বাংলাহান্ট ডেস্ক : বাংলার বিখ্যাত পর্যটনস্থলগুলির মধ্যে অন্যতম সুন্দরবন। সুবিস্তৃত ম্যানগ্রোভ অরণ্য, রয়েল বেঙ্গল টাইগার, কুমির, নাম না জানা পাখি, এসব নিয়েই সুন্দরবন। জোয়ারের সময় সুন্দরবনের একাংশ চলে যায় জলের তলায়। সুন্দরবন যদি ঘুরতে যান, তাহলে তার আগে নতুন কিছু নিয়ম সম্পর্কে অবগত হয়ে যান।
যদি এই নতুন নিয়ম সম্পর্কে আপনার জানা না থাকে, তাহলে পড়তে পারেন বড় সমস্যায়। পরিবেশ প্রেমীরা বহু বছর ধরে অভিযোগ করছিলেন যে প্লাস্টিকের জন্য ক্ষতি হচ্ছে সুন্দরবনের। এবার সুন্দরবনে প্লাস্টিক সম্পর্কিত বিষয় নিয়ে প্রশাসন বড় সিদ্ধান্ত নিয়ে নিল।দেশ তো বটেই বিদেশ থেকেও বহু পর্যটক প্রকৃতির টানে ছুটে আসেন সুন্দরবনে।
আরোও পড়ুন : হঠাৎ বুকে ব্যথা! সৌরভের মাকে ভর্তি করা হল হাসপাতালে, জানুন এখন কেমন আছেন
মাতলা নদীর উপর দিয়ে ভেসে ভেসে প্রকৃতির স্বাদ গ্রহণ করতে কার না ভালো লাগে! তবে আপনি যদি সম্প্রতি সুন্দরবন যাওয়ার প্ল্যান করে থাকেন তাহলে আপনার জন্য রয়েছে বড় খবর। বিগত কয়েক মাস ধরে প্রশাসন লক্ষ্য করছে যে সুন্দরবনের আগত পর্যটকেরা বিভিন্ন জায়গায় প্লাস্টিকের ব্যাগ, প্লাস্টিকের বোতল জলে ফেলে দিচ্ছেন। এরফলে ক্ষতি হচ্ছে পরিবেশের।
সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প এই অবস্থার মোকাবিলা করতে এবার আসরে নামল। জানুয়ারি মাসের শেষের দিকে একটি নির্দেশিকা জারি করা হয়েছে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের পক্ষ থেকে। নির্দেশিকা অনুযায়ী, প্লাস্টিকের ক্যারিব্যাগ, বোতল, প্লেট, চামচ ব্যবহার করা যাবে না সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের এলাকায়। ইতিমধ্যেই এই সম্পর্কিত নির্দেশিকা পাঠানো হয়েছে লঞ্চ, ভুটভুটি, হোটেল , লজ মালিকদেরও।