বাংলা হান্ট ডেস্কঃ বেশ কয়েকদিন স্বস্তি দেওয়ার পর এক লাফ। এক ধাক্কায় বাড়ল সোনার দাম (Gold Price)। যার জেরে কপালে ভাঁজ মধ্যবিত্তের। ফের এক লাখের গণ্ডি পেরিয়েছে সোনা। দাম বেড়েছে রুপোরও। আজ শনিবার কত হল হলুদ ধাতুর দর? এক নজরে দেখে নিন আজকের সোনার দাম। (Gold Price Fall down)
জেনে নিন আজ সোনার দাম কত? Gold Price
এক ধাক্কায় বাড়ল সোনার দাম। কলকাতায় আজ শনিবার, ২৩ অগাস্ট সোনার দাম বেশ খানিকটা বৃদ্ধি পেয়েছে। এক গ্রামের দাম বেড়ে গিয়েছে। ২৪ ক্যারেট (Fine Gold 995) ১০ গ্রাম সোনার আজকের দাম ১০০০০ টাকা। শুক্রবার দাম ছিল ৯৯৯৫০ টাকা। ২২ ক্যারাটের হলমার্ক যুক্ত সোনার গহনার ১০ গ্রামের দাম ৯৫০৫০ টাকা। উল্লেখ্য, শুক্রবার দাম ছিল ৯৫০০০ টাকা।
সোনা কতটা খাঁটি তা নির্ভর করে ক্যারেটের (Karat) উপর। সবচেয়ে খাঁটি সোনা হিসাবে ২৪ ক্যারেটের হয়। মূলত ২৪ ক্যারেটের সোনায় অন্য কোন ধাতু মেশানো থাকে না। যার ফলে ২৪ ক্যারেট সোনার দাম বেশি থাকে।
সোনার সাথে পাল্লা দিয়ে বেড়েছে রুপোর দামও। রুপোর ক্ষেত্রে এক কেজিতে দাম বেড়েছে অনেকটাই। ২৩ আগস্ট শনিবার কলকাতায় ১ কেজি খুচরো রুপোর দাম ১,১৪,৮৫০ টাকা হয়েছে। শুক্রবার এর দাম ছিল ১,১৩,৭০০ টাকা। এক কেজি রুপো (৯৯৯) কিনতে আজ ব্যয় করতে হবে ১,১৪,৮৫০ টাকা।
বিশেষজ্ঞরা বলছেন, খুব শীঘ্রই ১ লক্ষের গন্ডি ছুঁতে পারে সোনার দাম। গত কয়েকদিন ধরে ক্রমাগত সোনার দাম কমছে। খুব শীঘ্রই সোনার দামে বড়সড় বদল আসতে পারে বলে মনে করা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, চলতি বছর শেষেই অনেকটা বাড়তে পারে সোনার দাম। যদিও সবটাই অনুমান। চেন্নাই, মুম্বই, দিল্লি, বেঙ্গালুরু সহ সব শহরেই ২৪ ক্যারাটের সোনার দাম এক লক্ষ টাকা ছাড়িয়েছে।