বাংলা হান্ট ডেস্ক: ভারতের (India) সাথে বিতর্কের আবহ তৈরি করে এবার একের পর এক ক্ষেত্রে প্রত্যক্ষভাবে প্রভাবিত হচ্ছে মলদ্বীপ (Maldives)। এমতাবস্থায়, ফের একটি বড় আপডেট প্রকাশ্যে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, গত মাসে বিদেশি পর্যটকের আগমনের পরিসংখ্যানের দিক থেকে মলদ্বীপকে পেছনে ফেলেছে শ্রীলঙ্কা (Sri Lanka)। উল্লেখ্য যে, সমুদ্রে ঘেরা মলদ্বীপ তাঁর অনির্বচনীয় সৌন্দর্যের কারণে বিশ্বজুড়ে পর্যটকদের আকৃষ্ট করে। যার মধ্যে একটা বড় অংশে থাকে ভারতীয় পর্যটকেরা। কিন্তু এবার শ্রীলঙ্কা ৪ বছর পর প্রথমবারের মতো মলদ্বীপকে এই পরিসংখ্যানে পেছনে ফেলেছে।
শুধু তাই নয়, বর্তমানে সবচেয়ে বেশি ভারতীয় পর্যটক পৌঁছেছেন শ্রীলঙ্কায়। একটা সময়ে যেখানে মলদ্বীপে ভারতীয় পর্যটকদের সংখ্যা সবচেয়ে বেশি থাকত কিন্তু এখন সেখানে ভারতীয় পর্যটকদের সংখ্যা পঞ্চম স্থানে পৌঁছেছে। মলদ্বীপের মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ভারতীয় পর্যটকরা গত মাসে মলদ্বীপকে পেছনে ফেলে শ্রীলঙ্কার উদ্দেশ্যে পাড়ি দিয়েছেন। গত মাসের পরিসংখ্যান অনুযায়ী, গত জানুয়ারিতে মলদ্বীপে মোট ১,৯২,৩৮৫ জন পর্যটক এসেছিলেন। যেখানে শ্রীলঙ্কার পরিসংখ্যান ছিল ২,০৮,২৫৩ জন।
শ্রীলঙ্কার ট্যুরিজমের তথ্য অনুযায়ী, গত মাসে ভারত থেকে আসা পর্যটকের সংখ্যা ১০০ শতাংশ বেড়েছে। জানুয়ারিতে শ্রীলঙ্কায় ভারতীয় পর্যটকের সংখ্যা ১৩,৭৫৯ থেকে বেড়ে ৩৪,৩৯৯ হয়েছে। এদিকে, গত বছর, জানুয়ারি মাসে ১৭,০২৯ জন ভারতীয় পর্যটক মলদ্বীপে পৌঁছেছিলেন। যেখানে এই বছরের জানুয়ারিতে ভারতীয় পর্যটকের সংখ্যা ছিল ১৫,০০৬ জন।
আরও পড়ুন: বড় ওলটপালট! ইংল্যান্ডকে হারিয়ে WTC পয়েন্ট টেবিলে ঝড় তুলে দিল ভারত
গত জানুয়ারিতে ভারত থেকে শ্রীলঙ্কায় যান ৩৪,৩৯৯ জন পর্যটক। পাশাপাশি, রাশিয়া থেকে ৩১,১৫৯ জন, ব্রিটেন থেকে ১৬,৬৬৫ জন, জার্মানি থেকে ১৩,৫৯৩ জন এবং চিন থেকে ১১,৫১১ জন পর্যটক শ্রীলঙ্কায় গিয়েছিলেন। অপরদিকে, মলদ্বীপের পর্যটন বাজারের নিরিখে জানুয়ারিতে সবথেকে বেশি সংখ্যক ছিল রাশিয়ার (১৮,৫৬১ জন)। দ্বিতীয়তে ছিল ইতালি (১৮,১১১ জন) এবং তৃতীয়তে রয়েছে চিন (১৬,৫২৯ জন)।
আরও পড়ুন: Ola, Uber অতীত! ভারতে চালু হল জার্মানির বাস পরিষেবা, শুরু এই ৪৬ টি শহর থেকে
উল্লেখ্য যে, ২০২৩ সালে ১৭ লক্ষেরও বেশি পর্যটক মলদ্বীপে গিয়েছিলেন। যার মধ্যে ভারতীয়দের সংখ্যা ছিল সর্বাধিক (২,০৮,১৯৮ জন)। তবে, মলদ্বীপের সাথে চলমান বিরোধের কারণে এই পরিসংখ্যান প্রভাবিত হতে পারে। পাশাপাশি, ইতিমধ্যেই মলদ্বীপকে টেক্কা দিয়েছে শ্রীলঙ্কা। সম্প্রতি ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করও ভারতীয় পর্যটকদের কাছে শ্রীলঙ্কায় সফরের আবেদন করেছিলেন।