বাংলা হান্ট ডেস্কঃ বহুদিন ধরেই ছিল চাপা উত্তেজনা। কুণাল ঘোষকে (Kunal Ghosh) আক্রমণ করে তিলোত্তমার বাবার একাধিক মন্তব্য নিয়ে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছিলেন। প্রথমে আইনি নোটিস পাঠালেও শেষমেশ ব্যাঙ্কশাল আদালতের দ্বারস্থ হলেন তিনি। বুধবার আদালতে তিলোত্তমার বাবার বিরুদ্ধে মানহানির মামলা করলেন কুণাল ঘোষ (Kunal Ghosh)।
সিবিআই তদন্ত নিয়ে কুণালকে (Kunal Ghosh) আক্রমণ করেছিলেন তিলোত্তমার বাবা
উল্লেখ্য, অভিযোগের সূত্রপাত সংবাদমাধ্যমের সামনে তিলোত্তমার বাবার বক্তব্য ঘিরে। গত ৯ ই আগস্ট নবান্ন অভিযানের আগে দিল্লি থেকে ফিরে তিলোত্তমার বাবা সিবিআই তদন্ত প্রসঙ্গে সংবাদমাধ্যমের সামনে বলেছিলেন, “সিবিআই টাকা খেয়ে তদন্ত চেপে দিয়েছে। সিবিআইকে টাকা দিয়েছে রাজ্য সরকার। কুণাল ঘোষ সিজিও কমপ্লেক্স-এ গিয়ে টাকা দিয়ে সমস্ত কিছু ‘সেটেলমেন্ট’ করিয়েছেন।” এই মন্তব্য প্রকাশ্যে আসার পরই চরমে ওঠে উত্তেজনা ।
আইনি নোটিস থেকে মামলা দায়ের কুণালের (Kunal Ghosh)
এই মন্তব্যের প্রতিবাদে কুণাল ঘোষ (Kunal Ghosh) সরাসরি বলেছিলেন, “মিথ্যাচার ও নাটকের সব সীমা পার করেছেন উনি।” কুণাল ঘোষ এই অভিযোগের ভিত্তিতে জানিয়েছিলেন, ‘তার নিজের নামেই যেখানে সিবিআই এর কাছে দুটো কেস চলছে, সেখানে সিবিআই কিভাবে তাঁর কথা শুনবে।’ এরপর গত ১২ অগস্ট তিনি তিলোত্তমার বাবাকে আইনি নোটিস পাঠান তিনি। সেই নোটিসে জানানো হয়েছিল, চার দিনের মধ্যে ক্ষমা না চাইলে মানহানির মামলা করা হবে। সেই নোটিস অনুযায়ী নির্দিষ্ট সময়সীমার মধ্যে কোনও জবাব না মেলায় এবার ব্যাঙ্কশাল আদালতে মানহানির মামলা দায়ের করলেন কুণাল (Kunal Ghosh)।
প্রসঙ্গত, গত বছরের ৯ অগস্ট, আরজি কর সেমিনার হল থেকে তিলোত্তমার দেহ উদ্ধারের ঘটনায় কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্ত শুরু হয়। কিন্তু সেই তদন্তের গতি নিয়ে বহুবার অসন্তোষ প্রকাশ করেছেন তিলোত্তমার বাবা-মা। এমনকি সম্প্রতি তাঁরা দিল্লি গিয়ে সিবিআই ডিরেক্টর প্রবীণ সুদের সঙ্গেও দেখা করেন। তাঁদের দাবি, সিবিআই ডিরেক্টর বলেছেন, মামলাটি তাঁরা ছেড়ে দিতে চান। এই প্রেক্ষিতেই বাবার পক্ষ থেকে উঠে আসে বিস্ফোরক অভিযোগ। আর সেই অভিযোগেই তিনি কুনাল ঘোষের নাম তোলেন।
আরও পড়ুনঃ মানুষকে ভোটমুখী করতে নতুন পরিকল্পনা কমিশনের, কলকাতার হাইরাইজ আবাসনে তৈরি হচ্ছে বুথ
তিলোত্তমার বাবা-মার প্রতি সমবেদনা জানিয়েও বারবার কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেছেন, তাঁরা একটি রাজনৈতিক দলের প্রভাবে রয়েছেন। এমনকি বিজেপির সঙ্গে যৌথভাবে কেন তাঁরা নবান্ন অভিযান করলেন, তা নিয়েও প্রশ্ন তুলেছিলেন কুণাল ঘোষ। এর মধ্যে তিলোত্তমার বাবার কুণাল ঘোষের দিকে অভিযোগের আঙ্গুল তোলা এবং তার প্রেক্ষিতে কুণাল ঘোষের আদালতে দ্বারস্থ হওয়া রাজনৈতিক জটিলতা আরও বাড়াতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল।