বাংলাহান্ট ডেস্ক:- মহাকাশের মাটিতে ভারতীয়ের পা আর বেশি দেরি নেই। চলতি বছরের ডিসেম্বরেই গগনযান (Gaganyaan) মিশনের পরীক্ষামূলক উত্ক্ষেপণ বলে জানিয়ে দিল ইসরো (ISRO)। নিজস্ব মানববাহী মহাকাশ অভিযানের জন্য প্রস্তুত ভারত (India), জানালেন সদ্য দেশে ফেরা নভশ্চর শুভাংশু শুক্লা (Shubhanshu Shukla)।
ভারতের গগনযান মিশন (Gaganyaan)
মহাকাশ গবেষণায় দুরন্তভাবে এগিয়ে চলেছে ভারত। চাঁদে পাড়ি দেওয়ার এবার মহাকাশে মানুষ পাঠানোর জন্য প্রস্তুত ভারত। ২০১৮ সালেই এই স্বপ্ন দেখার শুরু। সেই বছরের স্বাধীনতা দিবসের দিন অর্থাত্ ১৫ আগস্টের কর্মসূচী থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইসরোর প্রথম মানববাহী গগনযান প্রকল্পের কথা ঘোষণা করেন। এই মিশনের মূল পরিকল্পনা মহাকাশের ৪০০ কিমি কক্ষপথে মানুষ পাঠানো। সেই সময় ইসরোর চেয়ারম্যান ছিলেন কে সিভন।
তিনি জানিয়েছিলেন, ২০২২ সালেই এই অভিযান হবে। সেই মতো ইসরো পরীক্ষামূলক ভাবে মনুষ্যহীন গগনযানও পাঠায়। সেখানে ছোটোর থেকে ছোটো ডিটেইলড বিষয় খুঁটিয়ে দেখা হয়। খতিয়ে দেখা হয় কীভাবে মহাকাশে পাঠানোর পর মহাকাশচারীদের নিরাপদে পৃথিবীতে ফিরিয়ে আনা যায়। যদিও তারপর থেকে মিশন সম্পূর্ণ করতে বারংবারই বাধা প্রাপ্ত হয়েছে। বারবার পিছিয়ে গেছে মহাকাশ যাত্রা। এরপর অবশেষে ইসরোর তরফ থেকে ঘোষণা করা হয় এই মিশনে কাদের কাদের পাঠানো হবে। বেছে নেওয়া হয় চার নভশ্চরকে- বালাকৃষ্ণন নায়ার, অঙ্গদ প্রতাপ, অজিত কৃষ্ণন এবং শুভাংশু শুক্লা। অপেক্ষার অবসান ঘটিয়ে ভারত এবার মহাকাশে মনুষ্যবাহী গগনযান পাঠাতে পুরোপুরি প্রস্তুত বলে জানাল ইসরো।
গগনযানের জন্য প্রস্তুত ইসরো-
চলতি বছরের ডিসেম্বর মাসেই মহাকাশ যাত্রার জন্য গগনযানের প্রাথমিক স্তরে পরীক্ষামূলক অভিযান শুরু করা হবে বলে জানিয়েছেন ইসরো প্রধান ভি নারায়ণন। পাশপাশি বৃহস্পতিবারই নভশ্চর শুভাংশু শুক্লা সংবাদমাধ্যমে জানান, এবার মানুষের সঙ্গে মহাকাশ যাত্রা করতে ভারত সবরকমভাবে প্রস্তুত। এখন শুধু কিছুদিনের অপেক্ষা। তিনি আরও বলেন ‘এটা আমাদের প্রত্যেক ভারতীয়ের কাছে একটা বড় জয়। ইসরোর সাথে সাথে সারা ভারত এই স্বপ্ন বাস্তবায়িত করতে প্রস্তুত।‘ শুভাংশুর সুরে সুর মিলিয়ে অন্। আর এক নভশ্চর পি বালাকৃষ্ণনও একই কথা বলে তিনি বলেন, ‘এটা কোনও ছোটোখাটো কৃতিত্বের বিষয় নয়। এবার আমাদের সময় আসন্ন। ভারত প্রস্তুত মানববাহী গগনযান মহাকাশে পাঠাতে।‘ সম্প্রতি এই মিশনের অঙ্গ হিসেবে অ্যাক্সিওম-4 এ অংশ নিয়ে ১৮ দিন মহাকাশ স্টেশনে কাটিয়ে এসেছেন নভশ্চর শুভাংশু শুক্লা।
আরও পড়ুন:- ‘এটা লজ্জাজনক, ট্রুলি শকিং!’ SSC মামলায় সুপ্রিম কোর্টে মুখ পুড়ল স্কুল সার্ভিস কমিশনের
অ্যাক্সিওম-4 থেকে প্রাপ্ত অভিজ্ঞতা
গত ১৬ ই আগস্ট দেশে ফেরেন দেশের গর্ব ২১ শতকের নায়ক ও, নভশ্চর শুভাংশু শুক্লা। সম্প্রতি নাসার অ্যাক্সিয়ম-৪ মিশনে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যাত্রা করেন তিনি। সেখানে ১৮ দিন কাটিয়ে এসেছেন শুভাংশু। দেশে ফিরেই তাঁর সেখানকার নানা প্রত্যক্ষ ও নতুন অভিজ্ঞতা সম্পর্কে জানান তিনি। বর্তমান প্রজন্মের উদ্দেশে তিনি বলেন, তিনি কোনওদিন ভাবতেই পারেননি তিনি মহাকাশে পাড়ি দেবেন। তাই তিনি পারলে ভারতের বাকি ছেলেমেয়েরাও পারবে বলে জানান। তিনি আরও বলেন ভারতীয় মহাকাশ স্টেশন ও গগনযান সহ আরও অনেক নতুন প্রকল্পের পরিকল্পনা আমাদের রয়েছে।
শুভাংশু জানিয়েছে মহাকাশ স্টেশনে গিয়ে তিনি যা যা অভিজ্ঞতা অর্জন করেছেন তা সবই এই গগনযান মিশনে কাজে আসবে। যদি সব ঠিক থাকে এবং এই অভিযান সফল হয় তবে নিজস্ব প্রযুক্তিতে মহাকাশে মানুষ পাঠানোর দৌড়ে রাশিয়া, আমেরিকা, চিনের পরেই নাম খোদিত হবে ভারতের।