এবারও মোদীর সভায় আমন্ত্রণ পেলেন না দিলীপ, ইঙ্গিতপূর্ণ মন্তব্য শমীকের

Published on:

Published on:

Shamik Bhattacharjee hints at BJP high command’s discussion on Dilip Ghosh

বাংলা হান্ট ডেস্কঃ নতুন মেট্রো রুট উদ্বোধনে শুক্রবার কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদীর আগমনকে ঘিরে ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে তোড়জোড়। এদিনের সভায় উপস্থিত থাকবেন একাধিক নেতা-মন্ত্রীরা। কিন্তু দিলীপ ঘোষ থাকবেন কি? তিনি কি আমন্ত্রণ পেয়েছেন? রাজনৈতিক মহলে এই প্রশ্ন ঘুরপাক খাওয়ার মধ্যেই সামনে এল খবর। সূত্রের খবর, বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে আবারও আমন্ত্রণ জানানো হয়নি। বিষয়টি ঘিরে ফের রাজনৈতিক মহলে জোর গুঞ্জন শুরু হয়েছে। তবে বিষয়টি নিয়ে সম্প্রতি ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন বর্তমান রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য (Shamik Bhattacharjee)।

‘আমন্ত্রণ পাইনি’, জানিয়েছেন দিলীপ নিজেই

আজ অর্থাৎ শুক্রবার দমদম সেন্ট্রাল জেলের মাঠে সরকারি অনুষ্ঠান এবং সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপির সমস্ত নেতা-মন্ত্রীরা এদিন প্রধানমন্ত্রীর সভার উপস্থিত থাকলেও, এদিন মঞ্চে দেখা যাবে না দিলীপ ঘোষ কে। উল্লেখ্য, এর আগে অমিত শাহের কলকাতা সফরেও দিলীপ ঘোষ আমন্ত্রণ পাননি। এবারও একই ঘটনা ঘটায় রাজনৈতিক মহলে আবারও জল্পনা ছড়িয়েছে। দিলীপ ঘোষ নিজে জানিয়েছেন, তিনি আমন্ত্রণ পাননি।

শমীক ভট্টাচার্যের (Shamik Bhattacharjee) ইঙ্গিতপূর্ণ মন্তব্য

বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে শমীক ভট্টাচার্য (Shamik Bhattacharjee) বলেন, “পাহাড় থেকে সমুদ্র দিলীপ ঘোষকে আবারও তাঁর মত করেই দেখতে পাওয়া যাবে। দিলীপ ঘোষের বিষয়টি এখন কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনা।” এর পাশাপাশি তিনি জানান, পুজোয় বাংলায় প্রধানমন্ত্রীর সফর সম্ভব নয়, কারণ সেই সময় তাঁর নিউইয়র্কে আমন্ত্রণ রয়েছে।

মোদীর হাতধরে নতুন মেট্রো উদ্বোধন কলকাতায়

কলকাতায় শুক্রবার মোদীর হাত ধরে একইসঙ্গে তিনটি নতুন রুটে মেট্রোর যাত্রা শুরু হতে চলেছে। হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ, নোয়াপাড়া থেকে কলকাতা বিমানবন্দর এবং নিউ গড়িয়া থেকে বেলেঘাটা, এই তিনটি রুটের আজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভোটের আগে এই প্রকল্পকে ঘিরে জোর চর্চাও শুরু হয়েছে।

Shamik Bhattacharjee hints at BJP high command’s discussion on Dilip Ghosh

আরও পড়ুনঃ পিছিয়ে যেতে পারে SSC নিয়োগের পরীক্ষা, চাকরিহারাদের আর্জিতে কী বলল সুপ্রিম কোর্ট?

প্রধানমন্ত্রীর সফর এবং নতুন মেট্রো উদ্বোধন রাজ্যে ভোটের আবহকে আরও সরগরম করে তুলেছে। তবে দিলীপ ঘোষকে বাদ দেওয়া এবং শমীক ভট্টাচার্যের (Shamik Bhattacharjee) বক্তব্য রাজনৈতিক মহলে নতুন জল্পনা ছড়িয়েছে। কেন্দ্রীয় নেতৃত্ব এখন দিলীপ ঘোষ কে নিয়ে কী সিদ্ধান্ত নেবে সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।