বাংলা হান্ট ডেস্ক: সারাদিনে ব্যস্ততায় বাড়ির সমস্ত কোন ধুলাবালি জমে একাকার। পরিষ্কার করতে গেলে এক চ্যালেঞ্জিং বিষয় হয়ে দাঁড়ায়। সেখানে দাঁড়িয়ে গৃহস্থলীর জিনিসপত্র পরিষ্কার করতে গেলে চোখ বন্ধ করে ভরসা রাখতে পারেন ঘরোয়া কিছু উপকরণে। গৃহস্থলীর বিভিন্ন জিনিসপত্র পরিষ্কার করতে ব্যবহার করুন লেবু ও নুন। কীভাবে ব্যবহার করবেন এটি জানুন (Household Tips)।
নুন আর লেবুর জাদু, সহজেই মিলবে বহু সমস্যা সমাধান (Household Tips)
জামা কাপড়ে যদি কোন জেদি দাগ লেগে থাকে। সেটি ওঠাতে অনেক রকম চেষ্টা করেন আপনি। কিন্তু কিছুতেই বুঝে উঠতে পারেন না কীভাবে ওঠাবেন এই দাগটি। সে ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন লেবু ও নুন। বেশ কিছুক্ষণ ওই দাগের মধ্যে লেবু ও নুন ভালোভাবে মিশিয়ে রাখুন তারপর দেখুন ম্যাজিক (Household Tips)।
আরও পড়ুন: ওজন কমাতে চান! কাজে দেবে এই তিনটি সবজির বিশেষ রস, পুজোর আগে ফিট হওয়ার টিপস
ঘরের কোনায় অনেক সময় কালো দাগ পড়ে যায়। সেই দাগ তুলতে ব্যবহার করতে পারেন এটি। এটি ব্যবহার করলে একদিকে যেমন কালো ছোপ ও দাগ উঠে যাবে। অপরদিকে এটি ব্যাকটেরিয়া মারতে সাহায্য করবে।
অনেক সময় দেখা যায়, রান্নাঘরে তেলচিটে পড়ে গিয়েছে। সেই সেই তেলচিটে থেকে মুক্তি পেতে ব্যবহার করতে পারেন লেবু ও নুনের মিশ্রণটি। এর ফলে আপনার রান্নাঘর পরিষ্কার হবে পাশাপাশি খরখরে হবে।অথবা আপনি লেবু ও নুনের মিশ্রণ ব্যবহার করতে পারেন পুরা বাসনে। এটি পড়া বাসনের দাগ তুলতে সাহায্য করে।