শেষ হল ভারতীয় ক্রিকেটের সোনালি অধ্যায়, অবসর ঘোষণা করলেন চেতেশ্বর পূজারা

Updated on:

Updated on:

Cheteshwar Pujara announces retirement from international cricket

বাংলা হান্ট ডেস্কঃ ভারতীয় ক্রিকেটে এক যুগের অবসান। ভারতীয় ক্রিকেটের অন্যতম ভরসাযোগ্য ব্যাটসম্যান চেতেশ্বর পূজারা (Cheteshwar Pujara) অবসর নিলেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে। রবিবার সকালে সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্টে নিজের সিদ্ধান্তের কথা ঘোষণা করেন তিনি।

রবিবার সকালে নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে পূজারা লেখেন, “ভারতের জার্সি পরে জাতীয় সঙ্গীত গাওয়া এবং প্রতিবারই মাঠে নেমে নিজের সেরাটা দেওয়ার অনুভূতি বলে বোঝাতে পারব না। তবে কথায় আছে, সব ভালো জিনিসেরই একটা পরিসমাপ্তি ঘটে। তাই সবাইকে কৃতজ্ঞতা জানিয়ে সব ধরনের ফরম্যাট থেকেই অবসর নিচ্ছি।” এই ঘোষণার পর থেকেই ক্রিকেট ভক্তদের মধ্যে নস্টালজিয়া ও আবেগ উথলে উঠেছে।

ভারতীয় টেস্ট ক্রিকেটের অন্যতম স্তম্ভ ছিলেন পূজারা (Cheteshwar Pujara)

উল্লেখ্য, রাহুল দ্রাবিড় অবসর নেওয়ার পর ভারতের টেস্ট দলে তিন নম্বরে সবচেয়ে বড় ভরসা হয়ে ওঠেন পূজারা (Cheteshwar Pujara)। দেশের মাটিতে কিংবা বিদেশে, বিপদের সময়ে একাই দাঁড়িয়ে থেকেছেন ক্রিজে। প্রতিপক্ষের আঘাত সহ্য করে ঘণ্টার পর ঘণ্টা ব্যাটিং করে দলকে বাঁচিয়েছেন তিনি। ভারতীয় টেস্ট ক্রিকেটে পূজারার অবদান কখনোই ভোলার নয়।

ভারতের হয়ে মোট ১০৩ টি টেস্ট ম্যাচ খেলেছেন পূজারা (Cheteshwar Pujara)

২০১০ সালে টেস্ট অভিষেক করেন পূজারা (Cheteshwar Pujara)। কেরিয়ারে মোট ১০৩টি টেস্ট ম্যাচ খেলে ৭১৯৫ রান করেছেন। গড় রান ৪৩.৬০। তাঁর ব্যাট থেকে এসেছে ১৯টি সেঞ্চুরি এবং ৩৫টি অর্ধশতরান। ভারতের হয়ে খেলেছেন ৫টি ওয়ানডে ও ৭১টি টি-টোয়েন্টি ম্যাচও। তবে শেষ কয়েক বছরে জাতীয় দলে সুযোগ পাননি তিনি। ২০২৩ সালের WTC ফাইনালের পরে আর ডাক আসেনি তাঁর।

Cheteshwar Pujara announces retirement from international cricket

আরও পড়ুনঃ জীবন ও স্বাস্থ্যবিমায় স্বস্তি? প্রিমিয়ামের উপর থেকে GST শূন্য করার প্রস্তাব গেল কাউন্সিলে

হাল না-ছাড়ার মানসিকতা নিয়ে রঞ্জি ট্রফিতে ফেরার পরিকল্পনার কথা জানিয়েছিলেন পূজারা (Cheteshwar Pujara)। কিন্তু হঠাৎ করেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন তিনি। হঠাৎ করে কেন তিনি এমন সিদ্ধান্ত নিলেন তা নিয়ে আপাতত কিছু জানা যায়নি। তবে ভারতীয় টেস্ট ক্রিকেটে পূজারার দৃঢ়তা, ধৈর্য ও সংগ্রামী মনোভাব আগামী প্রজন্মকে অনুপ্রেরণা জোগাবে বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

Wearing the Indian jersey, singing the anthem, and trying my best each time I stepped on the field – it’s impossible to put into words what it truly meant. But as they say, all good things must come to an end, and with immense gratitude I have decided to retire from all forms of… pic.twitter.com/p8yOd5tFyT

— Cheteshwar Pujara (@cheteshwar1) August 24, 2025