ইটের জবাব পাটকেলে, মুনিরের মন্তব্যে মুনিরকেই বিঁধলেন রাজনাথ সিং, বোঝালেন ‘অউকত

Published on:

Published on:

India-Pakistan

বাংলাহান্ট ডেস্ক:- ইট কা বদলা পাথ্থর সে… বর্তমানের ভারত-পাকিস্তানের (India-Pakistan) অবস্থান বোঝালেন রাজনাথ সিং (Rajnath Singh) । মুনিরের মন্তব্যে সেই পাথরে দিয়েই জবাব দিলেন ভারতের(India) প্রতিরক্ষা মন্ত্রী। পাকিস্তানের (Pakistan) সেনাপ্রধান আসিম মুনিরের (Asim Munir) সাম্প্রতিক মন্তব্যে ভারতকে ছোট দেখানোর প্রচেষ্টা ঘিরে শুরু হয়েছে কূটনৈতিক তরঙ্গ। তিনি দাবি করেছিলেন, পাকিস্তান উন্নতির পথে ভারতকে ছাপিয়ে যাবে। তিনি নিজের দেশকে নুড়ি বোঝাই ট্রাক আর ভারতকে মার্সিডিজের সঙ্গে তুলনা করেছিলেন। এর জবাবে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং কড়া ভাষায় পালটা দেন।

ভারতের পাল্টা জবাব পাকিস্তানকে (India-Pakistan)

দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং পাকিস্তান সেনা প্রধান আসিম মুনিরের মন্তব্যকে একেবারে সত্যি বলে দাবি করেছেন। তাঁর মতে মুনির ভুল কিছু বলেননি। এরপরই ব্যঙ্গ করে তিনি বলেন পাকিস্তানের অবস্থা সত্যিই ডাম্পারের মতোই। পাকিস্তান যে কতটা দুর্বল তা তিনি নিজ মুখেই স্বীকার করে নিয়েছেন। নোংরা বোঝাই গাড়ির মতোই তাঁদের দেশটা কোনওমতে চলছে আর কি। আর অন্য দিকে ভারত ফেরারির মতো উন্নয়নের পথে ছুট লাগিয়েছে। সম্প্রতি একটি সংবাদ পত্রের অনুষ্ঠানে এসে রাজনাথ সিং বলেন, “সকলের তো একটাই কথা দুই দেশই একই সঙ্গে স্বাধীনতা লাভ করেছে। তুবও একটা দেশ পরিশ্রমের সাহায্যে সঠিক নীতি উপযোগ করে ফেরারির গাড়ির মতোই অর্থনীতিকে উন্নতির শিখরে নিয়ে গেছে। অন্যদিকে আর একটি দেশ আজ তাঁদের অবস্থার পরিবর্তন করতে পারল না। আজও সেই মালবোঝাই ট্রাকের মতোই হেলতে দুলতে চলছে। আর এটা তাদেরই নিজেদের ব্যর্থতার ফল। তাই আমার মতো উনি খুব একটা ভুল কিছু বলেননি, বরং নিজে মুখে নিজেদের সেই ব্যর্থতার কথা স্বীকার করে নিয়েছেন।”

সেদিন আসলে কী বলেছিলেন মুনির?

সম্প্রতি আমেরিকা সফরে গিয়েছিলেন পাক ফিল্ড মার্শাল আসিম মুনির। আন্তর্জাতিক মঞ্চে দাঁড়িয়ে নিজেদের দেশের ভুয়ো বীরত্ব প্রমাণ করতে চেয়েছিলেন। আর সেই করতে গিয়েই গোটা বিশ্বের সামনে হয়ে উঠলেন হাসির খোরাক। সেখান থেকে তিনি বলেন, “ভারত হল একেবারে ঝকঝকে তকতকে মার্সিডিজের মতো। আর পাকিস্তান হল নুড়িবোঝাই ডাম্পার। আর একটা মার্সিডিজ ও ডাম্পারের সংঘর্ষ হলে তার ফল কী হতে পারে বুঝতে পারছেন তো?” এই মন্তব্যেরই পাল্টা জবাব দিয়েছেন রাজনাথ সিং।

India-Pakistan

আরও পড়ুন:- অনাহারে দিন কাটাচ্ছে ৭১ হাজার শিশু! দুর্ভিক্ষ কবলিত গাজা, সরকারি ঘোষণা রাষ্ট্রসঙ্ঘের

মুনিরের পরমাণু হুমকির পাল্টা জবাব

শুধু তাই নয় মার্কিন মুলুকে দাঁড়িয়ে সেখান থকে ভারতকে পরণাণু হামলার হুমকিও দেন মুনির। তিনি বলেন পাকিস্তান ধ্বংস হলে গোটা বিশ্বকে নিয়ে শেষ হবে। সেই ক্ষমতার পাকিস্তানের রয়েছে। কথাটা শুনতে ঠিক ওই ‘ফাঁকা কলসির আওয়াজ বেশি’ সেই প্রবাদটির মতো শুনতে লাগে। এই একই সুরে রাজনাথ সিং বলেন, ‘‘আমাদের কী ক্ষমতা রয়েছে তা ইতিমধ্যে প্রমাণ করে দেখিয়ে দিয়েছে ‘অপারেশন সিঁদুর’। তাদেঁর মতো ভারতের শক্তি নিয়ে আমরা পাকিস্তানের মনে কোনওরকম ভ্রান্ত ধারণা গড়ে উঠতে দেব না।’’

প্রসঙ্গত, কয়েকদিন আগেই মুনিরের এই সব মন্তব্য নিয়ে ভারতের বিদেশমন্ত্রক একটি বিবৃতিও দিয়েছিল আর এখন রাজনাথ নাথ সিংও তাঁকে ছাড়লেন না। পাশপাশি সোশ্যয়াল মিডিয়াতেও ব্যপক কটাক্ষের স্বীকার তিনি।