বাংলাহান্ট ডেস্ক : ভারতীয়দের এমনি ১২ মাসে ১৩ পার্বন লেগেই থাকে। একটা উত্সব গেলে আর একটা চলে আসে। আরও একবার উত্সবের মরশুম প্রায় চলে এল বলেই। আর উত্সবের মরশুম এলেই মনটা কোথাও ঘুরতে যাই ঘুরতে যাই করে। তাছাড়াও যারা বাড়ি এবং আপনজনদের থেকে দূরে কোথাও ভিন রাজ্যে বা অন্য কোনও জেলায় বাস করে তাঁদের এই উত্সবের মরশুমে মন কেমন করে বাড়ি ফেরার জন্য, আপনজনদের সঙ্গে উত্সবে মেতে ওঠার জন্য। আর নিজের গন্তব্যে পৌঁছানোর জন্য বেশির ভাগ মানুষেরই ভরসা রেল। তাই এইসময় টিকিটের চাহিদাও থাকে তুঙ্গে। চাহিদা বাড়ার সঙ্গে টিকিট না মেলার সম্ভাবনাও বাড়ে। যাত্রীদের সুবিধার্থে ভারতীয় রেলওয়ে (Indian Railway) অগ্রিম বুকিংয়ের সময়কাল ৬০ দিনে কমিয়ে এনেছে, কিন্তু উচ্চ চাহিদার কারণে প্রায়শই টিকিট দ্রুত বিক্রি হয়ে যায়।
৬০ দিনে এই টিকিট বুকিংয়ের (Ticket Booking) একটি নির্দিষ্ট রয়েছে। সেই সঠিক নিয়ম এবং সময় না জানার কারণেই অনেকেই টিকিট বুকিং করতে পারেন না। চলুন তাহলে এই প্রতিবেদনের মাধ্যমে জেনে নেওয়া যাক টিকিট বুকিংয়ের সঠিক নিয়মটি কী।
অগ্রিম ট্রেন টিকিট বুকিংয়ের নিয়ম (Indian Railway)
যাতায়াত ব্যবস্থার ক্ষেত্রে ভারতে রেল ব্যবস্থার গুরুত্ব অপরিসীম। বিশেষ করে দুর্গাপুজো, দশেরা, দিওয়ালি, ছট পুজোর মতো উত্সবের মরশুমে (Festive Season)। এই সময় বিভিন্ন পরিযায়ী শ্রমিকরা বাড়ি ফেরেন তো আবার কেউ ছুটির কটা দিন বিভিন্ন জায়গায় বেড়াতে যায়। তাই এই সময় টিকিট বুকিংয়েরও হিড়িক লাগে। যাত্রীদের সুবিধার্থে গত বছর অর্থাত্ ২০২৪-এর ১লা নভেম্বর থেকে ভারতীয় রেলওয়ে অগ্রিম টিকিট বুকিংয়ের সময়কাল ১২০ দিন থেকে কমিয়ে ৬০ দিন করেছে। আর যেসব মধ্যবর্তী স্টেশনে ট্রেনটি পরের দিন পৌঁছাবে, সেখানে ৬১ দিন আগে থেকে টিকিট বুক করা যাবে। কিছু আন্তঃনগর ডে এক্সপ্রেস ট্রেনের ক্ষেত্রে, সর্বশেষ নিয়ম অনুসারে, অগ্রিম টিকিট বুকিংয়ের সময়কাল কম। এই ৬০ দিনের অগ্রিম টিকিট বুকিংয়ের নিয়ম অনুসারে, যারা ১৯ শে অক্টোবর ২০২৫ এ কোথাও যাবেন মনে করছেন তাঁদের ২০ শে আগস্ট ২০২৫ এ টিকিট বুক করতে হবে। তবে দশেরা, দীপাবলি এবং দুর্গাপূজার মতো উৎসবগুলির জন্য আর বেশি দিন বাকি নেই তাই এই মুহূর্তে টিকিট বুকিংয়ের জন্য ব্যাপক ভিড় রয়েছে। ৬০ দিনের বুকিং উইন্ডো থাকলেও, বেশিরভাগ যাত্রীই নিজেদের নির্ধারিত দিনের টিকিট পাচ্ছেন না। যদি তাঁরা অনলাইন পোর্টাল বা রেলওয়ে টিকিট কাউন্টারের মাধ্যমেও টিকিট বুক করতে না পারেন, তবে যাত্রীদের কাছে কেবল একমাত্র বিকল্প থাকবে তৎকাল টিকিটের , যা আরও বেশি ব্যয়বহুল এবং অপ্রত্যাশিত।
উৎসবের মরশুমে ট্রেনের টিকিট বুক করার সেরা সময়
আপনার ভ্রমণের তারিখ স্থির হয়ে গিয়ে থাকলে, প্রথমেই সেই দিনের টিকিট বুকিংয়ের জন্য লগ ইন করুন, IRCTC ওয়েবসাইটে (Indian Railway Catering and Tourism Corporation)। এই সাইটে সাধারণত সকাল ৮ টা থেকে টিকিট বুক করতে পারবেন । ৬০ দিনের বুকিং নিয়ম অনুসারে, সব থেকে বেশি ভালো হয় যেদিনই টিকিট বুকিং শুরু হবে সেদিনই টিকিট বুক করে নেওয়া।
রেলের টিকিট রিজার্ভেশন স্ট্যাটাস জানার উপায়
ট্রেনের টিকিট বুকিংয়ের পর একটা বিষয় নিয়ে চিন্তা থেকে যায়। তা হলো ট্রাইয়ের টিকিট রিজার্ভ হলো কিনা। বারবার তার স্টাউস দেখার। কিভাবে দেখবেন আপনার রেলের টিকিটের রিজার্ভেশন স্ট্যাটাস! আপনার টিকিট কনফার্ম থাকলে তাহলে ফার্স্ট ক্লাস এবং ফার্স্ট এসি ক্লাস ছাড়া অন্য সকল ক্লাসের টিকিটে আপনার কোচ এবং বার্থ নম্বরও উল্লেখ করা হবে। এর পাশাপাশি আপনার টিকি ‘কনফার্মড’ বলেও লেখা থাকবে। যদি আপনার টিকিটে RAC অর্থাত্ রিজার্ভেশন অ্যাগেইনস্ট ক্যান্সেলেশন স্ট্যাটাস থাকে অথবা ওয়েটিং লিস্টে থাকে, তাহলে আপনার টিকিটেও একই কথা উল্লেখ করা হবে।