‘এমন দেশকি চায় মানুষ?’ কেজরীওয়ালকে কাঠগড়ায় তুলে নতুন বিলের সওয়াল শাহের

Published on:

Published on:

Amit Shah explains why Sacked Jailed CM Bill is needed

বাংলা হান্ট ডেস্কঃ দিল্লির বিতর্কিত ১৩০ তম সংবিধান সংশোধনী নিয়ে ফের মুখ খুললেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। শুক্রবার কেরলে এক অনুষ্ঠানে গিয়ে তিনি স্পষ্ট বলেন, কেন এই বিল সংসদে প্রয়োজন। বক্তব্য রাখতে গিয়ে তিনি সরাসরি তুলে আনেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের নাম।

কেজরিওয়ালের প্রসঙ্গ তুলে বিলের প্রয়োজনীয়তা বোঝালেন অমিত শাহ (Amit Shah)

এদিন অমিত শাহ (Amit Shah) বলেন, স্বাধীনতার পর ৭৫ বছরে যা হয়নি, তাই ঘটালেন অরবিন্দ কেজরিওয়াল। তিহাড় জেল থেকে বসে দিল্লির সরকার চালালেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রীর মতে, এটা সাংবিধানিক নৈতিকতার পরিপন্থী।

কেরলে এক সংবাদমাধ্যমে অমিত শাহ (Amit Shah) বলেন, “এই দেশের মানুষ কি এমন একজন মুখ্যমন্ত্রী চান, যিনি জেলে বসে সরকার চালাবেন? এটা আমরা কী নিয়ে আলোচনা করছি? এটা আসলে নৈতিকতাকে প্রশ্নের মুখে ফেলে দেওয়া। এখন বিরোধীরা প্রশ্ন করছেন, কেন এই আইন আগে সংবিধানে নিয়ে আসা হয়নি? সংবিধান খসড়া তৈরির সময় সত্যি কি কেউ কোনও দিন ভেবেছিল যে জেলে বসেও সরকার চালানো যাবে?”

এরপরেই কেজরিওয়ালের জেল যাওয়ার প্রসঙ্গ টেনে ফের অমিত শাহ (Amit Shah) বলেন, “এই তো কয়েক দিন আগের ঘটনা, জেল থেকে বসেই এক মুখ্যমন্ত্রী সরকার চালালেন। আর এরপরেও আমরা সংবিধান সংশোধন করব না? আমাদের তো কখনও এমন পরিস্থিতির মুখে পড়তে হয়নি। আর কেজরিওয়াল পদত্যাগ না করলে উনি আজও বদলাতেন না।”

Amit Shah explains why Sacked Jailed CM Bill is needed

আরও পড়ুনঃ নির্ধারিত দিন মেনেই এগোবে SSC শিক্ষক নিয়োগ পরীক্ষা, জানাল কমিশন

অমিত শাহের (Amit Shah) বক্তব্য থেকে স্পষ্ট, বিজেপি নেতৃত্ব এই সংবিধান সংশোধনীকে শুধুই রাজনৈতিক বিতর্ক নয়, বরং সাংবিধানিক নৈতিকতার প্রশ্ন হিসেবেই দেখছে। আর কেজরিওয়ালের ঘটনাকেই সামনে রেখে বিলের প্রয়োজনীয়তা বারবার তুলে ধরছে কেন্দ্র।