লক্ষ্মীবারে এক লাফে বাড়ল হলুদ ধাতুর দর, প্রতি গ্রাম কিনতে কত খরচ হবে জানুন…

Published on:

Published on:

Gold Price check out Thursdays yellow metal rate

বাংলা হান্ট ডেস্ক: সোনার দামে (Gold Price) ক্রমাগত ওঠাপড়া লেগেই রয়েছে। সেই মতোই লক্ষ্মীবারে একলাফের বেশ অনেকটাই বাড়ল হলুদ ধাতুর দর। যদিও বিগত কিছুদিন ধরে সোনার দাম কমেছিল। কিন্তু বৃহস্পতিবার সোনার দর বৃদ্ধি পাওয়া আবারো চিন্তার ভাঁজ মাথায় পরলো মধ্যবিত্তদের। একনজরে দেখে নিন আজকে শহরে সোনার দাম কত যাচ্ছে।

এক নজরে দেখে নিন আজকে সোনার দাম কত? (Gold Price)

সঞ্চয় হোক কিংবা অলংকার বাঙালির জীবনে গুরুত্বপূর্ণ জিনিস সোনা (Gold)। তাই কেনার ইচ্ছা না থাকলেও, সোনার দাম বৃদ্ধি পেলে যেমন কপালে চিন্তার ভাঁজ পড়ে সাধারণ মানুষদের। তেমনি দাম কমলে রেহাই পায় জনতা। সূত্রের খবর, মধ্যপ্রাচ্য উত্তেজনার আবহের কারণে সোনার দামের ওঠা পড়া লেগেই রয়েছে। এমনকি ট্রাম্পের ট্যারিফ যুদ্ধ ও একাধিক কারণের জন্য সোনার দামের ওপর প্রভাব পড়ছে। দেখুন আজকের সোনার দাম (Gold Price)।

বৃহস্পতিবার ২২ক্যারেট (Karat) ১ গ্ৰাম হলমার্ক সোনা দাম (Gold Price) ৯৪৪৫টাকা (-৫০)। ২২ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম হলমার্ক সোনা দাম ৯৪৪৫০টাকা (-৫০০)। আজ ২৪ ক্যারেট (Karat) ১ গ্ৰাম পাকা সোনার দাম ৯৯৪০ টাকা (-৫০)। ২৪ ক্যারেট ১০ গ্ৰাম পাকা সোনার দাম ৯৯৪০০টাকা (-৪০০)। এছাড়াও আজ আজ ১ গ্ৰাম ২৪ ক্যারেট (Karat) পাকা সোনার বাটের দাম ৯৮৯০টাকা (-৫০)। ১০ গ্ৰাম ২৪ ক্যারেট (Karat) পাকা সোনার বাটের দাম ৯৮৯০০টাকা (-৫০০)।

সোনার পাশাপাশি আজ রুপোর দাম কিছুটা কমেছে। দেখুন আজকের রুপোর দাম (Silver Price)। বুধবার ১০০ গ্ৰাম খুচরো রুপোর (Silver) কিনতে দিতে হবে ১১১৭০(-২৪৫) টাকা। ১ কেজি খুচরো রুপোর কিনতে দিতে হবে ১১১৭০০(-২৪৫০) টাকা। পাশাপাশি আজ ১০০ গ্ৰাম রুপোর বাটের দাম ১১১৬০টাকা (-২৪৫)। ১ কেজি রুপোর বাটের দাম ১১১৬০০টাকা (-২৪৫০)।

 Gold Price check out Thursdays yellow metal rate

গয়না হিসেবে পড়ার জন্য মানুষ সোনা (Gold) কেনে এমন ধারণা ভুল। বহু মানুষ ভবিষ্যতে সঞ্চয়ের কথা মাথায় রেখে সোনা কিনে রাখেন। এমনকি এই সোনা ভবিষ্যতের যেকোনো আপৎকালীন অর্থনৈতিক পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য মনের জোরও জোগায়। সোনা (Gold) কতটা খাঁটি তা নির্ভর করে ক্যারেটের উপর। সবচেয়ে খাঁটি সোনা হিসাবে ২৪ ক্যারেটের (Karat) হয়।

মূলত এই ২৪ ক্যারেটের (Karat) সোনার অন্য কোন ধাতু মেশানো থাকে না। যার ফলে ২৪ ক্যারেট সোনার দাম বাড়ার বেশি থাকে। সোনার ক্যারেট (Gold karat) যত কম হবে তাতে বেশি পরিমাণে খাদ মেশানো থাকে। যার ফলে গয়নাটি সম্পূর্ণ খাঁটি হয় না। এছাড়া সোনার ক্যারেট যত কমবে সেই সোনায় (gold) তত বেশি খাদ মেশানো হয়। তবে উৎসবের মরশুমের আগে নতুন ভাবে সোনার দাম বাড়ায় চিন্তার ভাঁজ মাথায় পরল মধ্যবিত্তের।