রাজনৈতিক অস্থিরতার আবহেই মালয়েশিয়া পেল নতুন রাজা! তাঁর সম্পদের পরিমাণ জানলে হয়ে যাবেন “থ”

বাংলা হান্ট ডেস্ক: রাজনৈতিক অস্থিরতার মধ্যেই এবার মালয়েশিয়া (Malaysia) পেল তার নতুন রাজা। জানা গিয়েছে যে, মালয়েশিয়ার সিংহাসন দখল করেছেন সুলতান ইব্রাহিম সুলতান ইস্কান্দার (Sultan Ibrahim Sultan Iskandar)। গত বুধবার কুয়ালালামপুরের ন্যাশনাল প্যালেসে নতুন রাজা হিসেবে শপথ নেন ধনকুবের সুলতান ইব্রাহিম। উল্লেখ্য যে, মালয়েশিয়ায় চলে Rotational Monarchy System। যার মাধ্যমে প্রতি ৫ বছর পর পর রাজা পরিবর্তন করা হয়। এই রাজারা দেশের ৯ টি রাজপরিবারের প্রধানদের মধ্য থেকে নির্বাচিত হন। তাঁরা “ইয়াং দি-পার্টুয়ান আগাং” (যাকে ঈশ্বর হিসেবে তৈরি করা হয়) নামে পরিচিত। ১৯৫৭ সালে দেশটি স্বাধীনতা লাভের পর থেকেই মালয়েশিয়ায় Rotational Monarchy System চালু রয়েছে। উল্লেখ্য যে, সুলতান ইব্রাহিম জোহর রাজপরিবারের সদস্য।

রয়েছে রাজনৈতিক অস্থিরতা: উল্লেখ্য যে, মালয়েশিয়া বর্তমানে রাজনৈতিক অস্থিরতার সাথে লড়াই করছে। সেই আবহেই সুলতান ইব্রাহিমকে শাসনভার দেওয়া হয়েছে। এমন পরিস্থিতিতে, রাজকীয় হস্তক্ষেপ জরুরি হয়ে পড়েছে। সেখানকার রাজার ক্ষমতা সম্পর্কে জানাতে গেলে বলতে হয় যে, সরকার পতন এবং ত্রিশঙ্কু সংসদের আবহে প্রধানমন্ত্রীর নিয়োগ সহ শাসন সম্পর্কিত সঙ্কট সমাধানের জন্য রাজা তাঁর ক্ষমতা ব্যবহার করেন।

রাজার ক্ষমতা: মালয়েশিয়ার রাজা আরও কিছু বিশেষ ক্ষমতার অধিকারী হন। তিনি ব্যক্তিদের ক্ষমা করার ক্ষমতার পাশাপাশি গুরুত্বপূর্ণ রাজনৈতিক নিয়োগের তত্ত্বাবধান করেন এবং ইসলামের প্রতীকী নেতা এবং সশস্ত্র বাহিনীর কমান্ডার-ইন-চিফ হিসেবে কাজ করেন।

Malaysia got its new king

সুলতান ইব্রাহিমের সম্পদের পরিমাণ: জানিয়ে রাখি যে, সুলতান ইব্রাহিমের সম্পদের পরিমাণ জানলে রীতিমতো চমকে উঠবেন। বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ সহ সুলতান ইব্রাহিমের আনুমানিক সম্পদ প্রায় ৫.৭ বিলিয়ন ডলাররেও বেশি। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৪২,৭৫০ কোটি টাকা।

আরও পড়ুন: এবারও হল না! ফের ব্যর্থতার সম্মুখীন রিঙ্কু, কোটি কোটি ক্রিকেট ভক্ত হলেন হতাশ

এদিকে, ৬৫ বছর বয়সী সুলতান ইব্রাহিম মোটরসাইকেল চালানো সহ ফেরারি চালানো থেকে শুরু করে ইনস্টাগ্রামের ফলোয়ার্সদের সাথে সংযোগ স্থাপনের জন্য তাঁর বিরাট আবেগের জন্য পরিচিত। শুধু তাই নয়, তাঁর কাছে প্রাইভেট জেট থেকে শুরু করে গাড়ি এবং বাইকের নিজস্ব বড় সংগ্রহ রয়েছে।

আরও পড়ুন: মলদ্বীপকে বাদ দিয়ে শ্রীলঙ্কাকে বেশি আর্থিক সাহায্য! ফের বড় ঝটকা দিল ভারত, আরও চাপে দ্বীপরাষ্ট্র

সামাজিক ন্যায়বিচারের জন্য তোলেন আওয়াজ: এছাড়াও জানিয়ে রাখি, সুলতান ইব্রাহিম রাজনৈতিক দুর্নীতি ও সামাজিক ন্যায়বিচার নিয়ে তাঁর স্পষ্টবাদী মতামতের জন্য পরিচিত। তাঁকে মালয়েশিয়ার রাজপরিবারের একজন প্রগতিশীল ব্যক্তি হিসেবে বিবেচনা করা হয়। এছাড়াও, তিনি প্রায়শই ধর্মীয় সহনশীলতার পক্ষে এবং বৈষম্য মোকাবিলার জন্য মতামত প্রদান করেন। এর পাশাপাশি আধুনিকতার সাথে ঐতিহ্যের ভারসাম্য বজায় রেখে সুলতান ইব্রাহিমকেওপ্রায়শই মোটরসাইকেলে ভ্রমণ করতে দেখা যায়। এমতাবস্থায়, তিনি মালয়েশিয়ার অন্যতম ধনী ব্যক্তি হিসেবে বিবেচিত হন।

ad

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর