বাংলাহান্ট ডেস্ক : জেল ভেঙে অথবা পুলিশের গাড়ি থেকে পালিয়ে যাচ্ছেন আসামি। এই ঘটনা শুধুমাত্র চিত্রনাট্য নয়, বাস্তবেও অনেক জায়গায় আমরা দেখতে পাই। তবে এবার বিহারে দেখা গেল সম্পূর্ণ উল্টো চিত্র। পালিয়ে যাওয়ার সুযোগ থাকলেও, পালিয়ে না গিয়ে পুলিশের গাড়ি ঠেলে দিচ্ছেন অভিযুক্তরা। এই ভিডিও এখন সমাজ মাধ্যমে বেশ ভাইরাল। এমনকি এই ঘটনাকে ঘিরে তৈরি হচ্ছে বিভিন্ন মিম।
জানা গেছে এই ঘটনাটি বিহারের ভাগলপুরের। সোশ্যাল মিডিয়ায় রবিবার থেকে এই ভিডিওটি বেশ ভাইরাল হয়েছে। এই ভিডিওতে দেখা যাচ্ছে চারজন যুবক একটি গাড়িকে ঠেলে নিয়ে যাচ্ছেন। তাদের প্রত্যেকের কোমরে রয়েছে দড়ি। একজন পুলিশ কর্মী এই চারজন অভিযুক্তের উপর নজর রেখেছেন। যদিও এই ভিডিওর সত্যতা আমরা যাচাই করিনি।
আরোও পড়ুন : কেন স্টারলিঙ্ক ভারতে পরিষেবা দিতে ব্যর্থ?প্রকাশ্যে এল কারণ, বাদ সেধেছে এই কোম্পানির ইতিহাস
বিভিন্ন সূত্রে পাওয়া খবর অনুযায়ী, মদ্যপান করার অভিযোগে পুলিশ গ্রেপ্তার করেছিল এই চারজনকে। পরে এই চার অভিযুক্তকেই গাড়ি ঠেলে নিয়ে যেতে হয়। বিহারে মদ নিষিদ্ধ হওয়ায় পুলিশ তাদের গ্রেফতার করে। এরপর থানা থেকে পুলিশ অভিযুক্তদের নিয়ে যাচ্ছিল আদালতে। পুলিশের গাড়িটি কাছারি চকের কাছে হঠাৎ থেমে যায়। গাড়ির চালক দেখেন যে এক ফোঁটাও জ্বালানি নেই গাড়িতে।
This is like dad asking me to bring his belt on the day of results https://t.co/i2mgs46kHO
— Sagar (@sagarcasm) February 4, 2024
তারপর গাড়ির চালক অভিযুক্ত চারজনকে দিয়ে ওই গাড়ি ঠেলে আদালত পর্যন্ত নিয়ে যায়। এভাবে অভিযুক্তরা ৫০০ মিটার রাস্তা পুলিশের গাড়িটিকে ঠেলেছেন। এই ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হওয়ার পর অনেকেই বলেছেন যে এটি অপরাধ। আবার অনেকে বলেছেন যে উপযুক্ত শাস্তি। সোশ্যাল মিডিয়ায় এক ব্যবহারকারীর মন্তব্য, ‘‘বিহারকে যত দেখি, তত অবাক হয়ে যাই।’’