প্রেমে ছ্যাকা খেলে দাম কম, কাপলদের এক্সট্রা চার্জ! অযোধ্যায় নাম কুড়োচ্ছেন ‘বেওয়াফা সাথী চা-ওয়ালা’

বাংলাহান্ট ডেস্ক: ‘ঠুকরাকে মেরা পেয়ার মেরা ইন্তেকাম দেখেগি’। প্রেমে ছ্যাঁকা খেয়ে বলিউডের হিরোর  প্রতিশোধ দেখেছিল  গোটা দেশ। আর এবার সুরেন্দ্র বর্মা নামক এক চা ওয়ালার অভিনব ‘বেবাফাই’ এর সাক্ষী অযোধ্যা।  বর্তমানে রাম মন্দির নিয়ে চর্চার তুঙ্গে অযোধ্যা। আর সেখানের এক গলিতেই চলছে এই অদ্ভুত প্রতিশোধের খেলা।

গল্পের শুরু বছর তিনেক আগে। স্কুলে পড়তে পড়তেই এক কিশোরীর প্রেমে মজেন বছর উনিশের সুরেন্দ্র। তারপর স্বপ্নের মতন কাটে বছর দুই। কিন্তু দেখতে দেখতে ছন্দপতন ঘটে ভালোবাসায়। কোনও এক তৃতীয় ব্যক্তির আগমনে সুরেন্দ্রর মন ভাঙেন সেই কন্যে।

আরোও পড়ুন : সেনা মৃত্যুর বদলা নিল আমেরিকা! মধ্যরাতে ইরাক, সিরিয়ার ৮৫ জায়গায় হামলা, শেষ ১৮ জঙ্গি

আর এরপর থেকেই কঠোর প্রতিশোধের ব্রত নেন সুরেন্দ্র। অযোধ্যার রাম ঘাট চৌরা এলাকায় খুলে ফেলেন ‘বেওয়াফা সাথী চা ওয়ালা’ নামে একটা চায়ের দোকান। যেখানে চা খেতে আসা কপোত কপোতীদের গর্দান না গেলেও প্রেমের শাস্তি স্বরূপ গুনতে হয় অতিরিক্ত মাসুল।

আরোও পড়ুন : CAG রিপোর্টে ‘মিথ্যাচার’! মোদিকে চিঠি দিয়ে ক্ষোভে ফুঁসছেন মমতা

উল্টোদিকে প্রেমে ছ্যাঁকা খাওয়া মানুষদের জন্য আবার রয়েছে দেদার ডিসকাউন্ট। ভাঙা মন নিয়ে চা খেতে এলে দিতে হয় মাত্র ১০ টাকা। কিন্তু কী নিয়ম বিবাহিত যুগলদের জন্য? সুরেন্দ্রর কথায় ‘শাদি বরবাদি হ্যা’। তাই বিয়ের পর প্রেমের আশা আর থাকে না। ফলে বিবাহিতদেরও ছাড় দিতে কোনওই আপত্তি নেই তাঁর।

img 20240203 wa0001

বলিউডের শেখানো ভালোবাসার ছকে সবাই যখন নিজেদের আঁটাতে ব্যস্ত, ঠিক তখনই বাস্তবের রাজকুমার রাও হয়ে প্রেমের বিরুদ্ধে বিদ্রোহ হাঁকেন সুরেন্দ্ররা। মজার ছলে হলেও বুক ভাঙার দু:খের কথা বলে চলেন রোজ। কেউ শোনে, কেউ বা আবার চায়ের মাটির ভাঁড়টার সঙ্গে ছুঁড়ে ফেলে দেয় সব অনুভূতি। কীই বা করার ‘দিল তো পাগল হ্যা জি’।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর