বিয়ের পর থেকেই গায়েব, দু বছর ধরে কাজ পাচ্ছেন না সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী!

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : বিয়ের পরেই কি কেরিয়ার শেষ হয়ে যায় অভিনেতা অভিনেত্রীদের? বর্তমানে বহু তারকাই এই ধারণা ভুল প্রমাণিত করছেন। কিন্তু খাস টেলিপাড়ার এক অভিনেত্রীই (Serial) বিয়ের পর থেকে দু বছর ধরে কার্যত কর্মহীন। পছন্দমতো চরিত্র আর পাচ্ছেন না। অথচ বাংলা সিরিয়ালের (Serial) যথেষ্ট জনপ্রিয় অভিনেত্রী তিনি। কেন এমন পরিস্থিতি?

কাজ না পাওয়ার অভিযোগ করেছেন সিরিয়ালের (Serial) অভিনেত্রী

ছোটপর্দার (Serial) জনপ্রিয় অভিনেত্রী পায়েল দেব। বিয়েও করেছেন সম্প্রতি। তারপর থেকেই আর পাচ্ছেন না পছন্দমতো কাজ। অনেকেই মনে করছেন, হয়তো বিয়ের পর সংসার নিয়ে ব্যস্ত তিনি। কিন্তু আদতে তা নয়। পায়েল ভেবেছিলেন সংসারের সঙ্গে সঙ্গে অভিনয়টাও চালিয়ে নিয়ে যাবেন। কিন্তু হঠাৎ করে পছন্দসই চরিত্র কেন পাচ্ছেন না তিনি?

This serial actress cant find job for last two years

কেন কাজ পাচ্ছেন না পায়েল: সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে পায়েল (Serial) বলেন, ইন্ডাস্ট্রিতে শোনা যায়, শাসক দলের ঘনিষ্ঠ হলে নাকি সহজে কাজ পাওয়া যায়। কিন্তু তার ক্ষেত্রে বিষয়টা উলটো। রাজ্যের শাসক দলের সঙ্গে যুক্ত। টিকিট পাওয়ার লোভে নয়, বরং ভালোবেসেই রাজনীতি করতে চান বলে জানান অভিনেত্রী। তবে তিনি স্বীকার করেছেন, এখন তাঁর ওজন বেশ খানিকটা বেড়ে গিয়েছে। সেটাই কি তবে কাজ না পাওয়ার কারণ?

আরও পড়ুন : টিকিটের নো চিন্তা, উৎসবের মরশুমে রেলের ধামাকা, ১২০০০ স্পেশ্যাল ট্রেনের ঘোষণা রেলমন্ত্রীর

যেকোনো চরিত্রেই রাজি: যদিও পায়েলের কথায়, তেমন হলে বেশি বয়সের চরিত্রে অভিনয়ের জন্যও তিনি রাজি আছেন। কিন্তু মাসি, পিসি, বৌদির চরিত্রও তিনি পাচ্ছেন না। এ প্রসঙ্গেই পায়েল জানান, ইন্ডাস্ট্রিতে (Serial) কুপ্রস্তাব পেয়েছেন তিনি। ফিরিয়েও দিয়েছেন তা। পরে সেই ব্যক্তি তাঁকে কাজ পাওয়া থেকে আটকেছেন, তা জানতে পেরেছেন পায়েল।

আরও পড়ুন : শুক্র থেকেই চালু পরিষেবা, নতুন তিন রুটে প্রথম ও শেষ মেট্রো কখন? জানাল কর্তৃপক্ষ

অভিনেত্রী বলেন, গত দুবছর ধরে তিনি অভিনয় থেকে দূরে রয়েছেন। তাঁর সবকিছুই রয়েছে। অভাব নেই কিছুর। তবুও যেন অভাব রয়ে গিয়েছে। দ্রুত এই পরিস্থিতি কাটিয়ে কাজে ফিরতে চান পায়েল।