২০২৫ সালে ফের বিয়ের পিঁড়িতে বসবেন কৃষ্ণকলি! তবে তার আগে এক বিশেষ শর্ত দিলেন তিয়াসা

বাংলাহান্ট ডেস্ক : টলিপাড়ার অতি পরিচিত মুখ। কাজ করেছেন একাধিক বাংলা সিরিয়ালে। বেশ অল্প বয়সেই বসেছিলেন বিয়ের পিঁড়িতে। কিন্তু, ২০২২ সালেই ভেঙে যায় যৌথজীবন। তারপর আবার প্রেমেও পড়েন। সব মিলিয়ে বলা যায়, টলিউডের অন্দরে কান পাতলেই শোনা যায়, এই অভিনেত্রীর কথা। বুঝতে পারছেন কাকে নিয়ে আলোচনা হচ্ছে ?

নায়িকার নাম তিয়াসা লেপচা। ইন্ডাস্ট্রিতে পা দিয়েই সাফল্য ঝুলিতে এসেছে তার। ‘কৃষ্ণকলি’, ‘বাংলা মিডিয়াম’-এর মতো হিট মেগার মুখ তিনি। একসময় অবশ্য সুবান রায়ের স্ত্রী হিসেবেও পরিচিত ছিলেন তিনি। এখন অবশ্য সেই সম্পর্কের পাঠ চুকেছে। তারপর অবশ্য নাম জড়িয়েছিল অভিনেতা সোহেল দত্তর সঙ্গে।

আরোও পড়ুন : ৫০ বছরের জন্য সুদমুক্ত ঋণ! বাজেটে তরুণদের জন্য বড় ঘোষণা অর্থমন্ত্রীর, জানুন কারা পাবেন

অথচ দিন কয়েক আগেই দিদি নম্বর ১-এর মঞ্চে দাঁড়িয়ে তিয়াসা জানিয়েছিলেন তিনি নাকি দ্বিতীয়বার ছাদনাতলায় বসতে তৈরি। তিয়ায়ার বিয়ে নিয়ে এই মন্তব্য ঘিরে রীতিমতো হইচই। প্রেম যখন ভেঙেছে, তখন বিয়েটা কাকে করবেন তিয়াসা? তাহলে কি ফের তিয়াসার জীবনে কড়া নাড়ল নতুন প্রেম? না, একেবারেই তা নয়।

আরোও পড়ুন : হেমন্ত সোরেন গ্রেফতার হতেই হুলুস্থুল ঝাড়খণ্ডে, ফোন বন্ধ একাধিক বিধায়কের! বড় ওলটপালটের আশঙ্কা

তিয়াসা বলছেন, তিনি এখন সিঙ্গল। ‘কৃষ্ণকলি’ নায়িকা বললেন, ‘হ্যাঁ, আমি দিদি নম্বর ১-এ দাঁড়িয়ে বলেছিলাম ২০২৫-এর অক্টোবরে বিয়ে করতে চাই। আমি কিন্তু এটাও বলেছিলাম পাত্র এখনও পায়নি। দিদি জিগ্গেস করেছিল কেমন পাত্র লাগবে, আমি সেটাও জানিয়েছিলাম। এক কাজ করুন, আমার হয়ে আপনারা একটা বিজ্ঞাপন দিয়ে দিন- তিয়াসার পাত্র চাই।’

এখন, প্রশ্ন হল কেমন পাত্র পছন্দ তিয়াসার ? সেই বিষয়েও অবশ্য মুখ খুলছেন অভিনেত্রী নিজেই। তার কথায়, ‘আমার একটাই ডিম্যান্ড- আমাকে খুব ভালোবাসতে হবে। আমার খুব কেয়ার করতে হবে। আমি যেহেতু খেতে খুব ভালোবাসি, আমাকে নানান জায়গায় খেতে নিয়ে যেতে হবে,শুধু এইটুকুই’।

1606243123 5fbd53333040e tiyasa roy

প্রসঙ্গত উল্লেখ্য, মেগা সিরিয়াল থেকে আপতত ছুটিতে রয়েছেন তিয়াসা। তবে শিগগিরই নতুন কাজ নিয়ে ফিরবেন বলেও জানা গিয়েছে। অভিনেত্রী বললেন- ‘টুকটাক শ্যুটিং চলছে। পাশাপাশি বাড়ির লোকের সঙ্গে সময় কাটাচ্ছি। আর নিজের ফিটনেসের উপর জোর দিচ্ছি। পুরোনো শেপে প্রায় ফিরেই এসেছি। সেই লুকে ফ্যানেরা আমাকে জলদি দেখতে পাবে’।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর