বাংলা হান্ট ডেস্কঃ আগামী বছর অর্থাৎ ২০২৬-এ বিধানসভা নির্বাচন। তার আগে দেশ জুড়ে শুরু হয়েছে বিশেষ নিবিড় সমীক্ষা বা SIR। পশ্চিমবঙ্গেও এই প্রক্রিয়া শুরু হওয়ার ইঙ্গিত দিয়েছে নির্বাচন কমিশন। কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের এই প্রক্রিয়ায় বিশেষ আপত্তি রয়েছে। তাই এই নিয়ে কমিশনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয় তৃণমূল কংগ্রেস। সোমবার বিচারপতি অমৃত সিনার এজলাসে ওঠে এই মামলা। তবে মামলা চলাকালীন আদালতে দাঁড়িয়ে শাসক দলকে বিচারকের কঠিন প্রশ্নের মুখে পড়তে হয়েছে।
কমিশনের সিদ্ধান্তে আপত্তি তৃণমূলের
তৃণমূলের অভিযোগ, বুথ স্তরের এজেন্টদের তথ্য এখনই চাওয়া কমিশনের এক্তিয়ারের মধ্যে পড়ে না। দলের আইনজীবীরা আদালতে বলেন, নির্বাচন এক বছর পরে হলেও অযথা চাপ সৃষ্টি করছে কমিশন।
হাই কোর্টের (Calcutta High Court) কড়া প্রশ্ন তৃণমূলকে
সোমবার বিচারপতি অমৃতা সিনহার এজলাসে ওঠে এই মামলার শুনানির সময় তিনি প্রশ্ন করেন, “শুধু কি আপনারাই অ্যাফেক্টেড হচ্ছেন? নাকি সমস্ত রাজনৈতিক দল? আপনারা একা কেন এসেছেন?” উত্তরে তৃণমূলের আইনজীবী জানান, অন্য দল হয়তো মেনে নিয়েছে, কিন্তু তাঁরা বিষয়টি নিয়ে চ্যালেঞ্জ করছেন। এই নিয়ে দলের পক্ষ থেকে দ্রুত শুনানির আবেদন জানানো হয়। তবে সূত্রের খবর, আদালত সেই আবেদন খারিজ করে দেয়।
উল্লেখ্য, রবিবারই নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সাংবাদিক বৈঠকে জানান, এই সংক্রান্ত বিষয়ে তিন কমিশনার মিলেই সিদ্ধান্ত নেবেন। পশ্চিমবঙ্গ বা দেশের অন্য কোনও রাজ্যে কবে থেকে ভোটার তালিকার বিশেষ ও নিবিড় সমীক্ষা শুরু হবে, তা পরবর্তীতে সঠিক সময়ে ঘোষণা করে দেওয়া হবে।
আরও পড়ুনঃ ভোটের মুখে নয়া চমক! প্রতিমাসে মিলবে ৫০০০, বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী
প্রসঙ্গত, তৃণমূলের মামলা ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর জল্পনা। বিশেষজ্ঞদের মতে, একদিকে কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে রাজ্যের শাসক দল, অন্যদিকে আদালতের (Calcutta High Court) কড়া প্রশ্নের মুখে পড়ে চাপে পড়েছে রাজ্যের শাসক দল। নির্বাচনের আগে এই মামলা এখন কোন দিকে মোড় নেয় সেটাই দেখার।