বাংলা হান্ট ডেস্ক: উত্তরবঙ্গ ও উত্তর-পূর্ব ভারতের যাত্রীদের জন্য দুঃসংবাদ। নিউ জলপাইগুড়ি জংশনের সংস্করণের কাজ চলার ফলে উত্তরবঙ্গের একাধিক ট্রেনের রুট পাল্টানো হল। পাশাপাশি আংশিকভাবে বন্ধ রাখা হয়েছে উত্তর-পূর্ব রেল সীমান্ত (Indian Railway) । এর ফলে সমস্যার মুখে পড়েছেন সাধারণ যাত্রীরা।
উত্তরবঙ্গ যাত্রার বদল, শতাব্দী এক্সপ্রেসের গন্তব্য সীমিত (Indian Railway)
মঙ্গলবার পরিবর্তন করা হয়েছে, উত্তরবঙ্গমুখী ও উত্তরবঙ্গের (North Bengal) কয়েকটি ট্রেনের সময়সূচী। এই বিষয়ে প্রেস বিজ্ঞপ্তি করে এ কথা ঘোষণা করা হয়েছে উত্তর-পূর্ব রেলের সদর দপ্তরের তরফ থেকে। অন্যদিকে নিউ জলপাইগুড়িতে আপাতত যাবে না শতাব্দী এক্সপ্রেস। পাশাপাশি কিছু উত্তরবঙ্গের ট্রেন নকশালবাড়ি, বাগডোগরা হয়ে মেন লাইন পরিবর্তন ঘুরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে।
কোন কোন ট্রেন বাতিল হল:
১. ৭৫৭২১ শিলিগুড়ি জংশন থেকে হলদিবাড়ি DMU প্যাসেঞ্জার ১৯ আগষ্ট
২. ১৫৭৭৭/১৫৭৭৮ এনজেপি – আলিপুরদুয়ার প্যাসেঞ্জার এক্সপ্রেস
৩. ৫৫৭৪৯/৫৫৭৫০ নিউ জলপাইগুড়ি – হলদিবাড়ি প্যাসেঞ্জার
৪. ১৫৭০৩/১৫৭০৪ নিউ জলপাইগুড়ি – বঙ্গাইগাও প্যাসেঞ্জার
৫. ১৫৭১০/১৫৭০৯ নিউ জলপাইগুড়ি – মালদা টাউন এক্সপ্রেস ২০ আগস্ট পর্যন্ত
৬. ৭৫৭২২ হলদিবাড়ি – শিলিগুড়ি জংশন DMU ২০ আগস্ট পযর্ন্ত বাতিল করা হয়েছে।
আংশিক যে ট্রেনগুলো বাতিল করা হয়েছে:
১. ৫২৫৪১/৫২৫৪০ এনজেপি–দার্জিলিং টয়ট্রেন — ১৯ অগস্ট এনজেপি স্টেশনের বদলে শিলিগুড়ি জংশন থেকে ছাড়বে এবং গন্তব্যেও শিলিগুড়ি জংশনেই শেষ হবে।
২. ১২০৪২ এনজেপি–হাওড়া শতাব্দী এক্সপ্রেস — ২০ অগস্ট এনজেপির বদলে কিশনগঞ্জ থেকে ছাড়বে।
৩. ১২০৪১ হাওড়া–এনজেপি শতাব্দী এক্সপ্রেস — ১৯ অগস্ট এনজেপির বদলে কিশনগঞ্জ থেকে ছাড়বে।
আরও পড়ুন: বিকেলের আড্ডার মেনুতে আনুন বদল, অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু এই স্ন্যাকসটি
সূত্রের খবর, ইন্টারলকিং কাজের জন্য আপাতত এই ব্যবস্থা নেওয়া হয়েছে। এই ইন্টারলকিং প্রায়শীল রেললাইনের সম্প্রসারণ, সিগন্যালিং সিস্টেম উন্নতি বা প্ল্যাটফর্মের আধুনিকরণের মতো কাজের সঙ্গে সম্পর্কযুক্ত। তাই এই ধরনের কাজ চলাকালী ট্রেন চলাচল বিঘ্নিত হতে পারে। পাশে যেমন কিছু ট্রেন বাতিল করা হতে পারে তেমনি সময়সূচিত পরিবর্তন আর না হতে পারে। এছাড়াও ইন্টারলকিংয়ের কাজ হলে রেলওয়ে স্টেশনের একটি গুরুত্বপূর্ণ অংশ। যার ট্রেন চলাচলে নিরাপত্তা ও দক্ষতা নিশ্চিত করে।
এছাড়াও কলকাতা থেকে যে সমস্ত ট্রেন গুলিতে করে সারা বছর দক্ষিণবঙ্গের মানুষের উত্তরবঙ্গে যায় তার মধ্যে অন্যতম ট্রেন হল শতাব্দী এক্সপ্রেস (Shatabdi Express)। এই ট্রেনটির টিকিটের চাহিদা বরাবর বেশি থাকে। সাধারণ যাত্রী ছাড়া ও ব্যবসায়ীদের অন্যতম পছন্দের ট্রেন হল এটি। তবে উত্তরবঙ্গে এই মুহূর্তে ইন্টারলকিং কাজের জন্য কলকাতা থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত এই ট্রেনটি আপাতত যাবেনা।
উত্তরবঙ্গ (North Bengal) রেলের ইন্টারলকিং কাজের জন্য যেমন বেশ কয়েকটি ট্রেনের রুট পাল্টানো হয়েছে। তেমনি রুট পাল্টেছে টয় ট্রেনের। দার্জিলিঙে গেলে এখনো বহু মানুষ টয় ট্রেন উঠে ঘুরতে ভালোবাসেন। এবার সেই টয় ট্রেনের যাত্রাকে যাত্রীদের সুবিধার্থে এই ট্রেনের পরিষেবাও আগের থেকে অনেক উন্নত করেছে রেল দফতর।