ভ্রমণ পিপাসুদের জন্য নতুন ডেস্টিনেশন মানালির এই ৩ টি গ্ৰাম, একবার গেলে মনে থাকবে সারাজীবন

Published on:

Published on:

Manali these 3 villages in are full of natural wonders you will regret not including them in your travel list

বাংলা হান্ট ডেস্ক: ঘুরতে যাওয়া মানে বাঙ্গালীদের কাছে তালিকার সবার উপরে থাকে দিপুদা। অর্থাৎ দার্জিলিং, পুরী, দিঘা। তবে এইসব জায়গা তো অনেক গিয়েছেন। এমনকি ঘুরতে যাওয়ার কথা উঠলে মানালির (Manali) তালিকা উপরে থাকবে। কিন্তু এখন মানালিতে ঘুরতে গেলে প্রচন্ড ভিড় থাকে। এবার বরং মানালিতে গিয়েও একটু দূরেই ঘুরে আসুন। যেখানে গেলে আপনি প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে পারবেন। আজ আপনাদের আজ মানালির এই তিনটি অফ বিট গ্রামের খোঁজ দেব।

প্রকৃতির অনাবিল রূপে ভরপুর মানালির এই ৩ গ্রাম, ভ্রমণতালিকায় না রাখলেই আফসোস হবে (Manali)

কেলং (Keylong): মানালির (Manali) অন্যতম অফবিট জায়গা কেলং (Keylong)। এখানে যেতে গেলে আপনাকে মানালি থেকে বাস কিংবা ভাড়া গাড়ি করে যেতে হবে। লাহুল জেলার সদর শহর কেলং। এটি মানালির একটি ছোট্ট শহর। যেখানে পাহাড়ের মাথায় জমে থাকে বরফ। ভূপৃষ্ঠ থেকে ৩৩৫০ মিটার উচ্চতায় গুরুত্বপূর্ণ জনপদ হল কেলং। কেলংয়ে গেলে আপনি অসংখ্য গুম্ফা দেখতে পারবেন। এখানে থাকতে গেলে আগের থেকে হোটেল বুক করে আসা ভালো। পাশাপাশি এখানে আপনি হোটেলের ব্যালকনি থেকেই দেখতে পাবেন ‘লেডি অফ কেলং’ শৃঙ্গ।

Manali these 3 villages in are full of natural wonders you will regret not including them in your travel list

আরও পড়ুন: চিংড়ি ভুলে যান! চালকুমড়ো দিয়ে বানান নতুন এই পদটি, রইল দারুণ এক রেসিপি

কিলার: কেলিং থেকে খুব বেশি দূরে অবস্থিত নয় কিলার। পাশাপাশি এর রাস্তা ও বেশ ভালো। এখানে যেতে গেলে আপনি দেখতে পাবেন তান্ডিতে চন্দ্রনতিতে এসে মিশেছে ভাগা। পাহাড়ি শহরটির মূলত নাম উদয়পুর (Udaypur)। উদয়পুর থেকে ৮০ কিলোমিটার দূরে অবস্থিত কিলার। এখানে আসলে আপনি লোহারপুল দেখতে পাবেন। পাশাপাশি দুটি পাহাড়ের বুক চিরে বয়ে গিয়েছে বেগবান নাল। এছাড়াও এখান থেকে আপনি বেটার হিমালয় তুষারশৃঙ্গের অপূর্ব রূপ দেখতে পাবেন।

সুরার (Sural): কিলার থেকে সুরালের তিনটি বাস। পাশাপাশি এর দূরত্ব প্রায় ৩৩ কিলোমিটার। দু’ধারের খাড়া পাহাড়ের রাস্তা বেয়ে এখানে যেতে হয়। এখানে যেতে গেলে অনেকটা চড়াই উতরাই পার করে পৌঁছতে হবে। এইখানে ঘুরতে আসলে আপনি বহু মনাস্ট্রি (Monastery) দেখতে পাবেন। এছাড়াও এখানে গেলে দেখতে পারবেন সুন্দর সিনিতান। পাশাপাশি এখানে গেলে আপনি দু তিন দিন অনায়াসে কাটি আসতে পারবেন।