বাংলা হান্ট ডেস্ক : ঝাড়খণ্ডের (Jharkhand) রাজনীতিতে নাটকীয় মোড়। টানা ২৪ ঘন্টা নিরুদ্দেশ থাকার পর অবশেষে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন (Hemant Soren)। আপাতত তিনি রয়েছেন ইডি (Enforcement Directorate) হেফাজতে। গোপন সূত্রে খবর, এরপরেই হেমন্ত সোরেনের গ্রেফতারের সম্ভাবনা প্রবল। শোনা যাচ্ছে, আজ দুপুরে ইডি টিমের সাথে তিনি রাজ্যপালের কাছে পৌঁছেছিলেন নিজের পদত্যাগ পত্র নিয়ে।
বিভিন্ন জাতীয় মিডিয়া সূত্রে খবর, হেমন্ত সোরেন গ্রেফতার হলে মুখ্যমন্ত্রী পদে বসতে পারেন চম্পাই সোরেন। ওদিকে হেমন্ত সোরেন ইস্তফা দেওয়া মাত্রই তাকে ইডি হেফাজতে নিয়ে যাওয়া হয় বলে খবর। এমন পরিস্থিতিতে তার গ্রেফতারের জল্পনাকেও উড়িয়ে দেওয়া যাচ্ছেনা। রাজনীতিবিদদের মতে, আসন্ন লোকসভা নির্বাচনের আগে হেমন্ত সোরেনের ইস্তফা নয়া মাত্রা যোগ করবে ঝাড়খণ্ডের রাজনৈতিক প্রেক্ষাপটে।
দিনকয়েক আগে শোনা যাচ্ছিল, হেমন্ত সোরেন ইস্তফা দিলে মসনদে বসতে পারেন তার স্ত্রী কল্পনা সোরেন। তবে এবার সেই জল্পনা উড়িয়ে নাম আসছে চম্পাই সোরেনের। এখনও সিদ্ধান্ত চূড়ান্ত না হলেও আপাতত তার দিকেই পাল্লা ভারী। প্রসঙ্গত উল্লেখ্য, ঝাড়খন্ড মুক্তি মোর্চার একেবারে পোড় খাওয়া নেতা তিনি।
আরও পড়ুন :ধুঁকছিলেন ভিড়ের মধ্যে! রোড শো থামিয়ে অসুস্থ বৃদ্ধর চিকিৎসা করালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি
চম্পাই সোরেনের রাজনৈতিক কেরিয়ারের কথা বললে, তিনি হেমন্ত সোরেনের ক্যাবিনেটেরই সদস্য। তার দায়িত্বে রয়েছে ঝাড়খণ্ডের পরিবহণ দফতরের দায়ভার। এদিকে হেমন্ত সোরেনের কথা বললে, রাজভবনে ইস্তফা দেওয়ার পরপরই ইডি আধিকারিকরা তাকে নিয়ে চলে যান। তারপর থেকেই প্রশ্ন উঠছে, তবে কি ঝাড়খণ্ডের সরকার পড়ে যেতে পারে? উত্তরের জন্য চোখ রাখতে হবে ঝাড়খণ্ডের উপর।