বাংলা হান্ট ডেস্ক: আর কয়েকটা দিন পর কলকাতার বুকে ঘুরতে চলেছে এক বড় চমক। আগামী ২২ অগাষ্ট প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর হাতে কলকাতার তিনটি গুরুত্বপূর্ণ মেট্রো পরিকল্পনা (Kolkata Metro) উদ্বোধন হতে চলেছে। এই দিন নোয়াপাড়া থেকে কলকাতা বিমানবন্দর ও রবি থেকে বেলেঘাটা এবং হাওড়া ময়দান থেকে শিয়ালদা হয়েছেক্টর ফাইভ পর্যন্ত তিনটে রুটের ভূগর্ভস্থ মেট্রো উদ্বোধন হতে চলেছে। যা এশিয়ার অন্যতম বৃহৎ ভূগর্ভ মেট্রো স্টেশন।
এয়ারপোর্ট থেকে শহরের কেন্দ্রের মেট্রো ভাড়া জানলে অবাক হবেন আপনি (Kolkata Metro)
এবার কলকাতা বাসীদের জন্য সুখবর। দীর্ঘদিন ধরে সাধারণ মানুষ কলকাতা বিমানবন্দর যাওয়ার ক্ষেত্রে মেট্রোর দাবি জানিয়ে আসছিল। এবার সেই কথা রাখতে চলেছে কেন্দ্র। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে বিমানবন্দরে যাতায়াত করতে আর অ্যাপ ক্যাপ বা প্রিপেড ট্যাক্স এর ওপর নির্ভর করতে হবে না সাধারণ মানুষদের। কম খরচে সহজে পৌঁছে যেতে পারবে কলকাতাবাসী (Kolkata)।
নরেন্দ্র মোদির হাতে কলকাতায় যে তিনটি গুরুত্বপূর্ণ মেট্রো পরিকল্পনা শুরু হতে চলেছে। তার মধ্যে অন্যতম হল নোয়াপাড়া থেকে কলকাতা বিমানবন্দর বাট জয় হিন্দ মেট্রো স্টেশন। এছাড়াও এদিন রুবি থেকে বেলেঘাটা ও হাওড়া ময়দান থেকে শিয়ালদা সেক্টর ফাইভ পর্যন্ত রুটের মেট্রো পরিষেবা চালু হবে। এমতাবস্থায় এবার প্রকাশ্যে এল সেই মেট্রো ভাড়ার (Metro Fare) তালিকা।
আরও পড়ুন: স্ট্রেস বাড়লে কী খাবেন, কোন খাবার এড়িয়ে যাবেন? জানুন বিশেষজ্ঞদের মতামত
সূত্রের খবর, কলকাতার নতুন মেট্রো (Kolkata Metro) রুটের সর্বোচ্চ ভাড়া হতে চলেছে ৫ টাকা। ও সর্বাধিক ভাড়া হতে চলেছে ৭০ টাকা। কলকাতা বিমানবন্দর থেকে যশোর রোড পর্যন্ত ভাড়া হবে ৫ টাকা। দমদম ক্যান্টনমেন্টের ভাড়া হবে ১০ টাকা। এছাড়াও নোয়াপাড়া পর্যন্ত ভাড়া হবে ২০ টাকা।আবার নোয়াপাড়া থেকে ব্লু লাইনে সংযুক্ত হবে এই রুট।
কোন যাত্রী যদি বিমানবন্দর থেকে চাঁদনী চক বা এক্সপ্ল্যানড যান তাহলে ভাড়া পড়বে ৪০ টাকা। আর কবি সুভাষ পর্যন্ত ভাড়া পড়বে ৪৫ টাকা। পাশাপাশি বিমানবন্দর থেকে কবি সুভাষ হয়ে কেউ হেমন্ত মুখোপাধ্যায় পর্যন্ত যেতে চান তাহলে সেই ভাড়া পড়বে ৬৫ টাকা। আবার কোন যাত্রী যদি হাওড়া পর্যন্ত যেতে চান তাহলে ৫০ টাকা ভাড়া পড়বে। সেক্টর ফাইভ বা করুণাময়ী পর্যন্ত ভাড়া পড়বে ৭০ টাকা।