টিকিটের নো চিন্তা, উৎসবের মরশুমে রেলের ধামাকা, ১২০০০ স্পেশ্যাল ট্রেনের ঘোষণা রেলমন্ত্রীর

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : শুরু হতে চলেছে উৎসবের মরশুম। সেপ্টেম্বর থেকেই দেশজুড়ে উৎসবের ধুম লেগে যাবে। আর এই সময়েই চাহিদা বাড়ে ট্রেনের (Indian Railways) টিকিটের। অনেকে ঘুরতে যায়, অনেকে আবার ছুটি নিয়ে নিজের বাড়ির উদ্দেশে রওনা হয়। এই সময়ে ট্রেনের টিকিট হয়ে ওঠে দুষ্কর। তাই যাত্রীদের সুবিধার্থে এবার বড় উদ্যোগ নিল ভারতীয় রেলওয়ে (Indian Railways)। উৎসবের মরশুমের জন্য ১২,০০০ স্পেশ্যাল ট্রেনের বন্দোবস্ত করছে রেল। দেশ জুড়ে চলবে এই ট্রেনগুলি। এই। এই ট্রেনগুলিতে থাকছে অতিরিক্ত বার্থের ব্যবস্থাও।

বড় ঘোষণা করলেন রেলমন্ত্রী (Indian Railways)

বুধবার বিহারের উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী এবং সাংসদ ডক্টর সঞ্জয় জয়সওয়ালদের সঙ্গে বৈঠক সারেন কেন্দ্রীয় রেলমন্ত্রী (Indian Railways) অশ্বিনী বৈষ্ণব। তারপরেই ঘোষণা করা হয় এই বিশেষ ট্রেনগুলির (Train)। রেলমন্ত্রী ঘোষণা করেন, চারটি অমৃত ভারত ট্রেন চালু করা হবে শীঘ্রই।

Indian railways announced special trains for festive season

স্পেশ্যাল ট্রেন চলবে উৎসবের মরশুমে: এই চারটি ট্রেন যুক্ত করবে দিল্লি-গয়া, সাহারসা-অমৃতসর, ছাপরা-দিল্লি এবং মুজফফরপুর-হায়দ্রাবাদ। পাশাপাশি পূর্ণিয়া-পটনা রুটে একটি বন্দে ভারত চালু করার কথা ঘোষণা করা হয়েছে। রেলমন্ত্রী (Indian Railways) ঘোষণা করেন, দিওয়ালি এবং ছট পুজোর জন্য ১২,০০০ স্পেশাল ট্রেন পরিষেবার আয়োজন করা হচ্ছে। যাত্রী পরিষেবার ক্ষেত্রে যাতে কোনও সমস্যা না হয়, সেকথা মাথায় রেখেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে খবর। উৎসবের মরশুম শেষে যাতে যাত্রীদের ফিরতেও কোনও সমস্যা না হয় সেই ব্যবস্থাও নেওয়া হয়েছে।

আরও পড়ুন : মেট্রোর বদলে শহরজুড়ে চলবে এসি লোকাল ট্রেন? দুই রেকের মধ্যে কী পার্থক্য জানেন!

টিকিটেও থাকছে ছাড়: শুধু স্পেশ্যাল ট্রেন নয়, উৎসবের মরশুমে টিকিটে অতিরিক্ত ছাড়ের ঘোষণাও করেছে ভারতীয় রেলওয়ে। পুজোর আগেই রাউন্ড ট্রিপ প্যাকেজ শুরু করছে ভারতীয় রেল (Indian Railways)। এই প্যাকেজে যাওয়া আসার টিকিট একসঙ্গে কাটলে মিলবে ২০ শতাংশ ছাড়। রেল (Indian Railways) সূত্রে খবর, ১৩ ই অক্টোবর থেকে ১ লা ডিসেম্বর পর্যন্ত মিলবে এই ছাড়ের সুবিধা। আগামী ১৪ ই অগাস্ট থেকে শুরু হবে প্যাকেজের জন্য টিকিট বুকিং। চলবে ২৬ শে অক্টোবর পর্যন্ত।

আরও পড়ুন : পুজোয় চমকাবে ভাগ্য, টানা ৬ দিন ধরে নিম্নমুখী দাম, অগাস্টেই রেকর্ড সস্তা হবে সোনা?

যারা পুজোর পরে ঘুরতে যেতে চান তারা ১৪ ই অগাস্টের পরেই আগাম টিকিট বুক করে রাখতে পারেন। ১৭ ই নভেম্বর থেকে ১ লা ডিসেম্বর পর্যন্ত রিটার্ন টিকিট বুক করা যাবে। তাই রিটার্ন টিকিটও কেটে রাখতে হবে ওই সময়েই।