পূবালী হাওয়া উঠতেই দিঘা মোহনায় ইলিশের ঝাঁক, পুজোর আগে দাম কমার জোরালো সম্ভাবনা

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : এবারের বর্ষার মরশুমটা নিম্নচাপে ভর করেই কেটেছে। আবহাওয়া প্রতিকূল থাকায় বারংবার সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি হয়েছে মৎস্যজীবীদের জন্য। তবে এই মুহূর্তে ইলশেগুঁড়ি (Hilsa Fish) বৃষ্টি চলছে। এমন ঝিরঝিরে বৃষ্টি আর পূবালী হাওয়ায় ভর করেই মৎস্যজীবীদের ইলিশ ভাগ্য চমকাতে পারে বলে মনে করা হচ্ছে।

ফের ইলিশের (Hilsa Fish) অনুকূল আবহাওয়া তৈরি হয়েছে

অনুকূল আবহাওয়া তৈরি হতেই ফের ইলিশ (Hilsa Fish) উঠতে শুরু করেছে মৎস্যজীবীদের জালে। দিঘা মোহনাতে দেখা মিলেছে রূপোলি শষ্যের। জানা গিয়েছে, বুধ এবং বৃহস্পতিবার দিঘা মোহনা থেকে সামান্য পরিমাণ ইলিশ (Hilsa Fish) ধরা পড়েছে মৎস্যজীবীদের জালে। মৎস্যজীবীরা সমুদ্রে যেতে ইলিশের যোগান আরও বাড়বে বলেই আশা করা হচ্ছে।

Hilsa fish price may go down now

প্রথম থেকেই ভালো যোগান ছিল মাছের: দিঘা মৎস্যজীবী সংগঠন এবং মৎস্য ব্যবসায়ী সূত্রে পাওয়া খবর অনুযায়ী, গত কয়েক বছরের তুলনায় এ বছরের মরশুমে মৎস্যজীবীদের ট্রলারে বেশি ইলিশ (Hilsa Fish) ধরা পড়েছে। গত আষাঢ় মাসের মাঝামাঝি সময় থেকে শ্রাবণ মাসের তৃতীয় সপ্তাহ পর্যন্ত ইলিশের ভালোই যোগান ছিল দিঘা মোহনা মৎস্য নিলাম কেন্দ্রে। কিন্তু তারপর থেকেই আবহাওয়া প্রতিকূল হয়ে ওঠায় ধীরে ধীরে ইলিশের (Hilsa Fish) যোগান কমতে থাকে।

আরও পড়ুন : ট্রেনে ১ ঘন্টার রাস্তা সড়কপথেই ৪০ মিনিটে! বারাসত থেকে বনগাঁ ফ্লাইওভার তৈরি করছে সরকার

দাম কমবে ইলিশের: ইলিশের যোগান কমতেই বাজারে দাম বাড়তে শুরু করে। তবে এখন দুর্যোগ কাটতে ফের সমুদ্রমুখী হয়েছেন মৎস্যজীবীরা। ইলিশের (Hilsa Fish) অনুকূল পরিবেশ হওয়াতে ফের ট্রলার বোঝাই করে রূপোলি শষ্য নিয়ে ফিরবেন তারা, এমনটাই আশা করছেন মৎস্য ব্যবসায়ীরা।

আরও পড়ুন : অনাহারে দিন কাটাচ্ছে ৭১ হাজার শিশু! দুর্ভিক্ষ কবলিত গাজা, সরকারি ঘোষণা রাষ্ট্রসঙ্ঘের

এ বিষয়ে দিঘা মোহনা ফিশারম্যান অ্যান্ড ফিশ ট্রেডার্স অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়েছে, এবারের মাছ ধরার মরশুমের প্রথম থেকেই ইলিশের ভালো যোগান ছিল। মাঝে আবহাওয়া খারাপ হওয়ায় মৎস্যজীবীরা যেতে পারেননি সমুদ্রে। তবে এবার তারা ফের গভীর সমুদ্রে গিয়েছেন ইলিশের আশায়। খালি হাতে তারা ফিরবেন না বলেই আশা করছেন মৎস্য ব্যবসায়ীরা। আর যোগান বাড়লেই ব্যস্তানুপাতিক ভাবে দাম কমবে বলে আশা করছেন ব্যবসায়ীরা।