ট্রেনের পাদানি বসলেই শাসাচ্ছে সারমেয়! দায়িত্ব পালন করছে প্ল্যাটফর্মেই, প্রকাশ্যে ভাইরাল ভিডিও

বাংলাহান্ট ডেস্ক : সমাজ মাধ্যমে মাঝেমধ্যেই বিভিন্ন ধরনের ভিডিও ভাইরাল হয়। সেই ভিডিওগুলি অনেক সময় মজার হয়ে থাকে। আবার কিছু ভিডিও বেশ শিক্ষনীয় বটে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি কুকুরের ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে একটি স্টেশনের প্ল্যাটফর্ম দিয়ে ট্রেন যাচ্ছে।

একটি কুকুর সেই ট্রেনের দরজায় যাত্রী বসে থাকলে তাদেরকে তেড়ে যাচ্ছে। এই ভিডিওতে দেখা যাচ্ছে বহু যাত্রী ট্রেনের দরজার সামনে অত্যন্ত ঝুঁকির সাথে বসে রয়েছেন। কুকুরটি এই ধরনের যাত্রীদের দেখলেই ক্ষেপে উঠছে। যদিও সমাজ মাধ্যমে ভাইরাল হওয়ার এই ভিডিওটি নিয়ে দু ধরনের মন্তব্য উঠে এসেছে।

আরোও পড়ুন : কী কারণে বাংলায় আটকে রেলের বহু প্রকল্প? মমতার দিকেই আঙুল তুলে বিস্ফোরক অশ্বিনী বৈষ্ণব

কেউ কেউ বলছেন কুকুরটির একটু যত্ন দরকার। খাবার জন্য সে হয়ত এরকম উন্মাদের মতো কাজ করছে। আবার অনেকে এই ঘটনায় দায়ী করেছেন রেলের উদাসীনতাকে। যেভাবে কুকুরটি যাত্রীদের দিকে তেড়ে যাচ্ছে তাতে ঘটে যেতে পারে বড় দুর্ঘটনা। অনেকেই বলছেন,  কুকুরটি কোনো যাত্রীকে কামড়াতে পারে। আবার অনেকে ট্রেন থেকে পড়ে যেতে পারেন।

https://youtube.com/shorts/hu7gpb9n8ts?si=huXLeutvhaYfV3rk

তবে সমাজ মাধ্যমে এই ভিডিও ভাইরাল হওয়ার পর অনেকেই বলছেন রেলের পক্ষ থেকে কুকুরটির জন্য উপযুক্ত ব্যবস্থা নেওয়া উচিত। আবার বেশ কিছু ব্যবহারকারী ভিডিওর কমেন্ট বক্সে করেছেন মজাদার কমেন্টও। একজন এই কুকুরটিকে স্টেশনের ‘ফুট বোর্ড এক্সপার্ট’ বলে সম্বোধিত করেছেন। আবার একজন ব্যবহারকারী লিখেছেন, খুব কঠিন কাজ। উপযুক্ত বেতন দেওয়া উচিত।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর