বাংলা হান্ট ডেস্ক : পুরোদস্তুর ভোল বদলে একেবারে ঝাঁ চকচকে করে তোলা হচ্ছে শিয়ালদা (Sealdah) ডিভিশনের অন্যতম গুরুত্বপূর্ণ রেল স্টেশন দমদমকে (Dumdum Rail Station)। ইতিমধ্যেই জোরকদমে কাজ শুরু করে দিয়েছে রেল কর্তৃপক্ষ। যাত্রী সুবিধার্থে স্টেশনের পরিকাঠামোর উপর বিশেষ জোর দেওয়া হচ্ছে। সম্পূর্ণ নকশা বদলে নতুন করে গড়ে তোলা হচ্ছে দমদম রেলওয়ে স্টেশনকে।
সম্প্রতি পূর্ব রেলের তরফে জানিয়েছে, ‘অমৃত ভারত স্টেশন’ প্রকল্পে দমদমের জন্য বরাদ্দ করা হচ্ছে প্রায় ৭.৯৮ কোটি টাকা। নয়া উদ্যোমে শুরু হয়েছে কাজ। পূর্ব রেলের দাবি, সবকিছু প্ল্যানমাফিক চললে দমদম হয়ে উঠবে বিশ্বমানের স্টেশন। যাত্রীরাও খুশি হবেন রেলের নয়া পরিষেবায়।
প্রসঙ্গত উল্লেখ্য, শিয়ালদহ ডিভিশনের অন্যতম গুরুত্বপূর্ণ স্টেশন হল দমদম। প্রতিদিন বনগাঁ, রানাঘাট, কৃষ্ণনগর সিটি, লালগোলাগামী অসংখ্য ট্রেন চলাচল করে এই স্টেশন দিয়ে। স্বাভাবিকভাবেই দমদমের নয়া পরিষেবায় উপকৃত হবেন নিত্যযাত্রীরা। এখানে গড়ে তোলা হবে এসি ওয়েটিং রুম, নয়া শৌচাগার, বসার জায়গা।
আরও দেখুন : BJP একাই পাবে ৩৭০, সংসদ ভবনে দাঁড়িয়ে আত্মবিশ্বাস মোদী! করলেন বড় ঘোষণা
সূত্রের খবর, শিয়ালদহ স্টেশনের গোটা মেঝে ঢেকে ফেলা হবে গ্রানাইট পাথরে। আলো, পাখার ব্যবস্থাও বাড়ানো হবে, থাকবে কোনকোর্স। শিয়ালদহ-হাওড়ার পর এবার দমদমেও গড়ে উঠবে ঝা চকচকে এসি রুম। সেই সাথে দমদম স্টেশন চত্ত্বরকেও নাকি আরও ফাঁকা করার সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। যাত্রীদের যাতে কোনওরম অসুবিধা না হয় সেদিকে লক্ষ্য রেখে চারপাশটা একেবারে ঝাঁ চকচকে করে তুলবে রেল কর্তৃপক্ষ।
আরও দেখুন : ‘ওঁরা ভারতীয়দের অলস ও বোকা ভাবতেন’, সংসদ ভবনে দাঁড়িয়ে নেহরু-ইন্দিরাকে বেনজির আক্রমণ মোদীর
প্রসঙ্গত উল্লেখ্য, কেবল দমদম স্টেশনই নয়, ‘অমৃত ভারত স্টেশন’ প্রকল্পে বাংলার একাধিক স্টেশনকে নবরূপে সজ্জিত করা হচ্ছে। সেই তালিকায় রয়েছে, নবদ্বীপ ধাম, চন্দননগর, অণ্ডাল, বর্ধমান জংশন, তারকেশ্বরের মতো পশ্চিমবঙ্গের একাধিক স্টেশন। এই প্রতিটি স্টেশনকেই দেখার মত করে গড়ে তোলা হবে বলে দাবি করেছে পূর্ব রেল।