মাত্র ৫ টাকা থেকে শুরু ভাড়া! মেট্রোয় বিমানবন্দর থেকে রুবি-শিয়ালদা যেতে কত খরচ? রইল সম্পূর্ণ তালিকা

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : পুজোর আগেই বড় উপহার পেতে চলেছে কলকাতাবাসী। শহর এবং শহরতলিকে জুড়তে তিন তিনটি নতুন মেট্রো (Kolkata Metro) রুটের উদ্বোধন হতে চলেছে আগামী শুক্রবার। ২২ শে অগাস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে উদ্বোধন হতে চলেছে তিনটি গুরুত্বপূর্ণ মেট্রো (Kolkata Metro) রুটের। কোন রুটে কত ভাড়া হতে চলেছে?

কলকাতা মেট্রোর (Kolkata Metro) নতুন রূপ উদ্বোধন হতে চলেছে

শুক্রবার যে রুটগুলির উদ্বোধন হতে চলেছে তার মধ্যে অন্যতম হল নোয়াপাড়া থেকে কলকাতা বিমানবন্দর, যে স্টেশনের নাম হয়েছে জয় হিন্দ মেট্রো স্টেশন (Kolkata Metro)। রুবি থেকে বেলেঘাটা এবং হাওড়া ময়দান থেকে শিয়ালদহ হয়ে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত রুটের উদ্বোধনও হতে চলেছে এদিন।

Kolkata Metro fare list for new routes

কোন স্টেশনে কত ভাড়া: নতুন রুটগুলিতে কোন স্টেশনে কত ভাড়া হবে তাও প্রকাশ করা হয়েছে। সর্বনিম্ন ভাড়া রাখা হয়েছে ৫ টাকা, যা বিমানবন্দর থেকে যশোর রোড পর্যন্ত। এরপর বিমানবন্দর থেকে দমদম ক্যান্টনমেন্ট পর্যন্ত ১০ টাকা, বিমানবন্দর – নোয়াপাড়া পর্যন্ত ২০ টাকা ভাড়া করা হয়েছে।

আরও পড়ুন : জয়েন্টের ফলপ্রকাশ না করলে বিকাশ ভবনের সামনে ধর্না, মমতাকে ‘ডেডলাইন’ বেঁধে দিলেন শুভেন্দু

সর্বোচ্চ ভাড়া কত: বিমানবন্দর – চাঁদনি চক বা এসপ্ল্যানেড পর্যন্ত ৪০ টাকা, বিমানবন্দর থেকে কবি সুভাষ পর্যন্ত ৪৫ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে। বিমানবন্দর – রুবি স্টেশন (হেমন্ত মুখোপাধ্যায়) পর্যন্ত ৬৫ টাকা, বিমানবন্দর – হাওড়া পর্যন্ত ৫০ টাকা এবং  বিমানবন্দর – সেক্টর ৫ বা করুণাময়ী মেট্রো স্টেশন (Kolkata Metro) পর্যন্ত ৭০ টাকা ভাড়া ঠিক করা হয়েছে।

আরও পড়ুন : একলাফে ৭০০০ টাকা পর্যন্ত বাড়বে বেতন! পুজোর আগেই বড় ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী?

উল্লেখ্য, মুম্বই, দিল্লি, লখনউ, চেন্নাইয়ের মতো শহরগুলির পর কলকাতাতেও মেট্রো (Kolkata Metro) পথে জুড়ছে বিমানবন্দর। এতে যে যাত্রীদের খুবই সুবিধা হবে তা আর বলার অপেক্ষা রাখে না। মেট্রো (Kolkata Metro) কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, জয়হিন্দ বিমানবন্দর স্টেশনটি (দমদম এয়ারপোর্ট) এশিয়ার মধ্যে সর্ববৃহৎ আন্ডারগ্রাউন্ড মেট্রো (Kolkata Metro) স্টেশন হতে চলেছে। মোট পাঁচটি প্ল্যাটফর্ম থাকছে এই স্টেশনে। প্রতিটি প্ল্যাটফর্মই প্রায় ১৮০ মিটার লম্বা হবে বলে জানা যাচ্ছে।