বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে রাজ্য রাজনীতিতে শাসক দলের সবথেকে প্রধান দুই মুখ হলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। কিন্তু, বেশ কিছুদিন ধরেই একটা বিষয়ে রীতিমতো বিভ্রান্তি তৈরি হয়েছে। শুধু তাই নয়, বাংলায় শাসক দলের অন্দরে সব ঠিকঠাক চলছে কি না এই প্রসঙ্গেও বিগত দু-তিন মাস ধরে চলছে একাধিক গুঞ্জন। অনেকেই মনে করছেন যে, হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে কোনো বিষয়ের পরিপ্রেক্ষিতে মতান্তর ঘটছে।
যদিও, একাংশ আবার মনে করছেন যে, হয়তো কৌশলগত কারণেই আপাতত কিছুটা দূরে রয়েছেন অভিষেক। কিন্তু, শনিবারে এমন কিছু বিষয় পরিলক্ষিত করা গেল যাতে মমতা-অভিষেকের বিষয়ে জল্পনার রেশ কিন্তু বজায় থাকল। মূলত, শনিবার রেড রোডে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার বকেয়া পাওনার দাবিতে আন্দোলন চলে। কিন্তু এহেন কর্মসূচিতে সন্ধ্যে পর্যন্ত সেখানে দেখা মিলল না অভিষেকের।
ঠিক এই আবহেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিসতুতো বোন অদিতি গায়েনের একটি টুইট নজর কেড়েছে সবার। পাশাপাশি, তাঁর ওই “ইঙ্গিতপূর্ণ” টুইট উঠে এসেছে আলোচনার কেন্দ্রবিন্দুতেও। অদিতি টুইটে লিখেছেন, “যোগ্য ব্যক্তিরা স্থান পায় না, অযোগ্য ব্যক্তিদের নিয়ে ঘর সাজায়!” এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, অদিতি তৃণমূলের সোশাল মিডিয়া টিমের গুরুত্বপূর্ণ সদস্যা। তাঁকে “পুন্যি” বলে ডাকেন মমতা।
যোগ্য ব্যক্তিরা স্থান পায় না,
অযোগ্য ব্যক্তিদের নিয়ে ঘর সাজায়— Aditi Gayen (@AditiG_Official) February 3, 2024
এদিকে, আন্দোলনের ক্ষেত্রে দাদা অভিষেকের অনুপস্থিতির দিনে অদিতির এই টুইট নিয়েই চলছে জোর আলোচনা। প্রসঙ্গত উল্লেখ্য যে, শাসক দলের মধ্যে শুধুমাত্র আনুগত্য প্রদর্শনের মাধ্যমে পদ পাওয়ার বিষয়টি বহুদিন ধরেই পর্যবেক্ষণ করছেন অভিষেক। শুধু তাই নয়, ২০১৬ সালের মন্ত্রিসভার শপথ গ্রহণের দিনও এই প্রসঙ্গে একটি ইঙ্গিতপূর্ণ টুইট করেন অভিষেক।
আরও পড়ুন: কপাল খুলল সরকারি কর্মচারীদের! আর করতে হবেনা DA-র অপেক্ষা, অবশেষে সামনে এল সেই সুসংবাদ
আর এখন হয়তো সেই বিষয়টিই তিনি বোঝাতে চাইছেন যে, দলে যোগ্যতার ভিত্তিতে পদের বন্টন হচ্ছে না। এদিকে, অভিষেকের ঘনিষ্ঠ সূত্রে বলা হচ্ছে, শুধুমাত্র আনুগত্য দেখিয়ে সত্তর পার করা নেতারাও সাংসদ হয়ে রয়েছেন। যেখানে সাংগঠনিক কাজে তাঁদের কোনো ভূমিকা নেই বললেই চলে। জানিয়ে রাখি যে, বাংলার বকেয়া পাওনার দাবিতে দুর্গাপুজোর সময় প্রথমে দিল্লিতে এবং পরে কলকাতায় রাজভবনের সামনে ধর্নায় বসেছিলেন স্বয়ং অভিষেক। যেই আন্দোলন প্রভাবও ফেলেছিল বলে দাবি করেন তাঁর ঘনিষ্ঠরা।
আরও পড়ুন: পেট্রোল-CNG-র চেয়েও চলবে সস্তায়! খরচের চিন্তা কমিয়ে দেবে নতুন WagonR, রয়েছে দুর্দান্ত ফিচার্স
পাশাপাশি, পুজোর মধ্যেও অভিষেক সেই ধর্না চালিয়ে যেতে চাইলেও মমতা বন্দ্যোপাধ্যায় তাতে রাজি ছিলেন না। যে বিষয়টিতে অভিমান ছিল অভিষেকের। অন্তত এমনটাই মনে করেন তাঁর ঘনিষ্ঠরা। এমতাবস্থায়, অনেকে মনে করছেন সেই কারণেই হয়তো আজকের ধর্নায় তাঁকে দেখা যায়নি। তবে, জানা গিয়েছে যে, অভিষেক সংসদের বাজেট অধিবেশনের জন্য দিল্লিতে গিয়েছিলেন। কিন্তু, গত শুক্রবার সংসদ মুলতবি হয়ে যাওয়ার পর এখনও তিনি কলকাতায় ফেরেননি।