বাংলা হান্ট ডেস্ক: মাঘ মাসেই উধাও শীতের আমেজ। সকাল থেকেই রাজ্যের একাধিক জায়গায় মেঘলা আকাশ। দমকা হাওয়া। প্রচুর জলীয় বাষ্প ঢুকছে বাংলায়। মোটের ওপর শুষ্ক রয়েছে রাজ্যের আবহাওয়া। এরই মধ্যে বাংলায় আবহাওয়া পরিবর্তনের পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর (Alipore Weather Office)। পূর্ব বাংলাদেশ ও রাজস্থানে রয়েছে একটি ঘূর্ণাবর্ত (Cyclonic Circulation)। উত্তর ভারতে জেট স্ট্রিম উইন্ড। পশ্চিমী ঝঞ্ঝা ও পূবালী হাওয়ার সংঘাতের জেরে আবহাওয়ার ভোলবদলের সম্ভাবনা রাজ্যে।
গত দুদিনে রাজ্যে বেশ কিছুটা বেড়েছে তাপমাত্রা। দিনের তাপমাত্রা ২ ডিগ্রি এবং রাতের তাপমাত্রা ৩ ডিগ্রি মত বেড়েছে। দিনের বেলায় রীতিমতো ঘাম মুছতে হচ্ছে দক্ষিণবঙ্গের (South Bengal) মানুষকে। এ বছর আর শীতের দাপট ফিরে আসবে না বললেই চলে। তবে আগামীকাল ৯-১০ ফেব্রুয়ারির দিকে সামান্য কমতে পারে তাপমাত্রা। হালকা শীতের আমেজ থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গে।
১৪ ফেব্রুয়ারী সরস্বতী পুজোর পর থেকেই ধীরে ধীরে বিদায় নেবে শীত। ফাল্গুন মাস পড়তেই শীতের লুকোচুরিও শেষ। আর তার আগে আবহাওয়ার ঘন ঘন মুড সুইং। চলতি সপ্তাহেই ৩০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে পৌঁছে যাবে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা। মঙ্গলবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে ভোরের দিকে।
এদিকে আজ দক্ষিণবঙ্গের কিছু জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টিতে ভিজতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা। পাশাপাশি কলকাতার সামান্য কিছু অংশেও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা। বর্তমানে উত্তরের হাওয়া একেবারেই সক্রিয় নয়, পাশাপাশি ঢুকছে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প। দুই এর জেরে লাগাতার বাড়ছে গরম।
আরও পড়ুন: ১০০ দিনের কাজে দুর্নীতির তদন্তে রথীন দে-র বাড়িতে ED হানা, কে এই ব্যক্তি? জানলে চমকে উঠবেন
হাওয়া অফিসের অনুযায়ী, ২৪ ঘণ্টার মধ্যে দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে। আজ উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পং-এ শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া উত্তরবঙ্গের বাকি কোনও জেলায় তেমনি বৃষ্টির সম্ভাবনা নেই। পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতে হাল্ক কুয়াশার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।