বাংলা হান্ট ডেস্কঃ বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা ভোট। সেই ভোটের আগে ভোটদানের হার বাড়াতে এবার নতুন উদ্যোগ নিল নির্বাচন কমিশন (Election Commission)। এবার কমিশনের নজর পড়েছে শহরের হাইরাইজ আবাসনের দিকে। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, “ন্যূনতম ৬০০ জন আবাসিক থাকলেই হাইরাইজ বিল্ডিংয়ে ভোটদানের জন্য আলাদা বুথ করা হবে।”
অভিজাত আবাসনে বসবাসকারীদের ভোটমুখী করতে নয়া উদ্যোগ কমিশনের (Election Commission)
রাজ্যের গ্রামাঞ্চলে ভোটদানের হার বরাবরই বেশি। সেদিক থেকে কলকাতাসহ অন্যান্য পুর এলাকায় ভোটের হার তুলনামূলকভাবে কম। অনেক সময়েই অভিজাত আবাসনে বসবাসকারী মানুষ ভোটে তেমনভাবে বুথমুখী হন না। কমিশন (Election Commission) এবার সেই চেনা ছবিই বদলাতে চাইছে।
ইতিমধ্যেই কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন পুর এলাকায় হাইরাইজ আবাসনে বুথ করার পরিকল্পনা শুরু করেছে কমিশন (Election Commission)। তবে সব বহুতল ভবনে বুথ হবে না। সিদ্ধান্ত হয়েছে, যেসব আবাসনে ন্যূনতম ৬০০ জন বাসিন্দা থাকেন, শুধুমাত্র সেখানেই বুথ গড়ে তোলা হবে।
যদিও কমিশনের (Election Commission) এই প্রস্তাব এখনও পর্যন্ত খুব বেশি সাড়া পায়নি। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সব জেলার জেলাশাসকদের কাছে দ্রুত রিপোর্ট তলব করেছে। দক্ষিণ ২৪ পরগনার তরফে ইতিমধ্যেই চারটি বহুতলে বুথ করার প্রস্তাব এসেছে। তবে এখনও জেলার রিপোর্ট আসা বাকি।
আরও পড়ুনঃ খেজুরি কাণ্ডে দুই রিপোর্টে ভিন্ন তথ্য, অবাক হাইকোর্ট, তদন্তে নতুন মোড়
প্রসঙ্গত, বাংলার বিধানসভা ভোটের আগে এই পদক্ষেপ ভোটদানের হার কতটা বাড়াতে পারে, তা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। তবে, কমিশনের (Election Commission) আশা, হাইরাইজ আবাসনে বুথ করলে শহরের মানুষ ভোটে অংশগ্রহণে আরও উৎসাহী হবেন।