বাংলা হান্ট ডেস্কঃ শীতের মরশুমে সদ্য বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন আইনজীবী বাম নেতা সায়ন বন্দ্যোপাধ্যায় (Sayan Banerjee)। গত ৩০ জানুয়ারি রাজার শহর কোচবিহারের মহারাজা প্যালেসে বসেছিল বিয়ের আসর। ধুমধাম করে বিয়ে উত্তরবঙ্গের কন্যা তমাশ্রী দেবনাথের সঙ্গে গাঁটছড়া বাঁধেন সায়ন। নতুন বর-বউয়ের ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল। কপোত-কপোতীকে শুভেচ্ছায় ভরাচ্ছেন সকলে। ওদিকে সিপিএমের এই তরুণ নেতাকেই শুভেচ্ছা জানাতে গিয়ে খোঁচা তৃণমূলের নেত্রী রাজন্যা হালদাদের (Rajanya Halder)। কেন?
সম্প্রতি এক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাত্কারে সায়নকে উদ্দেশ্য করে রাজন্যা বলেন, ‘শুভেচ্ছা। অফুরাণ ভালোবাসা। দয়া করে নিজের স্ত্রী-র বিরুদ্ধে মামলা করবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন।’ এ কথা শুনেই পাল্টা সাংবাদিক তাকে প্রশ্ন করেন যে, মামলা করার কথা কেন বলছেন। সেই প্রশ্নের উত্তরও দেন রাজন্যা।
খোলসা করে রাজন্যা বলেন, ‘সিপিএমকে মামলা পোকায় কেটেছে। সিপিএম মাত্রই এখন মামলা। ওরা খালি মামলা করে দিচ্ছে। যাকে পাচ্ছে যাকে দেখছে। সবেতেই মামলা। নামই তো হয়ে গিয়েছে মামলা বিকাশ (বিকাশ রঞ্জন ভট্টাচার্য)। তবে বিয়ের শুভেচ্ছা তো রইলই। সুস্থ থাকুক, ভালো থাকুক।’
বাম নেতা সায়ন আইনজীবীর পাশাপাশি একজন সুবক্তা হিসেবে বিশেষ পরিচিত। বিয়েতে বিশেষ বার্তা দিয়ে সায়ন বলেন, ‘আমরা কেউই টু স্টেট গল্পটির শরিক হব না বা হতে চাই না। অভিন্ন বাংলার গল্প বলতে চাই আমরা। উত্তরবঙ্গের সঙ্গে সারা জীবনের সম্পর্কে জড়িত হচ্ছি। ‘
বিয়ের আগে শিয়ালদা স্টেশন থেকে ছবি পোস্ট করে ফেসবুকে সায়ন লিখেছিলেন, ‘উত্তরবঙ্গের কোচবিহারের ভেটাগুড়ির জিলাপির সঙ্গে মিশে যাক দক্ষিণের জয়নগরের মোয়া। মিশে যাক উত্তরের বোরোলি মাছের সঙ্গে দক্ষিণের চিংড়ি। বাঙাল আর ঘটির মিষ্টি ঝগড়ার মাঝেই বাড়ুক ভালোবাসার পারদ। শেষ কিছু মাসে আমার ঘন ঘন উত্তরবঙ্গ সফরের অনেক কারণের মধ্যে অন্যতম কারণ ফাইনাল ল্যাপের জন্য ট্রেন চাপছি।’
আরও পড়ুন: সুকান্ত-শুভেন্দু থেকে লকেট-অগ্নিমিত্রা, লোকসভার আগে ২০ জনের কমিটি গড়ল বঙ্গ BJP, কারা পেলেন জায়গা?
উত্তরবঙ্গের কন্যা তমাশ্রী দেবনাথ কোচবিহারের সুনীতি অ্যাকাডেমি স্কুলের ছাত্রী। এরপর ইঞ্জিনিয়ারিং নিয়ে উচ্চশিক্ষা। পেশায় ইঞ্জিনিয়র তমাশ্রী বর্তমানে তিনি একটি বহুজাতিক সংস্থাতে কর্মরত। সক্রিয় রাজনীতিতে না থাকলেও তিনি বাম সমর্থক হিসেবেই পরিচিত। মিষ্টি জুটির বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়াতেই শুভেচ্ছাবন্যায় ভাসছেন তারা।