বাংলা হান্ট ডেস্ক: আজকাল হাজার রকমের প্রডাক্ট মেখে চুলের বারোটা বাজছে সবার। সেই অবস্থা থেকে চুলকে বাঁচাতে ব্যবহার করছে আবারো কেমিক্যাল প্রডাক্ট। যা মেখে উপকার পাওয়ার থেকে চুল আরও রুক্ষ হয়ে যাচ্ছে। তবে আপনারা জানূন কি! চুলের যত্ন নিতে এখন আর কেমিক্যাল প্রোডাক্ট ব্যবহার না করলেও হবে। বিশেষজ্ঞদের মতে, গ্ৰিন কফি যদি চুলে ব্যবহার করা হয়। তাহলে আপনি হেলদি চুল নিমেষে পাবেন (Hair Care)।
চুলের যত্ন নিতে ব্যবহার করুন গ্ৰিন কফি, তারপর দেখুন ম্যাজিক (Hair Care)
সামনেই পুজো। কিন্তু অনবরত চুল ঝরছে আপনার। কি করবেন বুঝতে পারছেন না। তার ওপর চুলের যত্ন (Hair Care) নিতে কি আপনি ব্যয়বহুল কেমিকাল প্রোডাক্ট ও কিনছেন। কিন্তু তাতে কি উপকার পাচ্ছেন সেভাবে।
এই বিষয়ে বিশেষজ্ঞরা জানাচ্ছেন, চুলের যত্ন নিতে কেমিক্যাল প্রোডাক্টের থেকে প্রাকৃতিক উপাদানও উপর ভরসা রাখা ভালো। তাছাড়া নেট মাধ্যমে আজকাল শোনা যায়, সবুজ কফির ব্যবহার করলে চুল ভালো থাকে। তাই এবার থেকে চুলের যত্ন নিতে ব্যবহার করতে পারেন সবুজ কফি।
আরও পড়ুন: পকেট ফ্রেন্ডলি পাহাড়ি ট্যুর! এবার পুজোয় ঘুরে আসুন উত্তরবঙ্গের এই ৪টি অফবিট জায়গা থেকে
কেন সবুজ কফির দানা উপকারী?
- সবুজ কফির ডানার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টঅক্সিড্যান্ট। যা চুলের গোড়া শক্ত করতে সাহায্য করে।
- মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়াতেও সাহায্য করে সবুজ কফি।
কিভাবে ব্যবহার করবেন এটি?
সবুজ কফির দানার জল মাথা ধুতে পারেন। অথবা সবুজ কফির দানা এক কাপ জলে ফুটিয়ে নিন। এরপর ঠান্ডা হয়ে গেলে থেকে শ্যামপুর পরে মাথায় ঢেলে হালকা করে মালিশ করে নিন। পাঁচ মিনিট রেখে নরমাল জল দিয়ে ধুয়ে ফেলুন। এতে আপনার চুলের গোড়া শক্ত হবে ও উজ্জ্বল হবে। বা, অলিভ অয়েলের সঙ্গে গ্রিন কফির গুঁড়ো মিশিয়ে তৈরি করে ফেলুন এক্সফোলিয়েটর। শ্যাম্পু করার আগে মাথায় মেখে নিন (Hair Care)।
কতবার এটি ব্যবহার করা উচিত?
বিশেষজ্ঞদের মতে, এটা কি আপনি সপ্তাহে দুবার ব্যবহার করতে পারেন। বেশি ব্যবহার করলে মাথার ত্বক শুষ্ক হয়ে যেতে পারে। মাথায় রাখবেন সব সময় টাটকা কফির গুঁড়ো ব্যবহার করতে হবে। প্রথমে মাথার ত্বকে অল্প জায়গায় লাগিয়ে আগে দেখে নেবেন কোন সমস্যা হচ্ছে কিনা। তারপরে এটিকে ব্যবহার করবে।
(Disclaimer: এই প্রতিবেদনটি শুধুমাত্র তথ্যের জন্য। কোনও ওষুধ বা চিকিৎসা সংক্রান্ত নয়। বিস্তারিত তথ্যের জন্য আপনারা চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন।)