বাংলা হান্ট ডেস্কঃ সকলের নজর আজ সুপ্রিম কোর্টের দিকে। মঙ্গলবার শীর্ষ আদালতে উঠবে রাজ্য সরকারি কর্মীদের (State Government Employees) ডিএ মামলা (Dearness Allowance)। ডিএ মামলার শুনানি সুপ্রিম কোর্টের দৈনন্দিন কার্যতালিকার চার নম্বর আইটেম হিসেবে তালিকাভুক্ত হয়েছে। পাশাপাশি ডিএ মামলা ‘টপ অফ দ্য লিস্ট’ রাখা হয়েছে। যা যথেষ্টই তাৎপর্যপূর্ণ। তবে এরই মধ্যে বড় আপডেট সামনে আসছে।
ডিএ মামলার শুনানির আগেই বড় আপডেট | Dearness Allowance
মঙ্গলবার ডিএ মামলার শুনানি নাও হতে পারে বলে জানালেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ। গতকাল বাংলাহান্টের তরফে ভাস্করবাবুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘ডিএ মামলাতে সুপ্রিম কোর্টেও জয়ের বিষয়ে কোনও সন্দেহ নেই। কারণ আমরা জানি মামলাটা মেরিটের ভিত্তিতেই আমরা জিতব। তবে বিষয়টা হল কালকে (মঙ্গলবার) মামলাটা হবে কি না। একটা শুনানির বিষয়।’
ভাস্করবাবুর কথায়, ‘সমস্যাটা হচ্ছে কালকেও নাকি মামলা সুপ্রিম কোর্টে পার্ট-হার্ড ম্যাটার রয়েছে। আমাদের মামলাটাও পার্ট-হার্ড ম্যাটারই রয়েছে। তবে আমাদের মামলায় বেঞ্চ বদল হয়েছে। আগামীকাল নতুন বেঞ্চে এই মামলার শুনানি হবে। কালকে শুনানির বিষয়টিতে আমরা এখনও নিশ্চিত নয়। তবে যদি শুনানি হয় তবে একদিনের শুনানিতেই এটা নিস্পত্তি হবে।’
তিনি বলেন, ‘গত তিন বছর ধরে মামলাটা শোনাই হয়নি। এখন সেই পরিণতি নয়। এখন মামলাটা শেষের দিকে চলে এসেছে শুধুমাত্র একটা দিনের শুনানি বাকি আছে। সরকার পক্ষ থেকে একটু বক্তব্য বাকি আছে আর আমাদের পক্ষ থেকে একটু উত্তর দেওয়ার আছে। যেদিনই শুনানি হবে সেদিনই মামলাটা শেষ হবে। এবং মামলার রায় আমাদের পক্ষেই যাবে বলে মনে করছি।’
আরও পড়ুন: ফের হাজির নিম্নচাপ! দক্ষিণবঙ্গে কতদিন চলবে দুর্যোগ? আবহাওয়ার খবর
‘কোনও অন্তর্বর্তী নির্দেশ নয় এখন যা হচ্ছে একশো শতাংশ বকেয়ার জন্যই হচ্ছে।’ যোগ করেন ভাস্করবাবু। এবার মঙ্গলবার এই মামলায় কি হয়, শুনানি হলে সর্বোচ্চ আদালত কি নির্দেশ দেয় সেদিকে নজর থাকবে সকলের।