বাংলা হান্ট ডেস্ক : ঘাটালের তৃণমূল সাংসদ (Trinamool MP) দেবের (Dev) তিনটি সরকারি কমিটি থেকে ইস্তফা দেওয়ার পর থেকেই সরগরম হয়ে রয়েছে রাজ্য রাজনীতি। দলীয় নেতা মন্ত্রীরা এই বিষয়ে মুখ না খুললেও বিজেপির দাবি, দুর্নীতি ঢাকতেই তড়িঘড়ি ইস্তফা দিয়েছেন দেব। তো কেউ বা বলছেন, সামনেই লোকসভা নির্বাচন (Lok Sabha Election) আর সেই নির্বাচনকে লক্ষ্য রেখেই ইস্তফা দিয়েছেন তিনি।
এমনকি দেব তৃণমূল ছেড়ে বিজেপি-তে যোগদান দিলেও সেটা আশ্চর্যের হবেনা বলে জানাচ্ছেন অনেকে। আর এসবের মধ্যেই বড় প্রতিক্রিয়া দিলেন অভিনেতা তথা বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় (Hiran Chatterjee)। পদত্যাগ প্রসঙ্গে দেব নিজে মুখ না খুললেও খড়্গপুরে বিজেপি বিধায়ক হিরণের মতে, ‘বিলম্বে বোধদয় হয়েছে। অভিনয় আর রাজনীতি একসাথে হয়না। ওর জন্য ঘাটালের উন্নতি থেমে আছে।’
এইদিন বেশ স্পষ্ট ভাষাতেই হিরণ জানিয়ে দিলেন, রাজনীতি কোনও পার্টটাইম জব নয়। অমিতাভ বচ্চনও দুই প্রফেশন একসাথে সামলাতে পারেননি। রাজনীতি করতে হলে তাকে দিনের ২৪ ঘন্টা সাধারণ মানুষের পেছনেই দিতে হবে। হিরণের কথায়, ‘গত ১০ বছরের উনি কতবার নিজের লোকসভা কেন্দ্রে গিয়েছেন দেব? এবার জেনেই দাঁড়াতে চাননি।’ একই সাথে হিরণ এটাও বলেছেন, দেবের সাথে তার কোনও ব্যক্তিগত বিরোধীতা নেই।
আরও পড়ুন : চিনের ভয় আর ভারতের শক্তি! মাথা নত আমেরিকারও, এবার কী করবে পাকিস্তান?
এইদিন সাংবাদিক সম্মেলনে হিরণ বলেন, ‘ঘাটালে শিশু উৎসবে প্রাক্তন বিধায়কের সঙ্গে মারামারি হয়েছে ওর। টেবিল ছোড়াছুড়ি হয়েছে, মারামারি হয়েছে। সাধুবাদ জানাই, ১০ বছর পর হলেও বোধোদয় হল বলে। রাজনীতি এবং অভিনয় একসঙ্গে করা সম্ভব নয়। বার বার বলেছি, ওর কাজ অভিনয় করা। অভিনয় করতে করতে রাজনীতির নাম করে, পাঁচ বছরে বাদে একবার ভোট চাইতে আসব, তার পর জিতে গিয়ে আর আসব না, সংসদে যাব না। এটা কাজের কথা নয়। এই বোধোদয় আগে হলে ঘাটালের উন্নতি হত।’
হিরণ তার বক্তব্যকে ব্যাখ্যা করতে গিয়ে বলেন, ‘ঘাটাল মাস্টারপ্ল্যানের জন্য প্রধানমন্ত্রী যে ১৬০০ কোটি টাকা দিয়েছেন সেই টাকা দিয়ে কিছুই করতে পারেননি দেব। রেলমন্ত্রী ঘাটালের রেল স্টেশন তৈরিতে সম্মতি দিয়ে দিলেও তিনি (দেব) এখনও কিছুই করতে পারেনি। ঘাটালের জন্য কোনও স্বর্ণশিল্প তৈরি করতে পারেনি। কারণ ওনার হাতে সময় নেই। তিনি তো সংসদ ভবনেই সেভাবে পৌঁছাতে পারেননা তো, তিনি সাধারণ মানুষের জন্য কী করবেন?’
আরও পড়ুন : নাবালিকাকে ধর্ষণের অভিযোগ TMC ছাত্র নেতার বিরুদ্ধে, উল্টে নির্যাতিতাই পেলেন কড়া শাস্তি
একই সাথে এইদিন হিরণকে প্রশ্ন করা হয়, দেব যদি বিজেপিতে যোগ দিতে চান তাহলে কী বলবেন তিনি? হিরণের জবাব, ‘রাজনীতির ময়দান বড়োই আনপ্রেডিক্টেবল একটা জায়গা। এখানে যে কেউ আসতে পারে। সাধারণ মানুষের যেটাতে ভালো হবে আমি তার পক্ষে আছি।’