এক ঘন্টার পথ পেরোনো যাবে ১০ মিনিটে, মেট্রোর নতুন রুটে কী কী সুবিধা পাবেন নিত্যযাত্রীরা?

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : আগামী ২২ শে অগাস্ট নতুন তিনটি রুটে চালু হয়ে যাচ্ছে মেট্রো (Kolkata Metro) পরিষেবা। কলকাতা মেট্রোর নতুন তিনটি রুট উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রায় ১৪ কিমি রাস্তা কভার করছে এই তিনটি মেট্রো রুট। সঙ্গে জুড়ছে শহরের কয়েকটি গুরুত্বপূর্ণ রেলস্টেশনও। এর জেরে নিত্যযাত্রীদের বড় সুরাহা হবে বলে মনে করা হচ্ছে। রেলস্টেশন পর্যন্ত যেতে যে যানজটের মুখে পড়তে হয় নিত্যযাত্রীদের, তা থেকে রেহাই মিলবে বলেই মনে করছে মেট্রো (Kolkata Metro) কর্তৃপক্ষ।

নতুন মেট্রো (Kolkata Metro)bরুটের সুবিধা

যে তিনটি রুট উদ্বোধন হবে সেগুলি হল, শিয়ালদহ-এসপ্ল্যানেড (২.৪৫ কিমি), নোয়াপাড়া-জয়হিন্দ বিমানবন্দর (৬.৭৭ কিমি) এবং হেমন্ত মুখোপাধ্যায়-বেলেঘাটা (৪.৩৯ কিমি)। এই তিনটি রুটের উদ্বোধন হলে কী সুবিধা হবে, কোন কোন পথে সহজে রেলস্টেশনে পৌঁছানো যাবে তা সম্প্রতি প্রকাশ্যে আনা হয়েছে।

What will the benefits of new Kolkata Metro route

বাঁচবে অনেক সময়: শিয়ালদহ-এসপ্ল্যানেড রুটে মেট্রো শুরু হয়ে গেলে হাওড়া এবং শিয়ালদহের মতো দুটি গুরুত্বপূর্ণ রেলস্টেশন। দুটি স্টেশনের সঙ্গেই মেট্রো স্টেশন যুক্ত থাকছে। ফলত ট্রেন যাত্রীদের খুবই সুবিধা হবে বলে মনে করা হচ্ছে। এটি হাওড়া ময়দান-সেক্টর ফাইভ রুটেরই (Kolkata Metro) একটি নতুন অংশ। কেউ যদি দক্ষিণেশ্বর গড়িয়া থেকে হাওড়া যেতে চান তবে এসপ্ল্যানেড হয়েও যেতে পারবেন। প্রায় ১ ঘন্টার রাস্তা মাত্র ১০ মিনিটেই চলে যাওয়া যাবে এই রুট চালু হলে।

আরও পড়ুন : TRP গড়িয়ে তলানিতে, বছর ঘুরতেই শেষ হচ্ছে এই সিরিয়াল!

কী কী সুবিধা মিলবে: অন্যদিকে বেলেঘাটা এবং হেমন্ত মুখোপাধ্যায় অর্থাৎ রুবি পর্যন্ত মেট্রো (Kolkata Metro) রুট চালু হওয়ায় বেলেঘাটা থেকে সোজা কবি সুভাষ মেট্রো স্টেশন অর্থাৎ নিউ গড়িয়া পর্যন্ত পৌঁছে যাওয়া সহজ হবে যাত্রীদের কাছে। উল্লেখ্য, কবি সুভাষের সঙ্গে নিউ গড়িয়া রেল স্টেশনের যোগ থাকায় শিয়ালদহ দক্ষিণ শাখার যাত্রীদেরও সুবিধা হবে।

আরও পড়ুন : বাথরুমে নয়, ‘বিশেষ’ সুটকেসে মলত্যাগ করেন পুতিন! এমন বিদঘুটে স্বভাব কেন রুশ প্রেসিডেন্টের?

এদিকে নোয়াপাড়া-বিমাষবন্দর রুটে যশোর রোড এবং দমদম ক্যান্টনমেন্ট স্টেশন রয়েছে সঃযোগকারী মেট্রো তৈরি হওয়ায় এখানকার নিত্যযাত্রীদের সুবিধা হবে বলে মনে করা হচ্ছে।