ব্রেক জার্নির ঝক্কি শেষ! বাঁচবে সময়ও, শহিদ ক্ষুদিরাম থেকে এক মেট্রোতেই এবার সোজা বিমানবন্দর!

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : কলকাতা মেট্রোর (Kolkata Metro) তিনটি নতুন রুট উদ্বোধন হতে উচ্ছ্বসিত শহরবাসীরা। সবথেকে পুরনো ব্লু লাইনের যাত্রীরাও নতুন রুটগুলির দৌলতে উপকৃত হতে চলেছেন। বিশেষ করে এবার দক্ষিণ কলকাতার বাসিন্দাদের কাছে বিমানবন্দর হয়ে গেল আরও কাছে। শহিদ ক্ষুদিরাম থেকে কেউ মেট্রোয় (Kolkata Metro) উঠলে এবার ট্রেন বদল না করেই পৌঁছে যেতে পারবেন সোজা বিমানবন্দরে। কীভাবে?

কলকাতা মেট্রোর (Kolkata Metro) নতুন রুটে বিশেষ সুবিধা

আগে ব্লু লাইনের যাত্রীদের মেট্রোয় (Kolkata Metro) উঠলে নোয়াপাড়া স্টেশনে নেমে লাইন বদলে ফের নতুন মেট্রো ধরে যেতে হত বিমানবন্দরে। কিন্তু নতুন পরিকল্পনা অনুযায়ী, এবার ব্লু লাইনের কিছু মেট্রো (Kolkata Metro) সরাসরি নোয়াপাড়া থেকে লাইন বদলে যাবে বিমানবন্দর পর্যন্ত। বর্তমানে কবি সুভাষ মেট্রো স্টেশন বন্ধ রয়েছে। তাই ব্লু লাইনের দক্ষিণের প্রান্তিক স্টেশন শহিদ ক্ষুদিরাম।

Now shahid khudiram to airport connected by Kolkata Metro

বদল হচ্ছে ব্লু লো পরিষেবা: এখন শহিদ ক্ষুদিরাম থেকে মেট্রো যায় দক্ষিণেশ্বর পর্যন্ত। তবে ব্লু লাইনের ক্ষেত্রে পরিষেবার ধরণ বদলানোর সিদ্ধান্ত কর্তৃপক্ষ নিয়েছে বলে খবর। কলকাতা মেট্রোর (Kolkata Metro) ইয়েলো লাইন অর্থাৎ নোয়াপাড়া-বিমানবন্দর রুট চালু হওয়ার পর শহিদ ক্ষুদিরাম থেকে যথাক্রমে দক্ষিণেশ্বরগামী, নোয়াপাড়াগামী এবং বিমানবন্দর গামী মেট্রো (Kolkata Metro) চলাচল করতে পারে। এমনই পরিকল্পনা রয়েছে বলে জানান আধিকারিকরা।

আরও পড়ুন : পূবালী হাওয়া উঠতেই দিঘা মোহনায় ইলিশের ঝাঁক, পুজোর আগে দাম কমার জোরালো সম্ভাবনা

নোয়াপাড়া হয়েছে সংযোগস্থল: অর্থাৎ হিসেব মতো, প্রতি তিনটি মেট্রোর মধ্যে একটি মেট্রো (Kolkata Metro) নোয়াপাড়া পর্যন্ত গিয়ে তারপর লাইন বদলে পৌঁছাবে বিমানবন্দর। নোয়াপাড়া স্টেশন এখন কার্যত ব্লু লাইন এবং আপাতত সাত কিমি দীর্ঘ ইয়েলো লাইনের সংযোগস্থল হয়েছে। বলে এই স্টেশনের গুরুত্বও বেড়েছে এক ধাক্কায়। তবে আগামীতে নোয়াপাড়া থেকে বারাসত পর্যন্ত রুট (Kolkata Metro) সম্প্রসারিত হলে ইয়েলো লাইন হবে ২২ কিমি দীর্ঘ।

আরও পড়ুন : চেনা সবজির অচেনা স্বাদ, মাছ-মাংসও ফেল পটলের এই রেসিপির কাছে!

মেট্রো সূত্রে খবর, প্রথমে ঠিক করা হয়েছিল, নোয়াপাড়া এবং বিমানবন্দরের মধ্যে ১৫ মিনিট ব্যবধানে মেট্রো মিলবে। তবে সেই ব্যবধান কমিয়ে ১২ মিনিট করার পরিকল্পনা করা হচ্ছে। ইয়েলো লাইনে দৈনিক আপ ডাউন মিলিয়ে ১২০ টি ট্রেন চলবে বলে জানা গিয়েছে।