্য সরকার। এর জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে মাসে মাসে ভাতা দেওয়া ছাড়াও এককালীন টাকা দেওয়ার কথাও ঘোষণা করা হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, ভাতা হিসাবে প্রতি মাসে ৫০০০ টাকা দেওয়া হবে এবং এককালীন অর্থ সহায়তাও মিলবে।
উল্লেখ্য, করোনা পরিস্থিতিতে পরিযায়ী শ্রমিকদের জন্য ‘প্রচেষ্টা’, ‘সমর্থন’, ‘স্নেহের পরশে’র মতো উদ্যোগ নিয়েছিল রাজ্য। এবার সেই তালিকায় যোগ হল নতুন প্রকল্প ‘শ্রমশ্রী’। এদিন মমতা ব্যানার্জি (Mamata Banerjee) বলেন, পরিযায়ী শ্রমিকরা বারবার অভিযোগ জানিয়েছেন, বাংলায় কাজ না থাকার জন্যই ভিনরাজ্যে যেতে হচ্ছে। এবার তাঁদের আর কাজ না থাকার জন্য অন্য রাজ্যে যেতে হবে না।
বিশ্লেষকদের মতে, নির্বাচনের আগে এই ঘোষণা আসলে বড় রাজনৈতিক কৌশল। ভিনরাজ্যে কর্মরত শ্রমিকদের ‘বাংলাদেশি’ তকমা দিয়ে হেনস্থার অভিযোগ সম্প্রতি প্রকাশ্যে এসেছে। সেই পরিস্থিতিতে এই প্রকল্পের মাধ্যমে মমতা (Mamata Banerjee) শ্রমিকদের পাশে দাঁড়ানোর বার্তা দিয়ে ভোটের ময়দানে নিজের জায়গা পুনরায় পাকা করার চেষ্টা করছে বলে মত বিশেষজ্ঞদের।
আরও পড়ুনঃ দুই চাকরিহারা শিক্ষকের অডিও কল ঘিরে তোলপাড় রাজ্য, একের পর এক ধরপাকড়, স্থগিত হল SSC ভবন অভিযান
প্রসঙ্গত, এদিন নবান্ন থেকে মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) বার্তা রাজনীতির প্রাঙ্গণে জল্পনা তৈরি করেছে। ভোটের আগে এই ঘোষণা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ এবং বিধানসভা ভোটের আগে মুখ্যমন্ত্রী এই ঘোষণা রাজনৈতিক মোড় ঘোরাতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল।