বাংলা হান্ট ডেস্কঃ পশ্চিমবঙ্গের (West Bengal) ভোটার বিন্যাসে বড় পরিবর্তন আসতে চলেছে। খবর রাজ্যে বিধানসভা ভোটের আগে বাড়ানো হচ্ছে প্রায় ১৪ হাজার বুথ। এর ফলে রাজ্যে বুথের সংখ্যা দাঁড়াবে প্রায় ৯৪ হাজার। এই নতুন বুথ বিন্যাস নিয়ে আলোচনার জন্য সর্বদলীয় বৈঠক ডাকল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দপ্তর। সূত্রের খবর, বৈঠকটি হবে আগামী ২৯ অগস্ট, শুক্রবার বিকেল সাড়ে ৩টেয়, সিইও দপ্তরে।
রাজ্যে বুথ বাড়ার সাথে সাথে চাপও বাড়ছে রাজনৈতিক মহলে | Number of voting booths increasing in West Bengal
সূত্রের খবর, রাজ্যে (West Bengal) যে যে বুথে ১২০০-র বেশি ভোটার রয়েছে, তা ভেঙেই তৈরি হবে নতুন বুথ। ইতিমধ্যেই কোথায় কোথায় বুধ বাড়ানো যেতে পারে তা চিহ্নিত করা হয়েছে। সর্বদল বৈঠকে এই সিদ্ধান্ত নিয়ে আলোচনা হবে এবং রাজনৈতিক দলের মতামত শোনা হবে বলে জানা যাচ্ছে। বর্তমানে রাজ্যে বুথের সংখ্যা ৮০ হাজারের সামান্য বেশি। এবার যদি আরও ১৪ হাজার বুথ যুক্ত হয়, তবে তা দাঁড়াবে ৯৪ হাজারে। রাজনৈতিক মহলের মতে, বিরোধীদের জন্য নতুন সমস্যার কারণ হতে পারে এটি। বিশেষত, এত বিপুল সংখ্যক বুথে বুথ লেভেল এজেন্ট (বিএলএ) দেওয়া কতটা সম্ভব হবে, সেই প্রশ্ন থেকেই যাচ্ছে।
অন্য দিকে, বিশেষ নিবিড় সমীক্ষার (SIR) প্রস্তুতি জানতে বিহার বাদে দেশের সমস্ত রাজ্যের সিইওদের চিঠি দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। এই চিঠি পৌঁছেছে পশ্চিমবঙ্গের (West Bengal) সিইও দপ্তরেও। কমিশন সূত্রে খবর, ২৯ অগস্ট বিকেল ৫টার মধ্যে প্রস্তুতির রিপোর্ট চাওয়া হয়েছে। কোথায় কোথায় ERO এবং BLO শূন্যপদ রয়েছে এবং তা পূরণে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে, সেই তথ্যও জানাতে হবে। প্রসঙ্গত, এর আগে ৫ অগস্টও একই প্রসঙ্গে চিঠি পাঠিয়েছিল নির্বাচন সদন।
সিইও দপ্তরের এক আধিকারিক জানিয়েছেন, “এই ১৪ হাজার বুথবৃদ্ধি এখনকার ভোটার বিন্যাসের নিরিখে হতে চলেছে।” তবে SIR প্রক্রিয়া সম্পন্ন হলে মৃত, স্থানান্তরিত বা ভুয়ো ভোটার বাদ পড়লে বুথের সংখ্যা কিছুটা কমতেও পারে। অর্থাৎ, চূড়ান্ত বুথসংখ্যার পুনর্বিন্যাস হতে পারে। তবে প্রতি বুথে সর্বাধিক ১২০০ ভোটার রাখার সিদ্ধান্ত অপরিবর্তিত থাকবে। আপাতত সিদ্ধান্ত এই যে, ৯৪ হাজার বুথের জন্যই BLO নিয়োগ করতে হবে কমিশনকে। তাঁরাই বুথস্তরে SIR করবেন।
আরও পড়ুনঃ কড়া নজরদারিতে চলবে SSC শিক্ষক নিয়োগের পরীক্ষা, একাধিক নির্দেশিকা জারি নবান্নের
পশ্চিমবঙ্গের (West Bengal) ভোট মসৃণ করতে বুথ পুনর্বিন্যাস এখন বড় পদক্ষেপ। বাড়তি বুথ মানে ভোটারদের জন্য সুবিধা বাড়বে বটে, কিন্তু রাজনৈতিক দলগুলির জন্যও তৈরি হচ্ছে নতুন চ্যালেঞ্জ। সর্বদলীয় বৈঠকে এই বাড়তি বুথ নিয়ে কী সিদ্ধান্ত হয়, এখন সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।