বাংলাহান্ট ডেস্ক : বিয়ের পর হেলিকপ্টারে করে আইএএস অফিসার কন্যাকে শ্বশুরবাড়ি পাঠালেন বাবা। জামাই আবার একজন আইপিএস অফিসার। স্বপ্ন পূরণ হল এক বাবার। রাজস্থানের ভরতপুর সম্প্রতি এমন ঘটনারই সাক্ষী থাকল। এই ঘটনার সাক্ষী থাকার জন্য কলেজ মাঠে জড়ো হন এলাকার বহু বাসিন্দা। অনেকে এই দৃশ্য মোবাইলে ক্যামেরাবন্দিও করেন। সমাজ মাধ্যমে এই ভিডিওটি এখন বেশ ভাইরাল।
ডা. অমর সিং ধৌরামুইয়ের বাসিন্দা। স্ত্রী ডা. নীতান সিংয়ের সাথে শহরের একটি বেসরকারি নার্সিংহোম চালান তিনি। এই চিকিৎসক দম্পতির কন্যা অপরাজিতা আইএএস পরীক্ষায় সফল হওয়ায় বেজায় খুশি হয়েছিলেন তাঁরা। পূরণ হয়েছিল তাঁদের একটি স্বপ্ন। তবে এই চিকিৎসক দম্পতির আরেক স্বপ্ন ছিল কন্যাকে শ্বশুরবাড়ি পাঠাবেন হেলিকপ্টারে করে। সেই স্বপ্নই এবার পূরণ হল।
আরোও পড়ুন : ৭, ৮ নয়; একেবারে মিলছে ৯.৫% সুদ! ফিক্সড ডিপোজিটে ধামাকা অফার এই ব্যাঙ্কের
চুরু জেলার খাসৌলি গ্রামের বাসিন্দা দেবেন্দ্র কুমারের সাথে বিয়ে ঠিক হয় অপরাজিতার। সিভিল সার্ভিসেস পরীক্ষা ২০২১-এ নির্বাচিত হয়ে বর্তমানে আইপিএস দেবেন্দ্র। হরিয়ানার রোহতক থেকে ২০১৭ সালে অপরাজিতা এমবিবিএস উত্তীর্ণ হন। এরপর সিভিল সার্ভিস পরীক্ষায় বসে ২০১৯ সালে তিনি আইএএস হন। বর্তমানে অপরাজিতা রয়েছেন উত্তর প্রদেশ ক্যাডারে। চন্দৌলির চিফ ডেভেলপমেন্ট অফিসার হিসেবে কর্মরত তিনি।
অপরাজিতা ও দেবেন্দ্রর বিয়ের আসর বসে ভরতপুর সিটিতে। তবে অপরাজিতার বিয়ের আসরের থেকেও সবার মন কেড়েছে তাঁর বিদায় পর্ব। ভিডিওতে দেখা যাচ্ছে লাল লেহেঙ্গা ও প্রচুর গয়না পরে কলেজ মাঠে গিয়ে উপস্থিত হয়েছেন নববধূ অপরাজিতা। তাঁর পাশেই বর বেশে দাঁড়িয়ে রয়েছেন দেবেন্দ্র। বিদায় জানানোর সময় চোখে জল দেখা যায় অপরাজিতার। এরপর তিনি উঠে বসেন হেলিকপ্টারে। নবদম্পতিকে নিয়ে এরপর হেলিকপ্টার উড়তে শুরু করে।