বাংলাহান্ট ডেস্ক : বেশ কিছুদিন আগেই বিবাহবিচ্ছেদের কথা ঘোষণা করেছেন অভিনেত্রী সুস্মিতা রায়। চক্রবর্তী পরিবারের থেকে আলাদা হয়ে গিয়েছেন তিনি। স্বামীর সঙ্গে তাঁর পেশা ভিন্ন হলেও প্রাক্তন দেওর সায়ক চক্রবর্তীর (Sayak Chakraborty) সুস্মিতার মতোই অভিনয় ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত। আগে পরস্পরের ভিডিওতে প্রায়ই দেখা মিলত দুজনের। কিন্তু সুস্মিতার বিচ্ছেদ ঘোষণার পরেই বন্ধ হয়েছে দেখাসাক্ষাৎ।
সুস্মিতার উপরে অভিমান সায়কের (Sayak Chakraborty)
কিছুদিন আগেই পালিত হয়েছে রাখিবন্ধন উৎসব। এদিন তাঁর বারেবারে মনে পড়েছে প্রাক্তন বৌদির কথা। সংবাদ মাধ্যমকে অভিনেতা জানান, রাখির দিন অফিসের সকলকে রাখি পরিয়েছিলেন সুস্মিতা। কিন্তু সায়কের (Sayak Chakraborty) কাছে আসেনি একটি ফোনও। সায়ক বলেন, কষ্ট হয়েছিল ঠিকই সেদিন। তবে সবকিছু মেনে নিয়ে এগিয়ে যাওয়ার নামই তো জীবন।
সুস্মিতার কেরিয়ারে তাঁর অবদান: অনেকেই জানেন না, সুস্মিতার কেরিয়ারের ক্ষেত্রে সায়কেরও (Sayak Chakraborty) বড় অবদান রয়েছে। অভিনয়, ভ্লগিং এর দৌলতে বিজ্ঞাপনের অনেক কাজ পান তিনি। সেই সূত্রেই সুস্মিতাকেও যোগাযোগ করিয়ে দিয়েছিলেন তিনি। বৌদির সঙ্গে সম্পর্কটা প্রাক্তন হয়ে গেলেও পুরনো স্মৃতি আজও মনে ভিড় করে সায়কের (Sayak Chakraborty)। তবে সেসব সঙ্গে নিয়েই এগিয়ে চলেছেন তিনি।
আরও পড়ুন : উলটপুরাণ! দাম অর্ধেকেরও কম, ভারতীয় ইলিশ কিনতে হুড়োহুড়ি খাস বাংলাদেশের বাজারে
কেন ভাঙল বিয়ে: কেন আলাদা হয়ে গেলেন সব্যসাচী সুস্মিতা? তাঁদের বিয়ে ভাঙার কারণ নিয়ে কম জলঘোলা হয়নি। কিন্তু সায়ক (Sayak Chakraborty) জানান, এ বিষয়ে তিনি কিছু জানান না। আলাদা বাড়িতে থাকেন তাঁরা। তবে সবটা মেনে নিয়েই এগিয়ে যাচ্ছেন তিনি।
আরও পড়ুন : ১ ঘন্টার পথ পৌঁছানো যাবে মাত্র ৯ মিনিটে! ব্লু-গ্রিন-ইয়েলো-পার্পল, কোন লাইনের মেট্রো কোনদিকে যায় জানেন?
প্রসঙ্গত, এর আগে সুস্মিতার জন্মদিনে শেষ শুভেচ্ছা জানিয়ে সব্যসাচী লেখেন, ‘আমরা আলাদা হচ্ছি। কিছু জিনিস দু তরফে মিলল না, মন খারাপ দু তরফেই। সেটা কাটিয়েই এগিয়ে যাওয়া হোক’। জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে সায়ক (Sayak Chakraborty) লেখেন, ‘ভালো থাকিস, আর কূটনি বৌদি বলে ডাকা হবে না’।