বাংলা হান্ট ডেস্ক: বৃহস্পতিবার থেকে শুরু হল শ্রমশ্রী প্রকল্প (Shramshree Scheme)। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ঘোষিত এই প্রকল্পে পরিযায়ী শ্রমিকেরা প্রতি মাসে ৫ হাজার টাকা করে পাবেন। কারণ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আক্রান্ত বাঙালি পরিযায়ী শ্রমিকদের কথা ভেবে এই নতুন প্রকল্প ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী (Chief Minister)। ঘোষণার পর আজ বৃহস্পতিবার থেকে ময়দানে নেমেছে শ্রম দফতর।
আজ থেকে শুরু হল মুখ্যমন্ত্রীর নয়া শ্রমশ্রী প্রকল্প (Shramshree Scheme)
সম্প্রতি বীরভূমে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফিরে আসার ডাক দিয়েছিলেন। পাশাপাশি তিনি জানিয়েছিলেন ঘরে ফিরে আসার শ্রমিকদের জন্য তিনি নতুন প্রকল্প আনবেন। ঘোষণার আড়াই সপ্তাহের মধ্যেই শুরু হল সেই প্রকল্প। বৃহস্পতিবার থেকে পরিযায়ী শ্রমিকদের জন্য শ্রমশ্রী প্রকল্প চালু করলেন রাজ্য সরকার।
এই প্রকল্পের আওতায় রাজ্যে ফিরে আসার শ্রমিকদের প্রথম এক বছর মাসে ৫০০০ টাকা করে আর্থিক সহায়তা করা হবে। পাশাপাশি আরো বেশ কিছু সুবিধা দেওয়া হবে। যদিও এই প্রসঙ্গে রাজ্যের শ্রম মন্ত্রী মলয় ঘটক জানান, শ্রমশ্রী নামাঙ্কিত একটি পোর্টালের মাধ্যমে ফিরে আসা সমস্ত শ্রমিকদের এই প্রকল্পের অধীনে আনা হবে। পোর্টাল চালু হতে এখনো দু একদিন বাকি।
তবে রাজ্যের শ্রমমন্ত্রী মলয় ঘটক জানান, টোটাল চালু হলে পরিযায়ী শ্রমিকদের তাতে অন্তর্ভুক্তের কাজ শুরু হবে। কিন্তু তার আগে যে সমস্ত পরিযায়ী শ্রমিক ইতিমধ্যে পশ্চিমবঙ্গে ফিরে এসেছে তাদের অফলাইনে এই প্রকল্পের অধীনে আনার কাজ শুরু করা হবে। যার ফলে শ্রম দপ্তরের প্রতিনিধিরা জেলায় জেলায় শিবির করে প্রাথমিকভাবে এই কাজ শুরু করবেন।
আরও পড়ুন: ফিটনেসে চমক! পুজোর আগে ওজন কমাতে কী কী খাবেন? টিপস দিলেন অভিনেত্রী
শ্রমদফতরের সূত্রের খবর, ইতিমধ্যে মুর্শিদাবাদ, মালদহ উত্তর দিনাজপুরে বহু পরিযায়ী শ্রমিক ইতিমধ্যে আক্রান্ত হয়ে নিজেও নিজে নিজে বাড়িতে ফিরে এসেছেন। বৃহস্পতিবার মূলত ওই জেলাগুলিতে শ্রম দফতরের প্রতিনিধিরা তাদের কাছে গিয়ে শ্রমশ্রী প্রকল্পে নাম নথিভুক্ত করবেন। এছাড়াও, বিজেপি শাসিত রাজ্যে আক্রান্ত পরিচয় শ্রমিকদের ফিরিয়ে আনতে এত বড় ভূমিকা নিয়েছেন পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিক কল্যাণ পর্ষদ।
এছাড়াও, বিজেপিশাসিত রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর যে ভাবে ভাষা-সন্ত্রাসের আক্রমন হয়েছে তার নিন্দনীয়। ওই ঘটনার পর মুখ্যমন্ত্রী (Chief Minister) পরিযায়ী শ্রমিকদের ফিরে আসতে বলেন। পাশাপাশি রাজ্যে ফিরে আসার জন্য মাসিক ভাতা ঘোষণা করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। এছাড়াও, রাজ্যে ফিরে এলে আর কী কী সুবিধা পাবেন পরিযায়ী শ্রমিকরা? মুখ্যমন্ত্রী জানিয়েছেন, উৎকর্ষ বাংলা প্রকল্পের অধীনে তাঁদের প্রশিক্ষণ দিয়ে দক্ষতা অনুযায়ী কাজের ব্যবস্থা করা হবে। কেন্দ্র ১০০ দিনের কাজ’-এর টাকা দেওয়া বন্ধ রাখায় বিকল্প হিসেবে কর্মশ্রী প্রকল্প চালু করেছে রাজ্য। সেখানেও কাজ পাওয়া যাবে। মাসে মাসে আর্থিক সহায়তার পাশাপাশি তাঁদের খাদ্যসাথী এবং স্বাস্থ্যসাথী কার্ড করিয়ে দেবে রাজ্য। যাঁদের নিজস্ব বাড়ি নেই, তাঁদের কমিউনিটি সেন্টারে রাখার ব্যবস্থা করা হবে।