বাংলা হান্ট ডেস্ক: এক নিম্নচাপে রক্ষে নেই, দোসর আরও এক। একের পর নিম্নচাপের জেরে টানা ভিজছে দক্ষিণবঙ্গ (South Bengal Weather)। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আপাতত বৃষ্টি চলবে রাজ্যের অধিকাংশ জেলায়। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। কবে এই স্যাতস্যাতে আবহাওয়া থেকে মুক্তি? জেনে নিন।
কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া? South Bengal Weather
আজ মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে অধিক বৃষ্টির সম্ভাবনায় জারি রয়েছে হলুদ সতর্কতা। এছাড়াও বেশ কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোনো কোনো জেলায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে।
তবে আবহাওয়া দপ্তর জানাচ্ছে, মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে। বুধবারও হালকা বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে। তবে এখনই বৃষ্টি থেকে রেহাই নেই, কারণ সপ্তাহান্তে ফের বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি বাড়ার আশঙ্কা রয়েছে জেলায় জেলায়।
আপাতত সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে। সেই কারণে ২৬ থেকে ২৮ আগস্ট পর্যন্ত সমুদ্রে মৎস্যজীবীদের যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তর তরফে। চলতি সপ্তাহে কলকাতার তাপমাত্রা ২৭ ডিগ্রি থেকে ৩২ ডিগ্রির মধ্যেই ঘোরাফেরা করবে। তবে আর্দ্রতাজনিত অস্বস্তিও থাকবে চরমে। বৃষ্টি না হলে ভ্যাপসা গরমে জ্বালা বাড়বে।
আরও পড়ুন: ফের মাত্রা ছাড়াল ‘কমেডি’, বিশেষভাবে সক্ষমদের নিয়ে মন্তব্য, সুপ্রিম-কোপে রণবীর
এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather
মঙ্গলবার উত্তরবঙ্গেরও একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার সহ সব জেলাতেই। শনিবার পর্যন্ত বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস উত্তরে।