বাংলাহান্ট ডেস্ক : ছোটপর্দার কিছু কিছু ধারাবাহিক এমনই হয় যে দর্শকরা তা বাস্তব ভেবে বসেন। সিরিয়ালের (Serial) অভিনেতা অভিনেত্রীরা, চরিত্রগুলি এতটাই আপন হয়ে যায় যে দর্শকরাও তাদের সুখ দুঃখের ভাগীদার হয়ে ওঠেন। স্টার জলসার ‘চিরসখা’ সিরিয়ালটি (Serial) দর্শকদের মনের অন্দরে প্রবেশ করতে সক্ষম হয়েছে। তাই ধারাবাহিকে চাঞ্চল্যকর মোড় আসতে হইচই পড়েছে দর্শক মহলে।
চিরসখা সিরিয়াল (Serial) নিয়ে বিতর্ক
সম্প্রতি সিরিয়ালে (Serial) দেখা গিয়েছে অকালমৃত্যু হয়েছে প্লুটোর। গল্পের মোড়ে দেখা গিয়েছে, আত্মঘাতী হয়েছে প্লুটো। তার মৃত্যু নিয়ে সিরিয়ালের পাশাপাশি বাস্তবেও উঠেছে আলোচনার ঝড়। অনেকেই মেনে নিতে পারছেন না প্লুটোর মৃত্যুটা। সিরিয়াল (Serial) নির্মাতারাও পড়েছেন ক্ষোভের মুখে।
প্রশ্নের মুখে সিরিয়াল নির্মাতারা: হঠাৎ কেন একটি চরিত্রের মৃত্যু দেখানো হল? এই প্রশ্নে জেরবার চিরসখা সিরিয়ালের (Serial) নির্মাতারা। প্লুটো মিঠির প্রেম ভাঙা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে। এবার দর্শকদের যাবতীয় প্রশ্নের জবাব নিয়ে কলকাতার এক ক্যাফেতে উপস্থিত হয়েছিলেন চিরসখার টিম। নানান প্রশ্নের সম্মুখীন হন তাঁরা।
আরও পড়ুন : চলতি বছরে সম্পন্ন হবে গগনযানের পরীক্ষামূলক উৎক্ষেপণ! তার আগেই ISRO পেল বিরাট সাফল্য
কী জানান লীনা: দর্শকদের প্রশ্ন, এমন চিত্রনাট্য কেন লিখলেন চিত্রনাট্যকার লীনা গঙ্গোপাধ্যায়? প্লুটোর মৃত্যু না দেখিয়ে কি গল্প এগিয়ে নিয়ে যাওয়া যেত না? এ বিষয়ে লীনা জানান, গল্প আগে থেকেই ঠিক করা ছিল। কাহিনির সঙ্গে সামঞ্জস্য রেখেই সময়ের নিয়মে এসেছে এই মোড়। অর্থাৎ প্লুটোর মৃত্যু ছিল পূর্ব নির্দিষ্ট।
আরও পড়ুন : ফের মাত্রা ছাড়াল ‘কমেডি’, বিশেষভাবে সক্ষমদের নিয়ে মন্তব্য, সুপ্রিম-কোপে রণবীর
তবে লীনা জানান, এই মৃত্যুর মধ্যে দিয়েও একটি সামাজিক বার্তা (Serial) দেওয়া হয়েছে। একটি বয়সের পর ছেলেমেয়েদের সবকিছুতে নিয়ন্ত্রণ করতে নেই, এমনটাই মত লীনার। গুঞ্জন শোনা গিয়েছিল, প্লুটোর মৃত্যুর পর যে প্রতিক্রিয়া দেখা গিয়েছে তাতে নাকি আবারও প্লুটোকে ফিরিয়ে আনতে পারেন লীনা। তবে এই গুঞ্জন নিয়ে এখনও কোনও মন্তব্য করেননি চিত্রনাট্যকার।