স্বস্তির বদলে ঝক্কি, হাওড়া-শিয়ালদহ মেট্রো পরিষেবা শুরু হওয়ায় সমস্যায় পড়বেন বহু মানুষ

Published on:

Published on:

Kolkata Metro Howrah-Sector 5 Metro service may face problems for many people

বাংলা হান্ট ডেস্ক: প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির হাত ধরে শহর কলকাতায় উদ্বোধন হতে চলেছে তিন তিনটি মেট্রো লাইন (Kolkata Metro)। শুক্রবার উদ্বোধন হচ্ছে এই মেয়ে তিনটি মেট্রো সম্প্রসারিত লাইন। যদিও এর আগে হাওড়ার গঙ্গার তলা থেকে মেট্রো ছুটেছে। যে একটি সংযুক্ত হয়েছে শিয়ালদহ সেক্টর ফাইভ। তবে এখন সহজ জুড়ে মাকড়সের জালের মত বিস্তৃত হতে চলেছে এই সুরঙ্গ পথ। কিন্তু এবার সবটা এক সুতোতে আসল। তবে হাওড়া থেকে সেক্টর ফাইভ একসঙ্গে যাতায়াত করা যতটা সহজ হল। ঠিক ততটাই এই মেট্রো চালু হওয়ায় সমস্যার মুখে পড়বেন অনেকে।

হাওড়া-সেক্টর ফাইভ মেট্রো পরিষেবাতে সমস্যায় পড়তে পারেন অসংখ্য মানুষ (Kolkata Metro)

গ্ৰিন লাইন- হাওড়া টু সেক্টর ফাইভ: আগের বছর থেকে গঙ্গার নিচ দিয়ে মেট্রো পরিষেবা চালু হয়েছে। তবে এতে কিছুটা সীমাবদ্ধতা ছিল। কারণ অসম্পূর্ণ ইস্ট ওয়েস্ট মেট্রো অর্থাৎ গ্রিনলাইন কিছুটা বাঁধা হয়ে দাঁড়িয়েছিল। তবে এবার সেই প্রতিবন্ধকতা কাটলো। এবার মাত্র ১১ মিনিটে হাওড়া থেকে শিয়ালদহ পৌঁছাতে পারবেন। পাশাপাশি এই যাত্রাপথ একদিকে যেমন সুবিধার হল। অসুবিধার হয়ে দাঁড়ালো বহু মানুষের রুটি রুজির দিকে। কারণ এখনো পর্যন্ত এই যাত্রাপথের একমাত্র ভরসা ছিল বাস।‌ এই রুটে একাধিক বাস চললেও যাতায়াত করতে ঘণ্টার বেশি সময় লাগতো। কিন্তু এখন সেই সমস্যার আর হবেনা। এছাড়াও হাওড়া থেকে সরাসরি মেট্রো হিসেবে পৌঁছে যাওয়া যাবে মাত্র ৩৫ মিনিটে কলকাতা তথ্যপ্রযুক্তি কেন্দ্র সল্টলেক সেক্টর ফাইভে (Kolkata Metro)। সেখানে খরচ হবে মাত্র ৩০ টাকা।

Kolkata Metro Howrah-Sector 5 Metro service may face problems for many people

আরও পড়ুন: উচ্চ মাধ্যমিকে যুগান্তকারী পরিবর্তন! রেজাল্ট আউটের আগেই পরীক্ষার্থীরা জেনে যাবেন কোন উত্তর ভুল হয়েছে

ডানকুনির প্যাসেঞ্জারদের সুবিধা: ডানকুনি (Dankuni) থেকে এতদিন যারা প্রতিদিন সেক্টর ফাইভ যাতায়াত করতেন তাদের বরাবর অভিযোগ ছিল বিধান নগর থেকে ডানকুনি লাইনের ট্রেন কম। তবে এবার সেক্টর ফাইভ থেকে বেরোনোর ঝক্কি বা ট্রেন মিস হলে আর চিন্তা করতে হবে না। এবার থেকে শিয়ালদহ সেক্টর ফাইভ (Kolkata Metro) মেট্রো চালু হলে বিধান নগর থেকে বাস বা অটো ধরার ভিড় কমবে।

রুট বালিহল্ট- উল্টোডাঙা: হাওড়া মেন (Howrah) ও কর্ড লাইনের যাত্রীদের এতদিন সেক্টর ফাইভে যেতে গেলে নানান সমস্যায় পড়তেন। সেখানকার যাত্রীদের দাবি জাদা সেক্টর ফাইভে কাজ করতেন তাদের বালি হল্টে নেমে সেখান থেকে বাস অথবা শাটল বা ট্যাবের মাধ্যমে সেক্টর ফাইভে আসা-যাওয়া করতে হতো। এছাড়াও ওই রুটে একাধিক বাস বলতে গেলে S-23, C-23 A, NDRTC ছাড়াও আরো কিছু বেসরকারি বাস রয়েছে। কিন্তু সেই বাসে প্রবল ভিড় হয়। পাশাপাশি অফিস ঢুকতে প্রায় ঘন্টা দেড়েক সময় লেগে যেত। তবে এই মেট্রো (Metro) পরিষেবায় মার খেতে চলেছে বালি হল্ট ও বালি খালে সার দিয়ে দাঁড়িয়ে থাকা শাটল গাড়ি গুলো।

সেক্টর ফাইভ মেট্রো রুটের অটো: এই সেক্টর ফাইভ (Sector V) মেট্রো রুটের অটো নতুন পরিষেবা চালু হলে সমস্যায় পড়তে চলেছে। কারণ শিয়ালদহ সেক্টর ৫ মেট্রো যখন চালু হয় এমন কি এখনো সেক্টর ফাইভ থেকে সেক্টর ৫ মেট্রো স্টেশন পর্যন্ত অটো চলাচল করে। কিন্তু সেটি হাতে গোনা। সেই ক্ষেত্রে বেশিরভাগ মানুষকে বাসের উপরে ভরসা করতে হয়। তবে মনে করা হচ্ছে হাওড়া সেক্টর ৫ মেট্রো চালু হলে সেক্টর ফাইভের মেট্রো স্টেশনের ভিড় বাড়বে। পাশাপাশি এতে অটোর সংখ্যাও বাড়তে পারে।