দেশের সবথেকে গরিব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কত সম্পত্তির মালিক? সবথেকে ধনী কে জানেন?

Published on:

Published on:

mamata banerjee(5)

বাংলা হান্ট ডেস্কঃ দেশের সবথেকে দরিদ্র মুখ্যমন্ত্রীর তকমা পেলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)৷ অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্ম (ADR)-এর রিপোর্ট বলছে, পশ্চিমবঙ্গের (West Bengal) মুখ্যমন্ত্রীর মোট সম্পত্তির পরিমাণ ১৫ লক্ষ টাকা। যা দেশের অন্য সকল মুখ্যমন্ত্রীর থেকে সবচাইতে কম।

দেশের দরিদ্রতম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় | Mamata Banerjee

গরিব মুখ্যমন্ত্রীদের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর পরেই স্থান তার। ৫৫ লক্ষ টাকার সম্পদের অধিকারী তিনি। তৃতীয় স্থানে রয়েছেন কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। তিনি ১ কোটিরও বেশি সম্পদের অধিকারী।

ধনী মুখ্যমন্ত্রীদের তালিকায় এক নম্বরে রয়েছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু। তিনি ৯৩১ কোটি টাকারও বেশি সম্পদের মালিক। দ্বিতীয় স্থানে রয়েছেন অণাচলপ্রদেশের পেমা খাডুর স্থান নাইডু। ৩৩২ কোটি টাকার সম্পত্তি রয়েছে তার কাছে।

এই সমস্ত তথ্য দেশের মুখ্যমন্ত্রীরা নিজেদের রাজ্যের গত বিধানসভা নির্বাচনের আগে যে হলফনামা দাখিল করেছিলেন তার ভিত্তিতে তৈরি করা হয়েছে। উল্লেখ্য, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পদ সংক্রান্ত তথ্য ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত ভবানীপুর উপনির্বাচনের আগে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামার উপর ভিত্তি করে বিশ্লেষণ করা হয়েছে।

Mamata Banerjee

আরও পড়ুন: DA মামলার পরবর্তী শুনানির আগেই বড় পরিবর্তন! প্রভাব পড়বে মামলায়? রাজ্য সরকারি কর্মীদের জন্য আপডেট

২০২১ সালের হলফনামা অনুযায়ী, সেই সময় মমতার হাতে ছিল নগদ ৬৯,২৫৫ টাকা এবং ব্যাংক অ্যাকাউন্টে ছিল ১৩.৫ লক্ষ টাকা, যার মধ্যে ১.৫ লক্ষ টাকা নির্বাচনী খরচের জন্য নির্দিষ্ট একটি অ্যাকাউন্টে জমা ছিল। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনের আগে জমা দেওয়া হলফনামায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মোট সম্পত্তির পরিমাণ ছিল ৩০.৪ লক্ষ টাকা।