মোদীকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত পোস্ট, তেজস্বী যাদবের বিরুদ্ধে দায়ের হল FIR

Published on:

Published on:

Tejashwi Yadav faces FIR in Maharashtra

বাংলা হান্ট ডেস্কঃ মহারাষ্ট্রের গডচিরোলিতে ফের শুরু নয়া বিতর্ক। RJD নেতা তথা বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবের (Tejashwi Yadav) বিরুদ্ধে FIR দায়ের করল পুলিশ। অভিযোগ, তিনি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর মন্তব্য করেছিলেন। বিজেপি বিধায়ক মিলিন্দ নারোটের অভিযোগের ভিত্তিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে খবর সূত্রের।

বিতর্কিত মন্তব্য করায় তেজস্বী যাদবের (Tejashwi Yadav) বিরুদ্ধে শুরু আইনি প্রক্রিয়া

বিজেপি সূত্রে খবর, গডচিরোলির বিজেপি বিধায়ক মিলিন্দ নারোটে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি দাবি করেন, গয়া সফরের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে তেজস্বী যাদব (Tejashwi Yadav) এক বিতর্কিত মন্তব্য পোস্ট করেছিলেন এক্স-এ। সেই পোস্টকে কেন্দ্র করেই আইনি প্রক্রিয়া শুরু হয়েছে।

তেজস্বী যাদব লিখেছেন, “আজ গয়ায় মিথ্যার পাহাড় গড়ে উঠবে। প্রধানমন্ত্রী জি আজ আপনি হাড়হীন জিব্বা দিয়ে মিথ্যার পাহাড় গড়ে তুলবেন। কিন্তু দশরথ মাঝির মতো বিহারের ন্যায়বিচার প্রেমী মানুষ আপনার মিথ্যার এই বিশাল পাহাড় ভেঙে ফেলবে।” এই কথাটা তেজস্বী যাদব হিন্দিতে লিখে পোস্ট করেছেন তার নিজস্ব সোশ্যাল মিডিয়া (X) অ্যাকাউন্ট থেকে

এই পোস্টটি নিয়ে অভিযোগের ভিত্তিতে পুলিশ ভারতীয় দণ্ডবিধির নতুন আইন ‘ভারতীয় ন্যায় সংহিতা’র একাধিক ধারায় মামলা রুজু করেছে। তার মধ্যে রয়েছে ১৯৬ ধারা (ভিন্ন সম্প্রদায়ের মধ্যে শত্রুতা ছড়ানো), ৩৫৬ ধারা (মানহানি), ৩৫২ ধারা (ইচ্ছাকৃত অপমান, যাতে শান্তিভঙ্গ হতে পারে) এবং ৩৫৩ ধারা (যে মন্তব্যে জনমনে অশান্তি তৈরি হয়)।

পুলিশ সূত্রে খবর, অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে। গডচিরোলি থানার এক শীর্ষকর্তা জানিয়েছেন, পুরো বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে। তবে এই অভিযোগে RJD শিবির এখনও কোনও প্রতিক্রিয়া জানায়নি।

Tejashwi Yadav faces FIR in Maharashtra

আরও পড়ুনঃ নামফলকে বাংলা না থাকলে বন্ধ হতে পারে ব্যবসা, কলকাতার শপিংমল গুলোকে কড়া হুঁশিয়ারি দিলেন ফিরহাদ হাকিম

তেজস্বী যাদবকে (Tejashwi Yadav) ঘিরে নতুন করে বিতর্ক মাথাচাড়া দেওয়ায় রাজনৈতিক মহলে আলোড়ন তৈরি হয়েছে। আপাতত তদন্তের ফলাফলের দিকে তাকিয়ে রয়েছে সবাই। আগামী দিনে এই মামলা কতটা রাজনৈতিক রঙ নেবে, সেদিকেই তাকিয়ে রাজনীতি মহল।