বাংলা হান্ট ডেস্কঃ বিহারের ভোটার তালিকা সংশোধন নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। শুক্রবার বিহারে হওয়া SIR মামলার শুনানিতে শীর্ষ আদালত জানিয়েছে, SIR প্রক্রিয়ায় আধার কার্ডসহ মোট ১১ ধরনের নথি গ্রহণযোগ্য। পাশাপাশি ভারতের নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছে পুরো প্রক্রিয়াটিকে ‘ভোটার-বান্ধব’ করার জন্য।
বৈধ নথি থাকলে অভিযোগ জানানোর কথা বলল শীর্ষ আদালত (Supreme Court)
গত সোমবার নির্বাচন কমিশন জানায়, বিহারের SIR প্রক্রিয়ার খসড়া ভোটার তালিকা থেকে প্রায় ৬৫ লক্ষ নাম বাদ পড়েছে। এই বিষয়টি আদালতের (Supreme Court) নজরে আসতেই তৈরি হয় উত্তেজনা। সুপ্রিম কোর্ট স্পষ্ট (Supreme Court) জানিয়ে দেয় যে, যাদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে, তারা আধার বা অন্য কোনও বৈধ নথি থাকলে অনলাইনে তাদের দাবি জানাতে পারবেন।একই সঙ্গে অফলাইনেও অভিযোগ জানানোর সুযোগ রাখার কথা জানানো হয়।
আদালতের (Supreme Court) নির্দেশ, বুথ লেভেল এজেন্টদের জমা দেওয়া প্রতিটি দাবির বিনিময়ে রসিদ দিতে হবে। শুধু তাই নয়, বিহারের মুখ্য নির্বাচনী আধিকারিককে আদালতের কার্যক্রমে রাজনৈতিক দলগুলিকে অন্তর্ভুক্ত করার নির্দেশও দেওয়া হয়েছে। একই সঙ্গে দাবির বিষয়ে একটি বিস্তারিত স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়ার কথাও বলেছে আদালত।
এদিনের শুনানিতে রাজনৈতিক দলগুলির নিষ্ক্রিয়তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। আদালতের মন্তব্য, “এটা বিস্ময়কর যে রাজনৈতিক দলগুলি ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়ায় সক্রিয় ভূমিকা নিচ্ছে না। পুরো প্রক্রিয়াটি ‘ভোটার-বান্ধব’ হওয়া উচিত, আর এর জন্য রাজনৈতিক দলগুলিকেও উদ্যোগী হতে হবে।”
আরও পড়ুনঃ তদন্তে কোন গতি নেই, ক্ষুব্ধ হাইকোর্ট তলব করল ওসিকে, কোন মামলায়?
সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশে স্পষ্ট হয়েছে, ভোটার তালিকা থেকে বাদ পড়া নাগরিকদের ফের অন্তর্ভুক্ত করতে স্বচ্ছ ও সহজ প্রক্রিয়া তৈরি করতেই হবে। এখন নজর রাজনৈতিক দল ও নির্বাচন কমিশনের ওপর। আদালতের নির্দেশ কত দ্রুত বাস্তবায়িত হয়, এখন সেটাই দেখার।