বাংলা হান্ট ডেস্ক : হালফিলের সময়ে পশ্চিমবঙ্গ (Weat Bengal) আর বেকারত্ব (Unemployment) যেন একে অপরের সমর্থক। রাজ্যের লাখ লাখ যুবক যুবতী পড়াশোনা শেষ করে চাকরির জন্য হন্যে হয়ে ঘুরছে। তবে এবার বোধহয় তাদের অপেক্ষার অবসান হওয়ার পালা। আসন্ন নির্বাচনকে সামনে রেখে এবার একটি নয় তিন তিনটি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
লোকসভা নির্বাচনের নির্ঘন্ট এখনও প্রকাশ না হলেও শাসক এবং বিরোধী সকলেই নিজ নিজ রণনীতি সাজাতে ব্যস্ত। গেরুয়া শিবিরের প্রচার প্রস্তুতি যে অলমোস্ট সারা সেকথা বলাই বাহুল্য। লোকসভা নির্বাচনে রাজ্যের মতিগতিও সেদিকেই ঝুঁকে। এমতাবস্থায় কয়েক হাজার পদে কর্মসংস্থানের (Employment) ঘোষণা করে সকলকে চমকে দিয়েছেন তৃণমূল নেত্রী।
তবে নির্বাচনের কারণেই হোক কী রাজ্যের বেকার যুবক যুবতীদের কথা চিন্তা করেই হোক, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ঘোষণায় অনেকটাই স্বস্তির নিঃশ্বাস ফেলেছে বাংলার বেকার যুবক যুবতীরা। এইদিন মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, খুব শীঘ্রই রাজ্যের স্কুলগুলিতে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে।
আরও পড়ুন : ভেঙে গুঁড়িয়ে দিয়েছিলেন মসজিদ, সেই আদবানিকেই ভারতরত্ন খেতাব! রেগে বোম মুসলিম পক্ষ
এর আগে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, পশ্চিমবঙ্গের স্কুলগুলিতে ৬০ থেকে ৭০ হাজার শিক্ষক পদ খালি রয়েছে। তবে আদালতের হস্তক্ষেপের কারণে সেইসব পদে নিয়োগ সম্ভব হচ্ছেনা। আর এবার তিনি আশ্বাস দিয়ে বলেছেন এই বিষয়ে হতাশ না হতে। এছাড়াও মালদা সফরে গিয়ে তিনি জানিয়েছিলেন, শিক্ষক পদে আরও অনেক নিয়োগ হবে।
আরও পড়ুন : বাবা হলেন দুর্নিবার, ঐন্দ্রিলার কোল জুড়ে এল নতুন অতিথি, ছেলে হল না মেয়ে?
শিক্ষকের পাশাপাশি পুলিশ, কনস্টেবল এবং সরকারি হাসপাতালগুলিতে নার্স পদেও অনেককে চাকরি দেওয়া হবে বলে ঘোষণা করেন তিনি। আর তাই চাকরিপ্রার্থীদের চাকরির বিজ্ঞপ্তির জন্য সবসময় সচেতন থাকার নির্দেশ দিয়েছেন তিনি। বিজ্ঞপ্তি এলেই ফর্ম ভরার কথা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও ঠিক কবে বিজ্ঞপ্তি বেরোবে এবং আদৌ এই নিয়োগ সম্পূর্ণ হবে কী না তা অজানা।